০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

আইপিএলে নতুন দুই দলের নাম প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • / ৪১০৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্দশ আসরে যোগ হয়েছে আরও দুই দল। সবমিলিয়ে বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির দলের সংখ্যা এখন ১২। নতুন দল দুটি হচ্ছে- আহমেদাবাদ ও লখনৌ। ১২ হাজার কোটি রুপিতে বিক্রি হয়েছে এই দুই দলের মালিকানা। সোমবার (২৫ অক্টোবর) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

সোমবার দুবাইয়ে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ৬ ঘণ্টা ধরে চলা এক নিলামে বিক্রি হয়েছে নতুন দুটি দলের মালিকানা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শুরুতে ২২টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও সেখান থেকে কমতে কমতে তা ১০টিতে নেমে আসে। আহমেদাবাদ, লখনৌ, ধর্মশালা, ইন্দোর, কটক ও গুয়াহাটি- আইপিএলের নতুন দলের লড়াইয়ে ছিল এই ৬টি শহর। নিলামে ছিল ভারতের আদানি গ্রুপ গোয়েঙ্কা গ্রুপ, সিভিসি ক্যাপিটালের মতো বড় বড় সংস্থাগুলো।

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার্স ফ্যামিলিও লড়াইয়ে নাম লেখায়। শেষ পর্যন্ত ৭ হাজার ৯০ কোটি রুপি বা ৯৩২ মিলিয়ন মার্কিন ডলারের বেশিতে আরপিএসজি গ্রুপ মালিকানা পেয়েছে লখনৌয়ের। ২০১৬ ও ২০১৭ মৌসুমে পুনের মালিক ছিল আরপিএসজি গ্রুপ। চেন্নাই ও রাজস্থান নিষিদ্ধ থাকায় দলটি খেলার সুযোগ পেয়েছিল। এ দলটি ব্যবহার করবে অটল বিহারী বাজপায়ি স্টেডিয়াম। নতুন এই স্টেডিয়ামটি ২০১৮ সালের নভেম্বরে চালু হয়।

দল কিনে আরপিএসজির মালিকা সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘আইপিএলে ফিরতে পেরে ভালো লাগছে। তবে এটা প্রাথমিক ধাপ। আমাদের লক্ষ্য দারুণ দল তৈরি করে ভাল খেলা।’

এদিকে ৫ হাজার ৬২৫ কোটি রুপিতে বা ৬৯২ মিলিয়ন মার্কিন ডলারের বেশিতে আহমেদাবাদের মালিকানা দেওয়া হয়েছে আন্তর্জাতিক সংস্থা সিভিসি ক্যাপিটালকে। আহমেদাবাদের হোম ভেন্যু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ‘নরেন্দ্র মোদি স্টেডিয়াম’।

নতুন দুই ফ্র্যাঞ্চাইজির জন্য বিসিসিআইয়ের ভিত্তিমূল্য ছিল ২ হাজার কোটি রুপি। সেখানে আরপিএসজি বিড করেছে ভিত্তিমূল্যের চেয়ে প্রায় তিন গুণ বেশি। অন্যদিকে সিভিসি বিড করেছে প্রায় আড়াই গুণ।নতুন দুটি দল যোগ দেয়ায় আইপিএলে মোট ৭৪টি ম্যাচ আয়োজিত হবে। আগে ফ্র্যাঞ্চাইজি লীগটির ম্যাচ সংখ্যা ছিল ৬০।

২০০৮ সাল থেকে আট দলের অংশগ্রহণে শুরু হয় আইপিএল। ২০১১ আসরে হয় ১০ দল নিয়ে। পরের দুই বছরে অংশ নেয় ৯টি করে দল। বাকি আসরগুলোয় খেলেছে আট দল করে। সামনের আসর থেকে দেখা যাবে ১০ দল।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

x
English Version

আইপিএলে নতুন দুই দলের নাম প্রকাশ

আপডেট: ০২:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্দশ আসরে যোগ হয়েছে আরও দুই দল। সবমিলিয়ে বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির দলের সংখ্যা এখন ১২। নতুন দল দুটি হচ্ছে- আহমেদাবাদ ও লখনৌ। ১২ হাজার কোটি রুপিতে বিক্রি হয়েছে এই দুই দলের মালিকানা। সোমবার (২৫ অক্টোবর) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

সোমবার দুবাইয়ে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ৬ ঘণ্টা ধরে চলা এক নিলামে বিক্রি হয়েছে নতুন দুটি দলের মালিকানা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শুরুতে ২২টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও সেখান থেকে কমতে কমতে তা ১০টিতে নেমে আসে। আহমেদাবাদ, লখনৌ, ধর্মশালা, ইন্দোর, কটক ও গুয়াহাটি- আইপিএলের নতুন দলের লড়াইয়ে ছিল এই ৬টি শহর। নিলামে ছিল ভারতের আদানি গ্রুপ গোয়েঙ্কা গ্রুপ, সিভিসি ক্যাপিটালের মতো বড় বড় সংস্থাগুলো।

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার্স ফ্যামিলিও লড়াইয়ে নাম লেখায়। শেষ পর্যন্ত ৭ হাজার ৯০ কোটি রুপি বা ৯৩২ মিলিয়ন মার্কিন ডলারের বেশিতে আরপিএসজি গ্রুপ মালিকানা পেয়েছে লখনৌয়ের। ২০১৬ ও ২০১৭ মৌসুমে পুনের মালিক ছিল আরপিএসজি গ্রুপ। চেন্নাই ও রাজস্থান নিষিদ্ধ থাকায় দলটি খেলার সুযোগ পেয়েছিল। এ দলটি ব্যবহার করবে অটল বিহারী বাজপায়ি স্টেডিয়াম। নতুন এই স্টেডিয়ামটি ২০১৮ সালের নভেম্বরে চালু হয়।

দল কিনে আরপিএসজির মালিকা সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘আইপিএলে ফিরতে পেরে ভালো লাগছে। তবে এটা প্রাথমিক ধাপ। আমাদের লক্ষ্য দারুণ দল তৈরি করে ভাল খেলা।’

এদিকে ৫ হাজার ৬২৫ কোটি রুপিতে বা ৬৯২ মিলিয়ন মার্কিন ডলারের বেশিতে আহমেদাবাদের মালিকানা দেওয়া হয়েছে আন্তর্জাতিক সংস্থা সিভিসি ক্যাপিটালকে। আহমেদাবাদের হোম ভেন্যু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ‘নরেন্দ্র মোদি স্টেডিয়াম’।

নতুন দুই ফ্র্যাঞ্চাইজির জন্য বিসিসিআইয়ের ভিত্তিমূল্য ছিল ২ হাজার কোটি রুপি। সেখানে আরপিএসজি বিড করেছে ভিত্তিমূল্যের চেয়ে প্রায় তিন গুণ বেশি। অন্যদিকে সিভিসি বিড করেছে প্রায় আড়াই গুণ।নতুন দুটি দল যোগ দেয়ায় আইপিএলে মোট ৭৪টি ম্যাচ আয়োজিত হবে। আগে ফ্র্যাঞ্চাইজি লীগটির ম্যাচ সংখ্যা ছিল ৬০।

২০০৮ সাল থেকে আট দলের অংশগ্রহণে শুরু হয় আইপিএল। ২০১১ আসরে হয় ১০ দল নিয়ে। পরের দুই বছরে অংশ নেয় ৯টি করে দল। বাকি আসরগুলোয় খেলেছে আট দল করে। সামনের আসর থেকে দেখা যাবে ১০ দল।

ঢাকা/এমটি