ওয়ালটন হাইটেকের এজিএম ২৯ সেপ্টেম্বর

- আপডেট: ১২:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১০৩৫৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ১৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ জানিয়েছে। কোম্পানিটির এজিএম আগামী ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএমে ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন ও ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হবে। এছাড়া কোম্পানির পরিচালকদের নির্বাচিত করা, নিরীক্ষকদের ২০২১-২২ অর্থবছরের রেমুনেরেশন নির্ধারণ করা হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এছাড়া বিশেষ ব্যবসার বিষয়গুলো অনুমোদন করা হবে এজিএমে। ওয়ালটন প্লাজা এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্র্রিজের মধ্যে চুক্তি এবং কোম্পানিটির আইকোনিক টাওয়ারে জমি কেনার বিষয়টি অনুমোদন করা হবে।
কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটি ”ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের” পরিবর্তে ”ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিলসি” নাম পরিবর্তন করতে চায়। বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এজেএমে উত্থাপন করা হবে।
ঢাকা/এনইউ
আরও পড়ুন: