০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • / ৪১৯৮ বার দেখা হয়েছে

বিশ্বকাপ চলাকালেই শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো । অবশেষে গুঞ্জনই সত্যি হলো। দুই পক্ষের আলোচনার পর হয়ে গেছে চুক্তিও। ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিলেন সিআরসেভেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রোনালদোকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় সৌদির ক্লাবটি। প্রায় দেড় মাস ক্লাববিহীন থাকার পর ৩৭ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা সৌদি ক্লাবের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। তবে ঠিক কতো টাকায় সিআরসেভেনের সঙ্গে চুক্তি হয়েছে সেটা অবশ্য প্রকাশ করা হয়নি। তবে, জানা গেছে প্রতি মৌসুমে ৭৫ মিলিয়ন ডলার করে পাবেন রোনালদো। এর আগে এই ক্লাবে খেলে কেউ এতো বড় অংক পাননি।

এক বিবৃতিতে আল-নাসেরের প্রেসিডেন্ট মুসাল্লি আলমুয়াম্মার বলেছেন, ‘ইতিহাস তৈরি হচ্ছে। এটা এমন একটা চুক্তি যা শুধু আমাদের ক্লাবকে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে না বরং আমাদের লিগ, আমাদের জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের ছেলে-মেয়েদের নিজেদের সেরা সংস্করণ হতে অনুপ্রাণিত করবে। ক্রিস্তিয়ানো রোনালদো, নতুন বাড়ি আল নাসরে আপনাকে স্বাগত।’

আল নাসেরও ৭ নম্বর জার্সি পরে খেলবেন রোনালদো। সভাপতি বলেছেন, ‘তবে সর্বপ্রথম এবং সর্বাগ্রে, আমরা তাকে আল নাসরের ৭ নম্বর জার্সিতে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। রোনালদো সব সময় সেরাটা দেন, গোল করেন, শিরোপা জেতান এবং যারা সুন্দর খেলা ফুটবলকে পছন্দ করে তাদের আনন্দ দেন।’

আল নাসরের এক বিবৃতিতে রোনালদো বলেছেন, ‘ভিন্ন একটি দেশে, নতুন একটি ফুটবল লিগে খেলার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আল-নাসর সৌদি আরবে পুরুষ এবং নারী ফুটবলের উন্নয়নে যা করছে এবং তাদের দৃষ্টিভঙ্গি খুবই অনুপ্রেরণাদায়ক। বিশ্বকাপে সৌদি আরবের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বড় ফুটবল উচ্চাকাঙ্ক্ষার দেশ এবং তাদের সম্ভাবনা অনেক।’

গত দুই দশক ধরে ইউরোপের ক্লাব ফুটবলের মধ্যমণিদের একজন ছিলেন রোনালদো। সব মিলিয়ে ইউরোপের চারটি ক্লাবে রোনালদো কাটিয়েছেন ২০ বছর। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং দুটি করে স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আ জিতেছেন। তবে ইউরোপে তার সাফল্যমণ্ডিত অভিযানের আপাতত ইতি ঘটেছে নতুন ঠিকনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে।

আরও পড়ুন: শীতে মোজা পরে ঘুমানো কি ঠিক?

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো

আপডেট: ১১:১৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

বিশ্বকাপ চলাকালেই শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো । অবশেষে গুঞ্জনই সত্যি হলো। দুই পক্ষের আলোচনার পর হয়ে গেছে চুক্তিও। ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিলেন সিআরসেভেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রোনালদোকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় সৌদির ক্লাবটি। প্রায় দেড় মাস ক্লাববিহীন থাকার পর ৩৭ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা সৌদি ক্লাবের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। তবে ঠিক কতো টাকায় সিআরসেভেনের সঙ্গে চুক্তি হয়েছে সেটা অবশ্য প্রকাশ করা হয়নি। তবে, জানা গেছে প্রতি মৌসুমে ৭৫ মিলিয়ন ডলার করে পাবেন রোনালদো। এর আগে এই ক্লাবে খেলে কেউ এতো বড় অংক পাননি।

এক বিবৃতিতে আল-নাসেরের প্রেসিডেন্ট মুসাল্লি আলমুয়াম্মার বলেছেন, ‘ইতিহাস তৈরি হচ্ছে। এটা এমন একটা চুক্তি যা শুধু আমাদের ক্লাবকে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে না বরং আমাদের লিগ, আমাদের জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের ছেলে-মেয়েদের নিজেদের সেরা সংস্করণ হতে অনুপ্রাণিত করবে। ক্রিস্তিয়ানো রোনালদো, নতুন বাড়ি আল নাসরে আপনাকে স্বাগত।’

আল নাসেরও ৭ নম্বর জার্সি পরে খেলবেন রোনালদো। সভাপতি বলেছেন, ‘তবে সর্বপ্রথম এবং সর্বাগ্রে, আমরা তাকে আল নাসরের ৭ নম্বর জার্সিতে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। রোনালদো সব সময় সেরাটা দেন, গোল করেন, শিরোপা জেতান এবং যারা সুন্দর খেলা ফুটবলকে পছন্দ করে তাদের আনন্দ দেন।’

আল নাসরের এক বিবৃতিতে রোনালদো বলেছেন, ‘ভিন্ন একটি দেশে, নতুন একটি ফুটবল লিগে খেলার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আল-নাসর সৌদি আরবে পুরুষ এবং নারী ফুটবলের উন্নয়নে যা করছে এবং তাদের দৃষ্টিভঙ্গি খুবই অনুপ্রেরণাদায়ক। বিশ্বকাপে সৌদি আরবের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বড় ফুটবল উচ্চাকাঙ্ক্ষার দেশ এবং তাদের সম্ভাবনা অনেক।’

গত দুই দশক ধরে ইউরোপের ক্লাব ফুটবলের মধ্যমণিদের একজন ছিলেন রোনালদো। সব মিলিয়ে ইউরোপের চারটি ক্লাবে রোনালদো কাটিয়েছেন ২০ বছর। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং দুটি করে স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আ জিতেছেন। তবে ইউরোপে তার সাফল্যমণ্ডিত অভিযানের আপাতত ইতি ঘটেছে নতুন ঠিকনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে।

আরও পড়ুন: শীতে মোজা পরে ঘুমানো কি ঠিক?

ঢাকা/এসএম