০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

স্ত্রীকে ‘তাজমহল’ উপহার দিলেন স্বামী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / ৪১১৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: স্ত্রীকে নিয়ে আগ্রায় তাজমহল দেখতে গিয়েছিলেন আনন্দপ্রকাশ। তাজমহলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মনে মনে ভেবেছিলেন, স্ত্রীকে এমনই একটি বাড়ি উপহার দেবেন। এবার মধ্যপ্রদেশের বুরহানপুরের বাসিন্দা আনন্দ চোকসে স্ত্রীকে ভালোবেসে উপহার দিলেন ‘তাজমহল’। তবে শাহজাহানের তাজমহল নয়, তাজমহলের আদলে একটি বাড়ি উপহার দিয়েছেন তিনি। আর এই কাণ্ড তার স্ত্রীর পাশাপাশি নেটিজেনদেরকেও অবাক করেছে। তবে এই কাজের জন্য আনন্দকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। প্রথমে জটিল নির্মাণশৈলী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হয় তাকে। এরপর ভারতের ইন্দোর ও পশ্চিমবঙ্গের দক্ষ শিল্পীদের সাহায্য নিয়েছেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

জানা গেছে, তাজমহলের আদলে তৈরি বাড়িটিতে মোট চারটি শোবার ঘর রয়েছে। এছাড়া একটি লাইব্রেরি, মেডিটেশন রুম, একটি ২৯ ফুট লম্বা গম্বুজ আছে। পাশাপাশি রয়েছে তাজমহলের মতো সুসজ্জিত টাওয়ার। বাড়ির আলোসজ্জাও করা হয়েছে তাজমহলের মতো করে। বাহারি আসবাব থেকে ঘরের মেঝে— পুরোটাই যেন এক রাজকীয় ভাব! আনন্দ জানান, শাহজাহানের স্ত্রী মুমতাজের মৃত্যু হয়েছিল বুরহানপুরে। কিন্তু তা সত্ত্বেও তার স্মৃতিসৌধ তৈরি হয় আগ্রায়। এই বিষয়টি আনন্দকে খুব ভাবাতো।

উল্লেখ্য, আসল তাজমহলের মতোই অন্ধকারে আনন্দের তাজমহলও দ্যুতি ছড়াবে। কারণ বাড়িতে আনন্দ আলোর ব্যবহারে এনেছে অভিনবত্ব। ২০১৮ সালে বাড়ির নির্মাণ শুরু করেছিলেন তিনি। তিন বছর পর বাড়িটির নির্মাণ সম্পন্ন হয়েছে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

x

স্ত্রীকে ‘তাজমহল’ উপহার দিলেন স্বামী

আপডেট: ০১:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: স্ত্রীকে নিয়ে আগ্রায় তাজমহল দেখতে গিয়েছিলেন আনন্দপ্রকাশ। তাজমহলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মনে মনে ভেবেছিলেন, স্ত্রীকে এমনই একটি বাড়ি উপহার দেবেন। এবার মধ্যপ্রদেশের বুরহানপুরের বাসিন্দা আনন্দ চোকসে স্ত্রীকে ভালোবেসে উপহার দিলেন ‘তাজমহল’। তবে শাহজাহানের তাজমহল নয়, তাজমহলের আদলে একটি বাড়ি উপহার দিয়েছেন তিনি। আর এই কাণ্ড তার স্ত্রীর পাশাপাশি নেটিজেনদেরকেও অবাক করেছে। তবে এই কাজের জন্য আনন্দকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। প্রথমে জটিল নির্মাণশৈলী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হয় তাকে। এরপর ভারতের ইন্দোর ও পশ্চিমবঙ্গের দক্ষ শিল্পীদের সাহায্য নিয়েছেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

জানা গেছে, তাজমহলের আদলে তৈরি বাড়িটিতে মোট চারটি শোবার ঘর রয়েছে। এছাড়া একটি লাইব্রেরি, মেডিটেশন রুম, একটি ২৯ ফুট লম্বা গম্বুজ আছে। পাশাপাশি রয়েছে তাজমহলের মতো সুসজ্জিত টাওয়ার। বাড়ির আলোসজ্জাও করা হয়েছে তাজমহলের মতো করে। বাহারি আসবাব থেকে ঘরের মেঝে— পুরোটাই যেন এক রাজকীয় ভাব! আনন্দ জানান, শাহজাহানের স্ত্রী মুমতাজের মৃত্যু হয়েছিল বুরহানপুরে। কিন্তু তা সত্ত্বেও তার স্মৃতিসৌধ তৈরি হয় আগ্রায়। এই বিষয়টি আনন্দকে খুব ভাবাতো।

উল্লেখ্য, আসল তাজমহলের মতোই অন্ধকারে আনন্দের তাজমহলও দ্যুতি ছড়াবে। কারণ বাড়িতে আনন্দ আলোর ব্যবহারে এনেছে অভিনবত্ব। ২০১৮ সালে বাড়ির নির্মাণ শুরু করেছিলেন তিনি। তিন বছর পর বাড়িটির নির্মাণ সম্পন্ন হয়েছে।

ঢাকা/এমটি