০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • / ১০৩৮৪ বার দেখা হয়েছে

তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা এসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন চলছে ভোট গণনা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে তৃতীয় ধাপেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর চার ঘণ্টায় (বেলা ১২টা পর্যন্ত) ভোট পড়েছে ২০ শতাংশ। মোট ৭ হাজার ৪৫০ কেন্দ্রের মধ্যে নেটওয়ার্ক সমস্যার মধ্যে অর্ধেক কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. জাহাংগীর আলম।

জাহাঙ্গীর আলম জানান, ৮৭ উপজেলায় ৮ হাজার ৪৫০টি কেন্দ্রের অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় সব কেন্দ্রের তথ্য সংগ্রহ করা যায়নি। যতটুকু তথ্য পাওয়া গেছে, তাতে প্রাথমিক হিসেবে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ার হার ২০ শতাংশের নিচে। আবার কোথাও ১৬ শতাংশ, কোথাও ১৭ শতাংশ ভোট পড়েছে। তবে দুপুর ১২টা পর্যন্ত ম্যানুয়ালি সংগ্রহ করা তথ্য অনুযায়ী, গড়ে ২০ শতাংশের নিচে ভোট পড়েছে।

আরও পড়ুন: আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

এদিকে, তৃতীয় ধাপেও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ ছাড়াও জাল ভোট দেয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আপডেট: ০৬:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা এসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন চলছে ভোট গণনা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে তৃতীয় ধাপেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর চার ঘণ্টায় (বেলা ১২টা পর্যন্ত) ভোট পড়েছে ২০ শতাংশ। মোট ৭ হাজার ৪৫০ কেন্দ্রের মধ্যে নেটওয়ার্ক সমস্যার মধ্যে অর্ধেক কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. জাহাংগীর আলম।

জাহাঙ্গীর আলম জানান, ৮৭ উপজেলায় ৮ হাজার ৪৫০টি কেন্দ্রের অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় সব কেন্দ্রের তথ্য সংগ্রহ করা যায়নি। যতটুকু তথ্য পাওয়া গেছে, তাতে প্রাথমিক হিসেবে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ার হার ২০ শতাংশের নিচে। আবার কোথাও ১৬ শতাংশ, কোথাও ১৭ শতাংশ ভোট পড়েছে। তবে দুপুর ১২টা পর্যন্ত ম্যানুয়ালি সংগ্রহ করা তথ্য অনুযায়ী, গড়ে ২০ শতাংশের নিচে ভোট পড়েছে।

আরও পড়ুন: আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

এদিকে, তৃতীয় ধাপেও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ ছাড়াও জাল ভোট দেয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।

ঢাকা/এসএইচ