০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

অর্ধ কোটি ভিউ অপূর্ব-সাবিলার ঘরে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • / ১০২৭৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে শিহাব শাহীন নির্মাণ করেন ‘রঙিলা ফানুস’। গত ১০ আগস্ট সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তির পর নাটকটি দারুণ দর্শকপ্রিয়তা লাভ করে। জিয়াউল ফারুক অপূর্ব-সাবিলা নূর অভিনীত নাটকটি মুক্তির ৮ দিনের মাথায় ৫০ লাখ ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘নাটকটি প্রথমে নির্মাণ করতে চাইনি। কারণ, গল্প পড়ে মনে হলো এটা পিওর কমেডি। এই ঘরানার কাজ আমি আগে করিনি। এরপর গল্পটা শেয়ার করলাম অপূর্বর সঙ্গে। ও খুবই আগ্রহ দেখালো। মূলত ওর আগ্রহ দেখেই কাজটি করা। নাটকটি প্রকাশের ৮ দিনের মাথায় দর্শকরা যে পুরস্কার দিয়েছেন তাতে আমি মুগ্ধ। থ্যাংকস, অপূর্ব; তোমার কথাই সত্যি হলো। সাবিলা তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছে। নাটকটি কমেডি ঘরানার হলেও এর মাধ্যমে আমরা সমাজে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। সেটা হলো—গরীব মানুষেরও মন বলে কিছু আছে। তারাও ঝকঝকে স্বচ্ছল একটা জীবনের স্বপ্ন দেখে।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নাটকটির গল্পে দেখা যায়, গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় গৃহপরিচারিকা শাপলা। ফেসবুকে নাম দিয়েছে ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! প্রোফাইল ছবি দেখেও চেনার উপায় নেই, কারণ ইউক্যাম পারফেক্ট দিয়ে ছবিটি এডিট করা। অ্যাডুকেশন তথ্যে দেওয়া আছে-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী! এমনই এক অদ্ভুত গৃহপরিচারিকার গল্প নিয়ে তৈরি ‘রঙিলা ফানুস’। এর চিত্রনাট্য রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য।

এই প্রাপ্তীতে ভীষণ খুশি সাবিলা নূর। এ অভিনেত্রী বলেন, ‘নাটকটির জন্য যে সাড়া পেয়েছি গত ৮ দিনে সেটা অবিশ্বাস্য। এর জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই অপূর্ব ভাইয়াকে। তিনি সব সময় আমাকে অসাধারণ কিছু কাজের সঙ্গে যুক্ত করেছেন। কৃতজ্ঞতা নির্মাতা শিহাব শাহীন ভাইকে। সহশিল্পী নাজিবা বাশার, শাওন, ডিওপি নাঈম ফুয়াদ, প্রযোজক পাপ্পু ভাইসহ নাটক সংশ্লিষ্ট সবাইকে জানাই কৃতজ্ঞতা। আর বড় ধন্যবাদটা আসলে দিতে চাই দর্শকদের। তারা নাটকটি দেখেছেন বলেই আরো ভালো কাজ করার উৎসাহ পাই।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

ট্যাগঃ

শেয়ার করুন

x

অর্ধ কোটি ভিউ অপূর্ব-সাবিলার ঘরে

আপডেট: ০৭:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে শিহাব শাহীন নির্মাণ করেন ‘রঙিলা ফানুস’। গত ১০ আগস্ট সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তির পর নাটকটি দারুণ দর্শকপ্রিয়তা লাভ করে। জিয়াউল ফারুক অপূর্ব-সাবিলা নূর অভিনীত নাটকটি মুক্তির ৮ দিনের মাথায় ৫০ লাখ ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘নাটকটি প্রথমে নির্মাণ করতে চাইনি। কারণ, গল্প পড়ে মনে হলো এটা পিওর কমেডি। এই ঘরানার কাজ আমি আগে করিনি। এরপর গল্পটা শেয়ার করলাম অপূর্বর সঙ্গে। ও খুবই আগ্রহ দেখালো। মূলত ওর আগ্রহ দেখেই কাজটি করা। নাটকটি প্রকাশের ৮ দিনের মাথায় দর্শকরা যে পুরস্কার দিয়েছেন তাতে আমি মুগ্ধ। থ্যাংকস, অপূর্ব; তোমার কথাই সত্যি হলো। সাবিলা তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছে। নাটকটি কমেডি ঘরানার হলেও এর মাধ্যমে আমরা সমাজে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। সেটা হলো—গরীব মানুষেরও মন বলে কিছু আছে। তারাও ঝকঝকে স্বচ্ছল একটা জীবনের স্বপ্ন দেখে।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নাটকটির গল্পে দেখা যায়, গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় গৃহপরিচারিকা শাপলা। ফেসবুকে নাম দিয়েছে ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! প্রোফাইল ছবি দেখেও চেনার উপায় নেই, কারণ ইউক্যাম পারফেক্ট দিয়ে ছবিটি এডিট করা। অ্যাডুকেশন তথ্যে দেওয়া আছে-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী! এমনই এক অদ্ভুত গৃহপরিচারিকার গল্প নিয়ে তৈরি ‘রঙিলা ফানুস’। এর চিত্রনাট্য রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য।

এই প্রাপ্তীতে ভীষণ খুশি সাবিলা নূর। এ অভিনেত্রী বলেন, ‘নাটকটির জন্য যে সাড়া পেয়েছি গত ৮ দিনে সেটা অবিশ্বাস্য। এর জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই অপূর্ব ভাইয়াকে। তিনি সব সময় আমাকে অসাধারণ কিছু কাজের সঙ্গে যুক্ত করেছেন। কৃতজ্ঞতা নির্মাতা শিহাব শাহীন ভাইকে। সহশিল্পী নাজিবা বাশার, শাওন, ডিওপি নাঈম ফুয়াদ, প্রযোজক পাপ্পু ভাইসহ নাটক সংশ্লিষ্ট সবাইকে জানাই কৃতজ্ঞতা। আর বড় ধন্যবাদটা আসলে দিতে চাই দর্শকদের। তারা নাটকটি দেখেছেন বলেই আরো ভালো কাজ করার উৎসাহ পাই।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন: