১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

৫৭১০ রাশিয়ান সৈন্য নিহত, দাবি ইউক্রেনের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / ৪১৭২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্কঃ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম পাঁচ দিনে রাশিয়ার ৫৭১০ জনের বেশি সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক কর্মকর্তারা এই দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও পোস্টে সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, নিহত হওয়া ছাড়াও এখন পর্যন্ত দুই শতাধিক রাশিয়ান সৈন্যকে বন্দি করেছে ইউক্রেনীয় বাহিনী। মঙ্গলবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় বিবিসি অনলাইন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ ছাড়া ইউক্রেন কর্তৃপক্ষ রাশিয়ার ১৯৮টি ট্যাংক, ২৯টি বিমান, ৮৪৬টি সাঁজোয়া যান এবং ২৯টি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে। তবে বিবিসি স্বতন্ত্রভাবে এসব দাবির ব্যাপারে যাচাই করতে পারেনি। কিন্তু যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ধারণা, ইউক্রেনে আক্রমণ চলাকালীন মস্কোর সেনাবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।    

এর আগে শনিবার মস্কো কর্তৃপক্ষ স্বীকার করেছিল, তাদের বাহিনীর হতাহতের শিকার হয়েছে। যদিও এর আগের দিন শুক্রবার রুশ কর্তৃপক্ষ দাবি করেছিল, তাদের কোনো সৈন্য নিহত হয়নি। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সৈন্যদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সৈন্যরা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঢাকা/এমআর

শেয়ার করুন

x

৫৭১০ রাশিয়ান সৈন্য নিহত, দাবি ইউক্রেনের

আপডেট: ০৬:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

বিজনেস জার্নাল ডেস্কঃ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম পাঁচ দিনে রাশিয়ার ৫৭১০ জনের বেশি সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক কর্মকর্তারা এই দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও পোস্টে সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, নিহত হওয়া ছাড়াও এখন পর্যন্ত দুই শতাধিক রাশিয়ান সৈন্যকে বন্দি করেছে ইউক্রেনীয় বাহিনী। মঙ্গলবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় বিবিসি অনলাইন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ ছাড়া ইউক্রেন কর্তৃপক্ষ রাশিয়ার ১৯৮টি ট্যাংক, ২৯টি বিমান, ৮৪৬টি সাঁজোয়া যান এবং ২৯টি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে। তবে বিবিসি স্বতন্ত্রভাবে এসব দাবির ব্যাপারে যাচাই করতে পারেনি। কিন্তু যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ধারণা, ইউক্রেনে আক্রমণ চলাকালীন মস্কোর সেনাবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।    

এর আগে শনিবার মস্কো কর্তৃপক্ষ স্বীকার করেছিল, তাদের বাহিনীর হতাহতের শিকার হয়েছে। যদিও এর আগের দিন শুক্রবার রুশ কর্তৃপক্ষ দাবি করেছিল, তাদের কোনো সৈন্য নিহত হয়নি। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সৈন্যদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সৈন্যরা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঢাকা/এমআর