০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

২২ বছরে ১১ টেস্ট অধিনায়ক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • / ৪১৩৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে চান না মুমিনুল হক। বৃহস্পতিবার বোর্ড সভায় ঘোষণা করা হবে নতুন অধিনায়কের নাম। ২২ বছরে বাংলাদেশ পেতে যাচ্ছে দ্বাদশতম টেস্ট অধিনায়ক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গুঞ্জন রয়েছে, সাকিব আল হাসান আবারো টেস্ট দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। যিনি ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেছেন। তিন বছর আগে মুমিনুল পেয়েছিলেন টেস্ট দলের নেতৃত্ব। 

অতীতে যারা বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন-

অধিনায়ক              মেয়াদ        ম্যাচ    জয়    হার    ড্র
নাঈমুর রহমান        ২০০০-২০০১   ৭       ০       ৬    ১
খালেদ মাসুদ           ২০০১-২০০৪   ১২     ০       ১২    ০
খালেদ মাহমুদ          ২০০৩-২০০৩    ৯    ০       ৯     ০
হাবিবুল বাশার         ২০০৪-২০০৭    ১৮    ১      ১৩    ৪
মোহাম্মদ আশরাফুল    ২০০৭-২০০৯    ১৩    ০      ১২    ১
মাশরাফি মুর্তজা        ২০০৯-২০০৯    ১     ১        ০    ০
সাকিব আল হাসান     ২০০৯-২০১৯    ১৪    ৩      ১১    ০
মুশফিকুর রহিম        ২০১১-২০১৭    ৩৪    ৭      ১৮     ৯
তামিম ইকবাল         ২০১৭-২০১৭      ১    ০        ১     ০
মাহমুউল্লাহ             ২০১৮-২০১৯    ৬    ১        ৪      ১
মুমিনুল হক            ২০১৯-২০২২    ১৭    ৩       ১২      ২

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

২২ বছরে ১১ টেস্ট অধিনায়ক

আপডেট: ১২:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে চান না মুমিনুল হক। বৃহস্পতিবার বোর্ড সভায় ঘোষণা করা হবে নতুন অধিনায়কের নাম। ২২ বছরে বাংলাদেশ পেতে যাচ্ছে দ্বাদশতম টেস্ট অধিনায়ক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গুঞ্জন রয়েছে, সাকিব আল হাসান আবারো টেস্ট দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। যিনি ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেছেন। তিন বছর আগে মুমিনুল পেয়েছিলেন টেস্ট দলের নেতৃত্ব। 

অতীতে যারা বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন-

অধিনায়ক              মেয়াদ        ম্যাচ    জয়    হার    ড্র
নাঈমুর রহমান        ২০০০-২০০১   ৭       ০       ৬    ১
খালেদ মাসুদ           ২০০১-২০০৪   ১২     ০       ১২    ০
খালেদ মাহমুদ          ২০০৩-২০০৩    ৯    ০       ৯     ০
হাবিবুল বাশার         ২০০৪-২০০৭    ১৮    ১      ১৩    ৪
মোহাম্মদ আশরাফুল    ২০০৭-২০০৯    ১৩    ০      ১২    ১
মাশরাফি মুর্তজা        ২০০৯-২০০৯    ১     ১        ০    ০
সাকিব আল হাসান     ২০০৯-২০১৯    ১৪    ৩      ১১    ০
মুশফিকুর রহিম        ২০১১-২০১৭    ৩৪    ৭      ১৮     ৯
তামিম ইকবাল         ২০১৭-২০১৭      ১    ০        ১     ০
মাহমুউল্লাহ             ২০১৮-২০১৯    ৬    ১        ৪      ১
মুমিনুল হক            ২০১৯-২০২২    ১৭    ৩       ১২      ২

ঢাকা/এসএ