০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

অ্যাকটিভ ফাইন ও লাভেলোর পর্ষদকে বিএসইসির তলব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / ৪৩০৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাকটিভ ফাইন কেমিক্যালসসহ তাদের মনোনীত নিরীক্ষক হাওলাদার ইউনুস অ্যান্ড কোং এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভলো আইসক্রিমের পরিচালনা পর্ষদের সঙ্গে বিভিন্ন ইস্যু ‍নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বৈঠকের জন্য কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ, ম্যানেজমেন্ট কর্মকর্তা এবং উল্লিখিত নিরীক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তলব করা হয়েছে।

সম্প্রতি অ্যাকটিভ ফাইন কেমিক্যালস ও তৌফিকা ফুডস অ্যান্ড লাভলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

পৃথক এ দুটি বৈঠক রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে মিটিং রুমে হবে। সভায় সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। সেই বৈঠকে বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অ্যাকটিভ ফাইন কেমিক্যালসকে দেওয়া বিএসইসির চিঠিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বিএসইসির এসআরএমআইসি বিভাগের সঙ্গে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড এবং হাওলাদার ইউনুস অ্যান্ড কোংয়ের বৈঠক আয়োজন করা হয়েছে। এসআরএমআইসি বিভাগ এ বৈঠক পরিচালনা করবে। বৈঠকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ সচিবকে উপস্থিত থাকতে বলা হলো।

অপরদিকে, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সঙ্গে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় বৈঠক হবে। সিকিউরিটিজ কমিশন ভবনে এ বৈঠকে কোম্পানিটির পরিচালনা পর্ষদসহ এমডিকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। এ বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং আর্থিক দুর্বলতা অনুসন্ধানে বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নেয় বিএসইসি। এরই পরিপ্রেক্ষিতে কমিশন হাওলাদার ইউনুস এবং কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে কোম্পানিটির নিরীক্ষার জন্য নিয়োগ দেওয়া হয়। তবে, কোম্পানির পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ জানায় নিরীক্ষক। পরে কোম্পানিটিকে কারণে দর্শানোর জন্য তলব করা হয়। এরই ধারাবাহিকতায় নিরীক্ষক নির্ধারিত সময়ের পর আরও কিছু সময় চেয়ে কমিশনের কাছে আবেদন করে। পরে নিরীক্ষককে প্রতিবেদন জমা দিতে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়।

আরও পড়ুন: অলটেক্সের শেয়ার কারসাজি চক্রকে ৫০ লাখ টাকা জরিমানা

বিএসইসির চিঠিতে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের বিশেষ নিরীক্ষার অবস্থা সম্পর্কে উল্লেখ করে বলা হয়,  নিরীক্ষক হাওলাদার ইউনুস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের নিয়োগের বিষয়ে এর আগে প্রথমবার কমিশন ১৬ সেপ্টেম্বর, ২০২১ একটি চিঠি জারি করে। পরবর্তীতে ২০২১ সালের ১ নভেম্বর, ২০২২ সালের ২৫ মে ও ১৬ অক্টোবর তিনিটি চিঠি কমিশনের কাছে পাঠায় নিরীক্ষক। সেই চিঠিতে উল্লিখিত বিষয়ের সূত্র ধরে কমিশন জানিয়েছে, কমিশন হাওলাদার ইউনুস এবং কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে কোম্পানির বিশেষ নিরীক্ষায় সময় বাড়িয়ে দেওয়ার বিষয়ে অনুমতি দিতে সম্মতি জানিয়েছে।

অপরদিকে, তাওফিকা ফুডস ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১.৪১ টাকা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৯০ টাকা। আগামী ২০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

অ্যাকটিভ ফাইন ও লাভেলোর পর্ষদকে বিএসইসির তলব

আপডেট: ০৮:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাকটিভ ফাইন কেমিক্যালসসহ তাদের মনোনীত নিরীক্ষক হাওলাদার ইউনুস অ্যান্ড কোং এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভলো আইসক্রিমের পরিচালনা পর্ষদের সঙ্গে বিভিন্ন ইস্যু ‍নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বৈঠকের জন্য কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ, ম্যানেজমেন্ট কর্মকর্তা এবং উল্লিখিত নিরীক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তলব করা হয়েছে।

সম্প্রতি অ্যাকটিভ ফাইন কেমিক্যালস ও তৌফিকা ফুডস অ্যান্ড লাভলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

পৃথক এ দুটি বৈঠক রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে মিটিং রুমে হবে। সভায় সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। সেই বৈঠকে বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অ্যাকটিভ ফাইন কেমিক্যালসকে দেওয়া বিএসইসির চিঠিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বিএসইসির এসআরএমআইসি বিভাগের সঙ্গে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড এবং হাওলাদার ইউনুস অ্যান্ড কোংয়ের বৈঠক আয়োজন করা হয়েছে। এসআরএমআইসি বিভাগ এ বৈঠক পরিচালনা করবে। বৈঠকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ সচিবকে উপস্থিত থাকতে বলা হলো।

অপরদিকে, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সঙ্গে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় বৈঠক হবে। সিকিউরিটিজ কমিশন ভবনে এ বৈঠকে কোম্পানিটির পরিচালনা পর্ষদসহ এমডিকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। এ বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং আর্থিক দুর্বলতা অনুসন্ধানে বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নেয় বিএসইসি। এরই পরিপ্রেক্ষিতে কমিশন হাওলাদার ইউনুস এবং কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে কোম্পানিটির নিরীক্ষার জন্য নিয়োগ দেওয়া হয়। তবে, কোম্পানির পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ জানায় নিরীক্ষক। পরে কোম্পানিটিকে কারণে দর্শানোর জন্য তলব করা হয়। এরই ধারাবাহিকতায় নিরীক্ষক নির্ধারিত সময়ের পর আরও কিছু সময় চেয়ে কমিশনের কাছে আবেদন করে। পরে নিরীক্ষককে প্রতিবেদন জমা দিতে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়।

আরও পড়ুন: অলটেক্সের শেয়ার কারসাজি চক্রকে ৫০ লাখ টাকা জরিমানা

বিএসইসির চিঠিতে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের বিশেষ নিরীক্ষার অবস্থা সম্পর্কে উল্লেখ করে বলা হয়,  নিরীক্ষক হাওলাদার ইউনুস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের নিয়োগের বিষয়ে এর আগে প্রথমবার কমিশন ১৬ সেপ্টেম্বর, ২০২১ একটি চিঠি জারি করে। পরবর্তীতে ২০২১ সালের ১ নভেম্বর, ২০২২ সালের ২৫ মে ও ১৬ অক্টোবর তিনিটি চিঠি কমিশনের কাছে পাঠায় নিরীক্ষক। সেই চিঠিতে উল্লিখিত বিষয়ের সূত্র ধরে কমিশন জানিয়েছে, কমিশন হাওলাদার ইউনুস এবং কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে কোম্পানির বিশেষ নিরীক্ষায় সময় বাড়িয়ে দেওয়ার বিষয়ে অনুমতি দিতে সম্মতি জানিয়েছে।

অপরদিকে, তাওফিকা ফুডস ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১.৪১ টাকা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৯০ টাকা। আগামী ২০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে।

ঢাকা/এসএ