আইজিপির সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

- আপডেট: ০৫:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ১০২৮৬ বার দেখা হয়েছে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধি ম্যাথিউ ক্র্যাফট। আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে মানবপাচার, অর্থপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
আইজিপি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে তাদের অবহিত করেন।
আরও পড়ুন: মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা
এ সময় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো.গোলাম রসুল, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএইচ