আফগানিস্তানে সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত ২০ তালেবান সদস্য

- আপডেট: ০৫:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১০৪৬৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আফগানিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে তীব্র সংঘাতে ২০ তালেবান সদস্য নিহত হয়েছেন। শনিবার দেশটির বদখশান প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ক্যাপ্টেন আব্দুল রাজ্জাক নামে আফগান সামরিক বাহিনীর এক মুখপাত্র।
আব্দুল রাজ্জাক বলেন, ‘শুক্রবার থেকে বদখশানে আফগান সামরিক বাহিনী ও তালেবান সদস্যদের মধ্যে সংঘাত শুরু হয়েছে। সংঘাতে এ পর্যন্ত ৩ জন সেনা সদস্য ২০ জন তালেবান সদস্যের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।’
এদিকে বদখশানের আফগান প্রশাসনের কয়েকজন কর্মকর্তা চীনের বার্তাসংস্থা সিনহুয়া নিউজকে জানিয়েছেন, শুক্রবার প্রদেশের ৪ টি জেলার সামরিক ঘাঁটিতে হামলা করেন তালেবান সদস্যরা। এই জেলাসমূহ হলো- তাগাব, কিশিম, তাশকান ও শের ই বুজাগ। সেখান থেকেই সংঘাতের সূত্রপাত।
বদখশানে আফগান সরকারের মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি সিনহুয়া নিউজকে জানিয়েছেন, সংঘাত খুব দ্রুত শেষ হচ্ছে না, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
২০১১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টু্ইন টাওয়ারে হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে ওই বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক কোয়ালিশন বাহিনী আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে।
তারপর দীর্ঘ ২০ বছর আফগানিস্তানে অবস্থান ও যুদ্ধের পর চলতি বছর দেশটি থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার ঘোষণা অনুযায়ী, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার বন্ধুভাবাপন্ন দেশগুলোর কূটনীতিকদের নিরাপত্তার স্বার্থে মার্কিন সৈন্যদলের ছোট একটি দল আফগানিস্তানে অবস্থান করবে, বাদবাকি সবাইকে চলতি বছর ১১ সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে প্রত্যাহার করে নেওয়া হবে।
এদিকে, জো বাইডেন এই ঘোষণা দেওয়ার পরই দেশটিতে সন্ত্রাসী তৎপরতা বাড়িয়ে দিয়েছে তালেবানগোষ্ঠী। তাদের তৎপরতার কারণে গত কয়েক মাস ধরে কাতারের রাজধানী দোহায় তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিদের মধ্যে যে শান্তি আলোচনা চলছে- তা ও অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন:
- ফের ওয়াল্ট ডিজনির সোর্সিং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ
- বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ
- একদিনেই কেজিতে পেঁয়াজের দাম বাড়ল ১০ টাকা
- আগামীকাল থেকে কোরবানির ডিজিটাল হাট
- ‘ফ্লাইং কিক’ মেরে লাল কার্ড, ব্রাজিলের কাছে ক্ষমা চাইলেন জেসুস
- যাদের ছেলে-মেয়ে পড়ে না, তারাই স্কুলে পাঠাতে সোচ্চার
- খুলনা বিভাগে করোনায় আরও ৩২ জনের মৃত্যু
- এবার পাড়া-মহল্লায় অভিযান চালাবে র্যাব
- বারাকা পতেঙ্গার শেয়ার বরাদ্দ ৫ জুলাই
- দশ জনের দল নিয়ে জয়, সেমিফাইনালে ব্রাজিল
- সাপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- দেশে পৌঁছাল মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ টিকা
- মার্কেট ভাল হবেই; লোকসানে বিক্রি নয়: বিএসইসি চেয়ারম্যান
- পুঁজিবাজারের যাত্রার ইতিহাস এবং স্টক এক্সচেঞ্জের দায়িত্ব্য ও কর্তব্য
- সদ্য সপ্তাহে পিই রেশিও বেড়েছে দশমিক ১৫ পয়েন্ট