০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

২৯ বিলিয়ন ডলারে নামলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • / ৪১৯৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

ডলার সংকটের সঙ্গে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ কম থাকায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধের পর বর্তমানে দেশের রির্জাভের পরিমাণ ২৯.৭৭ বিলিয়ন মার্কিন ডলার। যা গত ৭ বছরে সর্বনিম্ন। এর আগে ২০১৫-১৬ অর্থবছরে রিজার্ভ ৩০ দশমিক ৩৫ বিলিয়ন ডলার ছিল।

আজ সোমবার (৮ মে) বাংলাদেশ ব্যাংক এই তথ্য নিশ্চিত করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভ রয়েছে ২৯ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্য ভুক্তদেশ হিসাবে ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের আমদানি বিল পরিশোধকে আকু বলা হয়। বাংলাদেশ ব্যাংক প্রতি দুই মাস অন্তর অন্তর আকুল আমদানি বিল পরিশোধ করে। আকু বিল পরিশোধের পর রিজার্ভ ২৯ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। আর আইএমএফের হিসাব অনুযায়ী আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের আরও ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার বাদ দিতে হবে। তাহলে ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়াবে ২৪ দশমিক ২৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০১৬ সালের এপ্রিলে প্রথমবারের মতো ২৯ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে রিজার্ভ। ওই অর্থবছরের শেষে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ৭ বছর পর আবারও ২৯ বিলিয়নের ঘরে নেমে আসছে রিজার্ভ। ২০১৭ সালের ২২ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে।

আরও পড়ুন: ১০ মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ৭৭২ কোটি ডলার

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) এক ভার্চুয়াল সভায় রেমিট্যান্সের দাম প্রতি ডলার ১ টাকা বাড়িয়ে ১০৮ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর রপ্তানি বিল পরিশোধে ১ টাকা বাড়িয়ে ১০৬ টাকা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ‘দেশে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে। এটি দিয়ে আগামী ৫ মাসের বেশি আমদানি বিল পরিশোধ করা যাবে। এক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডে তিন মাস।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

২৯ বিলিয়ন ডলারে নামলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ

আপডেট: ০৮:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

ডলার সংকটের সঙ্গে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ কম থাকায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধের পর বর্তমানে দেশের রির্জাভের পরিমাণ ২৯.৭৭ বিলিয়ন মার্কিন ডলার। যা গত ৭ বছরে সর্বনিম্ন। এর আগে ২০১৫-১৬ অর্থবছরে রিজার্ভ ৩০ দশমিক ৩৫ বিলিয়ন ডলার ছিল।

আজ সোমবার (৮ মে) বাংলাদেশ ব্যাংক এই তথ্য নিশ্চিত করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভ রয়েছে ২৯ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্য ভুক্তদেশ হিসাবে ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের আমদানি বিল পরিশোধকে আকু বলা হয়। বাংলাদেশ ব্যাংক প্রতি দুই মাস অন্তর অন্তর আকুল আমদানি বিল পরিশোধ করে। আকু বিল পরিশোধের পর রিজার্ভ ২৯ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। আর আইএমএফের হিসাব অনুযায়ী আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের আরও ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার বাদ দিতে হবে। তাহলে ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়াবে ২৪ দশমিক ২৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০১৬ সালের এপ্রিলে প্রথমবারের মতো ২৯ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে রিজার্ভ। ওই অর্থবছরের শেষে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ৭ বছর পর আবারও ২৯ বিলিয়নের ঘরে নেমে আসছে রিজার্ভ। ২০১৭ সালের ২২ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে।

আরও পড়ুন: ১০ মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ৭৭২ কোটি ডলার

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) এক ভার্চুয়াল সভায় রেমিট্যান্সের দাম প্রতি ডলার ১ টাকা বাড়িয়ে ১০৮ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর রপ্তানি বিল পরিশোধে ১ টাকা বাড়িয়ে ১০৬ টাকা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ‘দেশে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে। এটি দিয়ে আগামী ৫ মাসের বেশি আমদানি বিল পরিশোধ করা যাবে। এক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডে তিন মাস।’

ঢাকা/এসএ