০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

মার্কেট ভাল হবেই; লোকসানে বিক্রি নয়: বিএসইসি চেয়ারম্যান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • / ৪৩৬২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ‌্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, আগামীতে মার্কেট অনেক ভাল হবেই। তাই অযথা পেনিকড হয়ে শেয়ার বিক্রি করে লোকসান করবেন কেন? এইটুক ধৈর্য্য ধরতে হবে। একই সাথে মার্কেটে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন,অনেকের মার্জিন লোনের কারণে ফোর্স সেল হচ্ছিল; তাদের জন্য আমরা মার্জিনটা বাড়িয়ে দিয়েছি। সুতরাং ফোর্স সেল এর কোন ভয় নেই। তাই পেনিক সেল না হলেই হলো এখন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আমরা মার্কটকে ফ্রি ফ্লো দিতে চাই। মার্কেট ই মার্কেটকে নিয়ন্ত্রণ করবে।
সম্মানিত বিনিয়োগকারীদের এখানে বুঝতে হবে যে আমি যখন পেনিকড হয়ে শেয়ার বিক্রী করি তার ক্রেতাটা কে?
ক্রেতা যেহেতু আছে তাহলে আমি কেন বিক্রি করছি লস করে। আমাকে তো লস করে এক্ষনি বিক্রি করার দরকার নাই।
অমিত একটু অপেক্ষা করতে পারি।অপেক্ষা করে আমি সময়মতো বিক্রি করবো লাভে। এইটুক ধৈর্য্য ধরতে হবে।
এবং এই মার্কেটটা লং টার্ম ইনভেস্টমেন্ট এর জায়গা এবং এখানে কিনে লসে বিক্রি করার কথা না।
কিনে একটু অপেক্ষা করবেন যেইদিন প্রাইস বাড়বে সেইদিন বিক্রি করবেন। আপনি কেন অন্যের কথায় বা একটা সিচুয়েশনে আজকেই বিক্রি করতে হবে।
এই আজকেই বিক্রি করতে হবে শেয়ার প্রাইস কমলে এই বিষয়টা হয়ে গেছে ইনডেক্স মাঝে মাঝে পড়ে যাওয়ার একটি কারণ।
সম্মানিত বিনিয়োগকারীরা যদি একটু ধৈর্য্য ধরেন তাহলে কিন্তু সমস্যা হয়না। তাহলে একটা সুস্থ পরিবেশ পাই।
আমার খুব কষ্ট লাগে অনেক বিনিয়োগকারী ভয় পেয়ে লস করছে।
এখানে কিন্তু ভয় পাওয়ার কোন কারণ নেই।
ইনশাল্লাহ সময়ের সাথে সাথে মার্কেট অনেক সুস্থ হবে। ও অনেক ভাল হবে।
তাই একটু ধৈর্য্য ধারণ করতে হবে।
আর যাদের মার্জিন লোনের কারণে ফোর্স সেল হচ্ছিল তাদের জন্য আমরা মার্জিনটা বাড়িয়ে দিয়েছি।
সুতরাং ফোর্স সেল এর কোন ভয় নেই।
তাই পেনিক সেল না হলেই হলো এখন।
মার্কেট ভাল হবেই ইনশাল্লাহ ।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

মার্কেট ভাল হবেই; লোকসানে বিক্রি নয়: বিএসইসি চেয়ারম্যান

আপডেট: ১২:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ‌্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, আগামীতে মার্কেট অনেক ভাল হবেই। তাই অযথা পেনিকড হয়ে শেয়ার বিক্রি করে লোকসান করবেন কেন? এইটুক ধৈর্য্য ধরতে হবে। একই সাথে মার্কেটে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন,অনেকের মার্জিন লোনের কারণে ফোর্স সেল হচ্ছিল; তাদের জন্য আমরা মার্জিনটা বাড়িয়ে দিয়েছি। সুতরাং ফোর্স সেল এর কোন ভয় নেই। তাই পেনিক সেল না হলেই হলো এখন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আমরা মার্কটকে ফ্রি ফ্লো দিতে চাই। মার্কেট ই মার্কেটকে নিয়ন্ত্রণ করবে।
সম্মানিত বিনিয়োগকারীদের এখানে বুঝতে হবে যে আমি যখন পেনিকড হয়ে শেয়ার বিক্রী করি তার ক্রেতাটা কে?
ক্রেতা যেহেতু আছে তাহলে আমি কেন বিক্রি করছি লস করে। আমাকে তো লস করে এক্ষনি বিক্রি করার দরকার নাই।
অমিত একটু অপেক্ষা করতে পারি।অপেক্ষা করে আমি সময়মতো বিক্রি করবো লাভে। এইটুক ধৈর্য্য ধরতে হবে।
এবং এই মার্কেটটা লং টার্ম ইনভেস্টমেন্ট এর জায়গা এবং এখানে কিনে লসে বিক্রি করার কথা না।
কিনে একটু অপেক্ষা করবেন যেইদিন প্রাইস বাড়বে সেইদিন বিক্রি করবেন। আপনি কেন অন্যের কথায় বা একটা সিচুয়েশনে আজকেই বিক্রি করতে হবে।
এই আজকেই বিক্রি করতে হবে শেয়ার প্রাইস কমলে এই বিষয়টা হয়ে গেছে ইনডেক্স মাঝে মাঝে পড়ে যাওয়ার একটি কারণ।
সম্মানিত বিনিয়োগকারীরা যদি একটু ধৈর্য্য ধরেন তাহলে কিন্তু সমস্যা হয়না। তাহলে একটা সুস্থ পরিবেশ পাই।
আমার খুব কষ্ট লাগে অনেক বিনিয়োগকারী ভয় পেয়ে লস করছে।
এখানে কিন্তু ভয় পাওয়ার কোন কারণ নেই।
ইনশাল্লাহ সময়ের সাথে সাথে মার্কেট অনেক সুস্থ হবে। ও অনেক ভাল হবে।
তাই একটু ধৈর্য্য ধারণ করতে হবে।
আর যাদের মার্জিন লোনের কারণে ফোর্স সেল হচ্ছিল তাদের জন্য আমরা মার্জিনটা বাড়িয়ে দিয়েছি।
সুতরাং ফোর্স সেল এর কোন ভয় নেই।
তাই পেনিক সেল না হলেই হলো এখন।
মার্কেট ভাল হবেই ইনশাল্লাহ ।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: