শেয়ারদর বাড়ার কারণ জানা নেই এস. আলম কোল্ডের

- আপডেট: ০৪:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ১০২৯৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ২০ পয়সা। আর আজ সোমবার (১৭ মার্চ) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ মাত্র ৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ৮০ পয়সা।
আরও পড়ুন: শিবলী রুবাইয়াত ও তার স্ত্রীর লকার খুলবে দুদক
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। এরে আগেও একাধিকবার শেয়ারটি নিয়ে সতর্কতা দিয়েছে ডিএসই।
ঢাকা/টিএ