০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

৫ দিনে বদলে গেছে ইউক্রেন যুদ্ধের গতিপ্রকৃতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • / ৪১২৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দুই মাস আগে ইউক্রেন যুদ্ধ শুরুর সময় ধারণা করা হচ্ছিল, এটি দ্রুত থেমে যাবে। তবে গত সপ্তাহে এর গতিপ্রকৃতি উল্টে শঙ্কা জাগিয়েছে। গত রোববার কিয়েভ সফর গিয়ে ভারী অস্ত্র সরবরাহের বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টও এ যুদ্ধের মাধ্যমে মস্কোকে ‘শায়েস্তা’ করার কৌশল প্রকাশ করেছেন। কিয়েভকে ভারী যুদ্ধাস্ত্র দিতে জার্মানিতে ৪০টির বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রী নিয়ে সম্মেলন করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া একে ‘ন্যাটোর সঙ্গে ছায়াযুদ্ধ’ আখ্যা দিয়ে পশ্চিমাদের ‘দ্রুত গতির জবাবে’র হুঁশিয়ারি দিয়েছে। ক্রেমলিনের হুমকিকে পাত্তা না দিয়ে যুদ্ধ দীর্ঘ হওয়ার শঙ্কা জানাচ্ছে কিয়েভ মিত্ররা। এ সময়ে কূটনৈতিক প্রচেষ্টাও অনেকটা থমকে গেছে। এসব পদক্ষেপ যুদ্ধ স্থায়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সিএনএনের এক বিশ্নেষণে বলা হয়েছে, গত রোববার থেকে বৃহস্পতিবারের এই পাঁচ দিনে ইউক্রেন যুদ্ধ কয়েক বছরব্যাপী স্থায়ী হওয়ার ঝুঁকিতে পড়েছে। এসব পদক্ষেপ শুধু এ যুদ্ধে কারা জয়ী হবে, তার সিদ্ধান্ত দেবে না। পাশাপাশি একবিংশ শতাব্দীর বাকি সময়ের পথও বাতলে দেবে।

শেয়ার করুন

x

৫ দিনে বদলে গেছে ইউক্রেন যুদ্ধের গতিপ্রকৃতি

আপডেট: ১২:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: দুই মাস আগে ইউক্রেন যুদ্ধ শুরুর সময় ধারণা করা হচ্ছিল, এটি দ্রুত থেমে যাবে। তবে গত সপ্তাহে এর গতিপ্রকৃতি উল্টে শঙ্কা জাগিয়েছে। গত রোববার কিয়েভ সফর গিয়ে ভারী অস্ত্র সরবরাহের বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টও এ যুদ্ধের মাধ্যমে মস্কোকে ‘শায়েস্তা’ করার কৌশল প্রকাশ করেছেন। কিয়েভকে ভারী যুদ্ধাস্ত্র দিতে জার্মানিতে ৪০টির বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রী নিয়ে সম্মেলন করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া একে ‘ন্যাটোর সঙ্গে ছায়াযুদ্ধ’ আখ্যা দিয়ে পশ্চিমাদের ‘দ্রুত গতির জবাবে’র হুঁশিয়ারি দিয়েছে। ক্রেমলিনের হুমকিকে পাত্তা না দিয়ে যুদ্ধ দীর্ঘ হওয়ার শঙ্কা জানাচ্ছে কিয়েভ মিত্ররা। এ সময়ে কূটনৈতিক প্রচেষ্টাও অনেকটা থমকে গেছে। এসব পদক্ষেপ যুদ্ধ স্থায়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সিএনএনের এক বিশ্নেষণে বলা হয়েছে, গত রোববার থেকে বৃহস্পতিবারের এই পাঁচ দিনে ইউক্রেন যুদ্ধ কয়েক বছরব্যাপী স্থায়ী হওয়ার ঝুঁকিতে পড়েছে। এসব পদক্ষেপ শুধু এ যুদ্ধে কারা জয়ী হবে, তার সিদ্ধান্ত দেবে না। পাশাপাশি একবিংশ শতাব্দীর বাকি সময়ের পথও বাতলে দেবে।