লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

- আপডেট: ০৩:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ১০৩১৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র অনুযায়ী, বুধবার (১৬ অক্টোবর) লাভেলো আইসক্রিমের ১৮ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা অগ্নি সিস্টেমসের আজ ১২ কোটি ৪৯ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১১ কোটি ২৩ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে টেকনো ড্রাগস লিমিটেড।
আরও পড়ুন: মূল্যসূচকের পতনে শেষ হলো লেনদেন
বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনআরবি ব্যাংক, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ঢাকা/এসএইচ