পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড অনুমোদন

- আপডেট: ০৭:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১০৩৬৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ২০২০ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন দেয়া হয়।
কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন এতে সভাপতিত্ব করেন।
সভায় কোম্পানির পরিচালক হাসান আহমেদ, ইঞ্জিনিয়ার এম এ তাহের, বেগম নূরজাহান আহমেদ, কবির আহমেদ, বেগম ফারজানা জাহান আহমেদ, মোহাম্মদ আমির হোসেন চৌধুরী ও মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আবু কাওছার, মোহাম্মদ হাবিবুল বাহার ও মোহাম্মদ আতিক আকবর, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির।
ঢাকা/এনইউ
আরও পড়ুন: