০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪

২৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়, রেকর্ড এলটিইউর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • / ৪১৫১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরের রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। ১৫.৩৮ শতাংশ প্রবৃদ্ধিতে বৃহৎ করদাতা ইউনিটের কর বিভাগ গত ৩০ জুন পর্যন্ত রেকর্ড ২৪ হাজার ১১ কোটি টাকার রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে।

রোববার (৪ জুলাই) এলটিইউ থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যানুসারে, ২০২০-২০২১ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত প্রাথমিক হিসাব অনুসারে করপোরেট কর এবং ব্যক্তি শ্রেণির করদাতাদের কাছ থেকে আদায়কৃত করের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ১১ কোটি টাকা। যেখানে ২০২০-২০২১ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার কোটি টাকা। প্রবৃদ্ধির হিসাবে যার পরিমাণ ১৫.৩৮ শতাংশ। তার আগের ২০১৯-২০২০ অর্থবছরে কর আদায়ের পরিমাণ ছিল ২০ হাজার ৮৩৮ কোটি টাকা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ (রোববার) এ বিষয়ে এলটিইউ’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিগত দুই অর্থবছর ধরে এলটিইউ (আয়কর) তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। সেখানে সদ্য সমাপ্ত অর্থবছরে রাজস্বে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। গত অর্থবছরের রাজস্ব আদায়ে বড় অবদান রেখেছে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করার সুযোগ। এলটিইউ’তে ১০০ কোটি টাকার বেশি কর এসেছে অপ্রদর্শিত অর্থ থেকে। যারা ১০ শতাংশ ফ্ল্যাট রেটে এ সুবিধা নিয়েছেন। এছাড়া করোনা মহামারি বিবেচনায় নিয়ে গত অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা ১১.৬৬ শতাংশ কমানো হয়েছিল। সেটিও লক্ষ্যমাত্রার পূরণের বড় কারণ।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত অর্থবছরে সরকার অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগের কারণে রেকর্ড পরিমাণ অর্থ পেয়েছে। এনবিআর থেকে প্রাপ্ত তথ্যানুসারে ২৫ মে পর্যন্ত ১০ হাজার ৪০৪ জন ব্যক্তি কালোটাকা সাদা করার সুযোগ গ্রহণ করেছেন। যার মাধ্যমে ১৪ হাজার ৪৫৯ কোটি টাকা সাদা হয়েছে। কর হিসেবে এনবিআর পেয়েছে ১ হাজার ৪৪৫ কোটি টাকা।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x

২৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়, রেকর্ড এলটিইউর

আপডেট: ০৫:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরের রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। ১৫.৩৮ শতাংশ প্রবৃদ্ধিতে বৃহৎ করদাতা ইউনিটের কর বিভাগ গত ৩০ জুন পর্যন্ত রেকর্ড ২৪ হাজার ১১ কোটি টাকার রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে।

রোববার (৪ জুলাই) এলটিইউ থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যানুসারে, ২০২০-২০২১ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত প্রাথমিক হিসাব অনুসারে করপোরেট কর এবং ব্যক্তি শ্রেণির করদাতাদের কাছ থেকে আদায়কৃত করের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ১১ কোটি টাকা। যেখানে ২০২০-২০২১ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার কোটি টাকা। প্রবৃদ্ধির হিসাবে যার পরিমাণ ১৫.৩৮ শতাংশ। তার আগের ২০১৯-২০২০ অর্থবছরে কর আদায়ের পরিমাণ ছিল ২০ হাজার ৮৩৮ কোটি টাকা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ (রোববার) এ বিষয়ে এলটিইউ’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিগত দুই অর্থবছর ধরে এলটিইউ (আয়কর) তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। সেখানে সদ্য সমাপ্ত অর্থবছরে রাজস্বে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। গত অর্থবছরের রাজস্ব আদায়ে বড় অবদান রেখেছে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করার সুযোগ। এলটিইউ’তে ১০০ কোটি টাকার বেশি কর এসেছে অপ্রদর্শিত অর্থ থেকে। যারা ১০ শতাংশ ফ্ল্যাট রেটে এ সুবিধা নিয়েছেন। এছাড়া করোনা মহামারি বিবেচনায় নিয়ে গত অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা ১১.৬৬ শতাংশ কমানো হয়েছিল। সেটিও লক্ষ্যমাত্রার পূরণের বড় কারণ।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত অর্থবছরে সরকার অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগের কারণে রেকর্ড পরিমাণ অর্থ পেয়েছে। এনবিআর থেকে প্রাপ্ত তথ্যানুসারে ২৫ মে পর্যন্ত ১০ হাজার ৪০৪ জন ব্যক্তি কালোটাকা সাদা করার সুযোগ গ্রহণ করেছেন। যার মাধ্যমে ১৪ হাজার ৪৫৯ কোটি টাকা সাদা হয়েছে। কর হিসেবে এনবিআর পেয়েছে ১ হাজার ৪৪৫ কোটি টাকা।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: