০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

আচরণবিধি ভঙ্গের দায়ে দেশে ফিরছে লঙ্কান ক্রিকেটার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • / ৪১২৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ সফরের মাঝপথে দেশে ডেকে পাঠানো হচ্ছে শ্রীলঙ্কান ব্যাটার কামিল মিশ্রকে। সফরে তার আচরণ নিয়ে উঠেছে অভিযোগ। শ্রীলঙ্কার ১৮ সদস্যের স্কোয়াডে আছেন এই তরুণ ব্যাটার। যদিও দুই টেস্টের সিরিজের কোনো ম্যাচেই খেলেননি তিনি। না খেলেই দলের আগে দেশে ফিরতে হচ্ছে তাকে। 

২১ বছর বয়সী কামিল দেশের হয়ে কোনো টেস্ট খেলেননি। তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এই ম্যাচগুলোতে করেছেন ১৫ রান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এক বিবৃতিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানায়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আচরণবিধি (ক্লজ ১) ভঙ্গের জন্য কামিল মিশ্রকে ফিরিয়ে আনা হচ্ছে।’ তবে ঠিক কি কারণে শাস্তি পেয়েছে মিশ্র, সেটি জানায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড।

দেশে ফেরার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আর সেই তদন্তের ভিত্তিতেই তাকে শাস্তি দেবে দেশটি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

আচরণবিধি ভঙ্গের দায়ে দেশে ফিরছে লঙ্কান ক্রিকেটার

আপডেট: ০২:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ সফরের মাঝপথে দেশে ডেকে পাঠানো হচ্ছে শ্রীলঙ্কান ব্যাটার কামিল মিশ্রকে। সফরে তার আচরণ নিয়ে উঠেছে অভিযোগ। শ্রীলঙ্কার ১৮ সদস্যের স্কোয়াডে আছেন এই তরুণ ব্যাটার। যদিও দুই টেস্টের সিরিজের কোনো ম্যাচেই খেলেননি তিনি। না খেলেই দলের আগে দেশে ফিরতে হচ্ছে তাকে। 

২১ বছর বয়সী কামিল দেশের হয়ে কোনো টেস্ট খেলেননি। তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এই ম্যাচগুলোতে করেছেন ১৫ রান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এক বিবৃতিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানায়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আচরণবিধি (ক্লজ ১) ভঙ্গের জন্য কামিল মিশ্রকে ফিরিয়ে আনা হচ্ছে।’ তবে ঠিক কি কারণে শাস্তি পেয়েছে মিশ্র, সেটি জানায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড।

দেশে ফেরার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আর সেই তদন্তের ভিত্তিতেই তাকে শাস্তি দেবে দেশটি।

ঢাকা/এসএ