১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আইএমএফের শর্ত মানলে রিজার্ভে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ৪১৩৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: আইএমএফের শর্ত মেনে নিলে রিজার্ভে কোন প্রভাব পড়বে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, সব দিক বিবেচনা করে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে। দেশের স্বার্থ মাথায় রেখে আইএমএফের শর্ত অর্থ মন্ত্রণালয় ফলোআপ করছে। শনিবার সকালে রংপুরে লেক ভিউ পার্ক সিটি এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আইএমএফ টাকা না দিলে আমরা রসাতলে যাবো তা নয়। যদি প্রয়োজন পড়ে সেজন্য একটা সিকিউরিটি নিয়ে রাখা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সামনে দুর্ভিক্ষ হতে পারে। এর পাশাপাশি তিনি বলেছেন-আমরা যেন এক ইঞ্চি জমিও ফাঁকা না রাখি। অর্থাৎ আমরা সর্বোচ্চ ফলনের চেষ্টা করি। একইভাবে আইএমএফের ব্যাপারটাও তাই। আশা করি কোনও সমস্যা হবে না।

তিনি বলেন, পোশাক মার্কেটে এই মুহূর্তে ডাউনওয়ার্ক চলছে। যেটা গত দু-তিন মাস আগে সর্বোচ্চ পিকআপে ছিল। করোনার প্রভাব, ইউক্রেন-রাশিয়া ইস্যু এগুলোর জন্য মানুষ অর্থনৈতিকভাবে খুব চাপে পড়েছে। পাশাপাশি আমাদের দেশে যে পোশাক উৎপাদন করি সেটা হলো নিচের লেভেলের, সাধারণ মানুষের। এই ধরনের পোশাক সেলস-এ কোন ক্ষতি হয় না। সামান্য পরিবর্তন হতে পারে। আশাকরি জানুয়ারির পর থেকে ধীরগতি কভার হয়ে যাবে।

আরও পড়ুন: ফরিদপুরের ভোটে কোনো অনিয়ম ধরা পড়েনি: সিইসি

নিত্যপণ্যের দাম নিয়েও মন্ত্রী অসন্তোষ প্রকাশ করে বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। সে জন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের অন্য দপ্তরগুলো সজাগ রয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

আইএমএফের শর্ত মানলে রিজার্ভে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

আপডেট: ০৪:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: আইএমএফের শর্ত মেনে নিলে রিজার্ভে কোন প্রভাব পড়বে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, সব দিক বিবেচনা করে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে। দেশের স্বার্থ মাথায় রেখে আইএমএফের শর্ত অর্থ মন্ত্রণালয় ফলোআপ করছে। শনিবার সকালে রংপুরে লেক ভিউ পার্ক সিটি এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আইএমএফ টাকা না দিলে আমরা রসাতলে যাবো তা নয়। যদি প্রয়োজন পড়ে সেজন্য একটা সিকিউরিটি নিয়ে রাখা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সামনে দুর্ভিক্ষ হতে পারে। এর পাশাপাশি তিনি বলেছেন-আমরা যেন এক ইঞ্চি জমিও ফাঁকা না রাখি। অর্থাৎ আমরা সর্বোচ্চ ফলনের চেষ্টা করি। একইভাবে আইএমএফের ব্যাপারটাও তাই। আশা করি কোনও সমস্যা হবে না।

তিনি বলেন, পোশাক মার্কেটে এই মুহূর্তে ডাউনওয়ার্ক চলছে। যেটা গত দু-তিন মাস আগে সর্বোচ্চ পিকআপে ছিল। করোনার প্রভাব, ইউক্রেন-রাশিয়া ইস্যু এগুলোর জন্য মানুষ অর্থনৈতিকভাবে খুব চাপে পড়েছে। পাশাপাশি আমাদের দেশে যে পোশাক উৎপাদন করি সেটা হলো নিচের লেভেলের, সাধারণ মানুষের। এই ধরনের পোশাক সেলস-এ কোন ক্ষতি হয় না। সামান্য পরিবর্তন হতে পারে। আশাকরি জানুয়ারির পর থেকে ধীরগতি কভার হয়ে যাবে।

আরও পড়ুন: ফরিদপুরের ভোটে কোনো অনিয়ম ধরা পড়েনি: সিইসি

নিত্যপণ্যের দাম নিয়েও মন্ত্রী অসন্তোষ প্রকাশ করে বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। সে জন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের অন্য দপ্তরগুলো সজাগ রয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

ঢাকা/এসএ