০২:২৭ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে সাফকো স্পিনিং

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • / ৪১৬০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে সাফকো স্পিনিং মিলস। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৮ দশমিক শূন্য ৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৫ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৪ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ২৯ টাকা ৩০ পয়সা।

অবশ্য এ দাম কমার আগে কোম্পানিটির শেয়ার দাম প্রায় দুই মাস টানা বাড়ে। গত ২৯ এপ্রিল কোম্পানিটির শেয়ার দাম ছিল ৯ টাকা ৭০ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে প্রতিটি শেয়ারের দাম ৩১ টাকায় উঠে যায়। অর্থাৎ দুই মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে তিনগুণ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হঠাৎ শেয়ারের এমন দাম বাড়লেও ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির লভ্যাংশের ইতিহাস ভালো না। সর্বশেষ ২০১৮ সালে বিনিয়োগকারীদের ৩ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এদিকে, ২০২০-২১ হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটি বড় লোকসানে রয়েছে। ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসের ব্যবসায় কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৪ টাকা ৩১ পয়সা।

দাম কমে যাওয়ার বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। এত গেল সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৬ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ৯৯ লাখ ১ হাজার টাকা।

সাফকো স্পিনিংয়ের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল প্রগতী ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম কমেছে ১০ দশমিক ৫০ শতাংশ। ১০ দশমিক শূন্য ৯ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে মালেক স্পিনিং।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৩৪ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্টের ৮ দশমিক ৩৭ শতাংশ, এরামিট সিমেন্টের ৮ দশমিক ১৬ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৬ দশমিক ৫৯ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫৮ শতংশ, কাট্টালী টেক্সটাইলের ৬ দশমিক ৩৪ শতাংশ এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬ দশমিক শূন্য ৩ শতাংশ দাম কমেছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে সাফকো স্পিনিং

আপডেট: ১১:২০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে সাফকো স্পিনিং মিলস। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৮ দশমিক শূন্য ৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৫ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৪ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ২৯ টাকা ৩০ পয়সা।

অবশ্য এ দাম কমার আগে কোম্পানিটির শেয়ার দাম প্রায় দুই মাস টানা বাড়ে। গত ২৯ এপ্রিল কোম্পানিটির শেয়ার দাম ছিল ৯ টাকা ৭০ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে প্রতিটি শেয়ারের দাম ৩১ টাকায় উঠে যায়। অর্থাৎ দুই মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে তিনগুণ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হঠাৎ শেয়ারের এমন দাম বাড়লেও ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির লভ্যাংশের ইতিহাস ভালো না। সর্বশেষ ২০১৮ সালে বিনিয়োগকারীদের ৩ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এদিকে, ২০২০-২১ হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটি বড় লোকসানে রয়েছে। ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসের ব্যবসায় কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৪ টাকা ৩১ পয়সা।

দাম কমে যাওয়ার বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। এত গেল সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৬ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ৯৯ লাখ ১ হাজার টাকা।

সাফকো স্পিনিংয়ের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল প্রগতী ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম কমেছে ১০ দশমিক ৫০ শতাংশ। ১০ দশমিক শূন্য ৯ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে মালেক স্পিনিং।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৩৪ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্টের ৮ দশমিক ৩৭ শতাংশ, এরামিট সিমেন্টের ৮ দশমিক ১৬ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৬ দশমিক ৫৯ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫৮ শতংশ, কাট্টালী টেক্সটাইলের ৬ দশমিক ৩৪ শতাংশ এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬ দশমিক শূন্য ৩ শতাংশ দাম কমেছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: