১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

করোনায় আক্রান্ত তপন চৌধুরী, কণ্ঠে আক্ষেপ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • / ৪১৬৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সারাদেশের মতো করোনার দ্বিতীয় ঢেউয় বিপর্যস্ত দেশের শোবিজ অঙ্গনও। একের পর এক তারকারা আক্রান্ত হচ্ছেন এই মহামারিতে। এবার করোনায় আক্রান্ত হয়েছেন দেশের নন্দিত সংগীতশিল্পী তপন চৌধুরী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) তার করোনা রিপোর্ট পজিটিভ রিপোর্ট এসেছে। শিল্পী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

তপন চৌধুরী অনেক বছর ধরেই কানাডা প্রবাসী। করোনা মহামারিতে পরিবারসহ সবার সুরক্ষার কথা ভেবে তিনি সেখানেই অবস্থান করছিলেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান করার আমন্ত্রণ পেয়ে গত ৫ মার্চ তিনি দেশে এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে সেই অনুষ্ঠানে গান করতে দেওয়া হয়নি। উল্টো করোনায় আক্রান্ত হয়ে গেলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

‘ঢাকা পোস্ট’কে এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ‘বর্তমানে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি। বাসায় গ্যাস সিলিন্ডার নিয়ে আসা হয়েছে। আরও চিকিৎসা সামগ্রী যোগাড় করা হচ্ছে। সবাই দোয়া করবেন যাতে সুস্থ সুস্থ হতে পারি।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান করতে কানাডা থেকে এসেও শেষ পর্যন্ত গাইতে পারিনি। আমি নাকি তাকের সুবিবেচনায় ছিলাম না! এখন তো করোনায় আক্রান্ত হয়ে গেলাম। কানাডায় আমার পরিবারের সবাই আমাকে নিয়ে চিন্তিত।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

করোনায় আক্রান্ত তপন চৌধুরী, কণ্ঠে আক্ষেপ

আপডেট: ০৬:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: সারাদেশের মতো করোনার দ্বিতীয় ঢেউয় বিপর্যস্ত দেশের শোবিজ অঙ্গনও। একের পর এক তারকারা আক্রান্ত হচ্ছেন এই মহামারিতে। এবার করোনায় আক্রান্ত হয়েছেন দেশের নন্দিত সংগীতশিল্পী তপন চৌধুরী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) তার করোনা রিপোর্ট পজিটিভ রিপোর্ট এসেছে। শিল্পী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

তপন চৌধুরী অনেক বছর ধরেই কানাডা প্রবাসী। করোনা মহামারিতে পরিবারসহ সবার সুরক্ষার কথা ভেবে তিনি সেখানেই অবস্থান করছিলেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান করার আমন্ত্রণ পেয়ে গত ৫ মার্চ তিনি দেশে এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে সেই অনুষ্ঠানে গান করতে দেওয়া হয়নি। উল্টো করোনায় আক্রান্ত হয়ে গেলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

‘ঢাকা পোস্ট’কে এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ‘বর্তমানে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি। বাসায় গ্যাস সিলিন্ডার নিয়ে আসা হয়েছে। আরও চিকিৎসা সামগ্রী যোগাড় করা হচ্ছে। সবাই দোয়া করবেন যাতে সুস্থ সুস্থ হতে পারি।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান করতে কানাডা থেকে এসেও শেষ পর্যন্ত গাইতে পারিনি। আমি নাকি তাকের সুবিবেচনায় ছিলাম না! এখন তো করোনায় আক্রান্ত হয়ে গেলাম। কানাডায় আমার পরিবারের সবাই আমাকে নিয়ে চিন্তিত।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন: