০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নিজের সোনার পায়েল রাজ রিপাকে দিলেন পরীমণি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • / ১০৪৩৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নায়িকা সত্তার বাইরে পরীমণি দিলখোলা মানুষ। এ কথা তার কাছের মানুষজন খুব ভালো করেই জানেন। যখন যেভাবে পেরেছেন, মানুষকে সহযোগিতা করেছেন, পাশে দাঁড়িয়েছেন। কখনো সুবিধাবঞ্চিত শিশুদের কাছে ছুটে গেছেন, কখনো আবার এফডিসিতে কোরবানি দিয়ে অসহায় শিল্পী-কলাকুশলীদের মুখে হাসি ফুটিয়েছেন।

সহশিল্পীদের মধ্যেও যারা পরীমণির ঘনিষ্ঠ, তাদের জন্য হৃদয় উজাড় করে দেন তিনি। সেই নজির দেখা গেল আবারও। তরুণ নায়িকা রাজ রিপাকে নিজের পায়ের সোনার পায়েল দিয়ে দিলেন পরী।

টানা ২৭ দিন থানা ও কারাগারে থাকার পর ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমণি। এরপর থেকে অনেকেই তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আগ্রহ নিয়ে বনানীর সেই বাসায় যান রাজ রিপাও। সেখানে পরীমণির ভালোবাসা ও আপ্যায়নে মুগ্ধ হয়েছেন বলে জানালেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

একটি গণমাধ্যমের কাছে রাজ রিপা বলেন, ‘একটা মানুষ এত মিষ্টি হয় কীভাবে! তিনি আমাকে যেভাবে সম্মান জানালেন, আপ্যায়ন করলেন, আমি মুগ্ধ হয়ে গেছি।’

এর আগে কখনো পরীমণির সঙ্গে দেখা হয়নি বলেও জানান রাজ রিপা। তবে পরীর প্রতি ভালোবাসা থেকে তিনি তার মুক্তির জন্য শাহবাগের মানবন্ধনে অংশ নিয়েছিলেন। সেই সঙ্গে মনঃস্থির করে রেখেছিলেন, পরীমণি মুক্তি পেলে তার সঙ্গে দেখা করবেন। গত বৃহস্পতিবার তাই ছুটে যান বনানীর লেকভিউ এলাকায় পরীর নীড়ে।

পরীমণিকে বড় বোনের মতো সম্মান করেন রাজ রিপা। ডাকেন ‘আপি’ বলে। রিপাকে উদ্দেশ্য করে সেদিন পরী বলেছিলেন, ‘আপি ডাকটা তুই খুব মন থেকে ডাকিস। তুই আমার ছোট বোন’। এ কথা বলে নিজের এক পা থেকে সোনার পায়েল খুলে রিপার পায়ে পরিয়ে দেন।

উল্লেখ্য, রাজ রিপা অভিনয় করেছেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে আছেন সাতজন নায়ক। সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

ইন্সটাগ্রামে এক পোস্টেই পাঁচ কোটি আয় কোহলির

ই-অরেঞ্জ: সোহেলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

সন্দেহজনক লেনদেন: কয়েক হাজার ‘নগদ’ গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ

সাপ্তাহিক লুজারে অর্ধেক মিউচ্যুয়াল ফান্ড

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় যেসব কোম্পানির শেয়ার

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

নিজের সোনার পায়েল রাজ রিপাকে দিলেন পরীমণি

আপডেট: ০৮:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: নায়িকা সত্তার বাইরে পরীমণি দিলখোলা মানুষ। এ কথা তার কাছের মানুষজন খুব ভালো করেই জানেন। যখন যেভাবে পেরেছেন, মানুষকে সহযোগিতা করেছেন, পাশে দাঁড়িয়েছেন। কখনো সুবিধাবঞ্চিত শিশুদের কাছে ছুটে গেছেন, কখনো আবার এফডিসিতে কোরবানি দিয়ে অসহায় শিল্পী-কলাকুশলীদের মুখে হাসি ফুটিয়েছেন।

সহশিল্পীদের মধ্যেও যারা পরীমণির ঘনিষ্ঠ, তাদের জন্য হৃদয় উজাড় করে দেন তিনি। সেই নজির দেখা গেল আবারও। তরুণ নায়িকা রাজ রিপাকে নিজের পায়ের সোনার পায়েল দিয়ে দিলেন পরী।

টানা ২৭ দিন থানা ও কারাগারে থাকার পর ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমণি। এরপর থেকে অনেকেই তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আগ্রহ নিয়ে বনানীর সেই বাসায় যান রাজ রিপাও। সেখানে পরীমণির ভালোবাসা ও আপ্যায়নে মুগ্ধ হয়েছেন বলে জানালেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

একটি গণমাধ্যমের কাছে রাজ রিপা বলেন, ‘একটা মানুষ এত মিষ্টি হয় কীভাবে! তিনি আমাকে যেভাবে সম্মান জানালেন, আপ্যায়ন করলেন, আমি মুগ্ধ হয়ে গেছি।’

এর আগে কখনো পরীমণির সঙ্গে দেখা হয়নি বলেও জানান রাজ রিপা। তবে পরীর প্রতি ভালোবাসা থেকে তিনি তার মুক্তির জন্য শাহবাগের মানবন্ধনে অংশ নিয়েছিলেন। সেই সঙ্গে মনঃস্থির করে রেখেছিলেন, পরীমণি মুক্তি পেলে তার সঙ্গে দেখা করবেন। গত বৃহস্পতিবার তাই ছুটে যান বনানীর লেকভিউ এলাকায় পরীর নীড়ে।

পরীমণিকে বড় বোনের মতো সম্মান করেন রাজ রিপা। ডাকেন ‘আপি’ বলে। রিপাকে উদ্দেশ্য করে সেদিন পরী বলেছিলেন, ‘আপি ডাকটা তুই খুব মন থেকে ডাকিস। তুই আমার ছোট বোন’। এ কথা বলে নিজের এক পা থেকে সোনার পায়েল খুলে রিপার পায়ে পরিয়ে দেন।

উল্লেখ্য, রাজ রিপা অভিনয় করেছেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে আছেন সাতজন নায়ক। সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

ইন্সটাগ্রামে এক পোস্টেই পাঁচ কোটি আয় কোহলির

ই-অরেঞ্জ: সোহেলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

সন্দেহজনক লেনদেন: কয়েক হাজার ‘নগদ’ গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ

সাপ্তাহিক লুজারে অর্ধেক মিউচ্যুয়াল ফান্ড

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় যেসব কোম্পানির শেয়ার