০১:৪০ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত ২০ তালেবান সদস্য

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • / ১০৪৬৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আফগানিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে তীব্র সংঘাতে ২০ তালেবান সদস্য নিহত হয়েছেন। শনিবার দেশটির বদখশান প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ক্যাপ্টেন আব্দুল রাজ্জাক নামে আফগান সামরিক বাহিনীর এক মুখপাত্র।

আব্দুল রাজ্জাক বলেন, ‘শুক্রবার থেকে বদখশানে আফগান সামরিক বাহিনী ও তালেবান সদস্যদের মধ্যে সংঘাত শুরু হয়েছে। সংঘাতে এ পর্যন্ত ৩ জন সেনা সদস্য ২০ জন তালেবান সদস্যের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।’  

এদিকে বদখশানের আফগান প্রশাসনের কয়েকজন কর্মকর্তা চীনের বার্তাসংস্থা সিনহুয়া নিউজকে জানিয়েছেন, শুক্রবার প্রদেশের ৪ টি জেলার সামরিক ঘাঁটিতে হামলা করেন তালেবান সদস্যরা। এই জেলাসমূহ হলো- তাগাব, কিশিম, তাশকান ও শের ই বুজাগ। সেখান থেকেই সংঘাতের সূত্রপাত।

বদখশানে আফগান সরকারের মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি সিনহুয়া নিউজকে জানিয়েছেন, সংঘাত খুব দ্রুত শেষ হচ্ছে না, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০১১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টু্ইন টাওয়ারে হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে ওই বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক কোয়ালিশন বাহিনী আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে।

তারপর দীর্ঘ ২০ বছর আফগানিস্তানে অবস্থান ও যুদ্ধের পর চলতি বছর দেশটি থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার ঘোষণা অনুযায়ী, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার বন্ধুভাবাপন্ন দেশগুলোর কূটনীতিকদের নিরাপত্তার স্বার্থে মার্কিন সৈন্যদলের ছোট একটি দল আফগানিস্তানে অবস্থান করবে, বাদবাকি সবাইকে চলতি বছর ১১ সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে প্রত্যাহার করে নেওয়া হবে।

এদিকে, জো বাইডেন এই ঘোষণা দেওয়ার পরই দেশটিতে সন্ত্রাসী তৎপরতা বাড়িয়ে দিয়েছে তালেবানগোষ্ঠী। তাদের তৎপরতার কারণে গত কয়েক মাস ধরে কাতারের রাজধানী দোহায় তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিদের মধ্যে যে শান্তি আলোচনা চলছে- তা ও অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:

শেয়ার করুন

আফগানিস্তানে সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত ২০ তালেবান সদস্য

আপডেট: ০৫:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: আফগানিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে তীব্র সংঘাতে ২০ তালেবান সদস্য নিহত হয়েছেন। শনিবার দেশটির বদখশান প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ক্যাপ্টেন আব্দুল রাজ্জাক নামে আফগান সামরিক বাহিনীর এক মুখপাত্র।

আব্দুল রাজ্জাক বলেন, ‘শুক্রবার থেকে বদখশানে আফগান সামরিক বাহিনী ও তালেবান সদস্যদের মধ্যে সংঘাত শুরু হয়েছে। সংঘাতে এ পর্যন্ত ৩ জন সেনা সদস্য ২০ জন তালেবান সদস্যের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।’  

এদিকে বদখশানের আফগান প্রশাসনের কয়েকজন কর্মকর্তা চীনের বার্তাসংস্থা সিনহুয়া নিউজকে জানিয়েছেন, শুক্রবার প্রদেশের ৪ টি জেলার সামরিক ঘাঁটিতে হামলা করেন তালেবান সদস্যরা। এই জেলাসমূহ হলো- তাগাব, কিশিম, তাশকান ও শের ই বুজাগ। সেখান থেকেই সংঘাতের সূত্রপাত।

বদখশানে আফগান সরকারের মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি সিনহুয়া নিউজকে জানিয়েছেন, সংঘাত খুব দ্রুত শেষ হচ্ছে না, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০১১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টু্ইন টাওয়ারে হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে ওই বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক কোয়ালিশন বাহিনী আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে।

তারপর দীর্ঘ ২০ বছর আফগানিস্তানে অবস্থান ও যুদ্ধের পর চলতি বছর দেশটি থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার ঘোষণা অনুযায়ী, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার বন্ধুভাবাপন্ন দেশগুলোর কূটনীতিকদের নিরাপত্তার স্বার্থে মার্কিন সৈন্যদলের ছোট একটি দল আফগানিস্তানে অবস্থান করবে, বাদবাকি সবাইকে চলতি বছর ১১ সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে প্রত্যাহার করে নেওয়া হবে।

এদিকে, জো বাইডেন এই ঘোষণা দেওয়ার পরই দেশটিতে সন্ত্রাসী তৎপরতা বাড়িয়ে দিয়েছে তালেবানগোষ্ঠী। তাদের তৎপরতার কারণে গত কয়েক মাস ধরে কাতারের রাজধানী দোহায় তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিদের মধ্যে যে শান্তি আলোচনা চলছে- তা ও অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন: