০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আপসের অভিযোগ উড়িয়ে দিলো ইমরান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • / ৪১০৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: আজাদি মার্চ শেষ করার বিনিময়ে সরকারের সঙ্গে আপস করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। গতকাল শুক্রবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রক্তপাত এড়াতে সরকারের সঙ্গে একটি চুক্তি করতে বাধ্য হয়েছেন তিনি। তবে এও জানিয়েছেন, আগাম নির্বাচনের ঘোষণা করা না হলে তিনি আবারও রাস্তায় নামবেন। খবর ডনের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইমরান বলেন, পিটিআই কর্মীরা আমাকে জিজ্ঞাসা করছিল, কেন আমরা রাজপথে অবস্থান করিনি। টানা ১২৬ দিন অবস্থান নেওয়ার অভিজ্ঞতা আমার আছে। অবস্থান নেওয়া আমার জন্য কঠিন ছিল না। কিন্তু ইসলামাবাদের অবস্থা ভয়াবহ ছিল। পুলিশ কর্মকর্তারা নৃশংসভাবে মিছিলে অংশগ্রহণকারীদের ওপর হামলা করছিল। গণহারে গ্রেপ্তার করা হচ্ছিল আমার কর্মীদের। আমি সবার স্বার্থেই আন্দোলনের লাগাম টানতে বাধ্য হয়েছি। তিনি বলেন, পুলিশের নৃশংসতা দেখার পর কর্মীরা সবাই ছিল ‘যুদ্ধের’ জন্য প্রস্তুত। সহযোদ্ধাদের পরিণতি দেখার পর তাঁরা তাঁদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য উৎসুক ছিলেন। সেই সময় যদি আমি রাজপথে অবস্থানের ঘোষণা দিতাম তাহলে নিশ্চিতভাবেই সেদিন রক্তপাত হতো।

এদিকে জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বাতিল করে বিল পাস করেছে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ। একই সঙ্গে প্রবাসী পাকিস্তানিদের আই ভোটিংও বাতিল করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর ক্ষমতা কমিয়ে আরও একটি বিল পাস হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

আপসের অভিযোগ উড়িয়ে দিলো ইমরান

আপডেট: ০১:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: আজাদি মার্চ শেষ করার বিনিময়ে সরকারের সঙ্গে আপস করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। গতকাল শুক্রবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রক্তপাত এড়াতে সরকারের সঙ্গে একটি চুক্তি করতে বাধ্য হয়েছেন তিনি। তবে এও জানিয়েছেন, আগাম নির্বাচনের ঘোষণা করা না হলে তিনি আবারও রাস্তায় নামবেন। খবর ডনের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইমরান বলেন, পিটিআই কর্মীরা আমাকে জিজ্ঞাসা করছিল, কেন আমরা রাজপথে অবস্থান করিনি। টানা ১২৬ দিন অবস্থান নেওয়ার অভিজ্ঞতা আমার আছে। অবস্থান নেওয়া আমার জন্য কঠিন ছিল না। কিন্তু ইসলামাবাদের অবস্থা ভয়াবহ ছিল। পুলিশ কর্মকর্তারা নৃশংসভাবে মিছিলে অংশগ্রহণকারীদের ওপর হামলা করছিল। গণহারে গ্রেপ্তার করা হচ্ছিল আমার কর্মীদের। আমি সবার স্বার্থেই আন্দোলনের লাগাম টানতে বাধ্য হয়েছি। তিনি বলেন, পুলিশের নৃশংসতা দেখার পর কর্মীরা সবাই ছিল ‘যুদ্ধের’ জন্য প্রস্তুত। সহযোদ্ধাদের পরিণতি দেখার পর তাঁরা তাঁদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য উৎসুক ছিলেন। সেই সময় যদি আমি রাজপথে অবস্থানের ঘোষণা দিতাম তাহলে নিশ্চিতভাবেই সেদিন রক্তপাত হতো।

এদিকে জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বাতিল করে বিল পাস করেছে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ। একই সঙ্গে প্রবাসী পাকিস্তানিদের আই ভোটিংও বাতিল করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর ক্ষমতা কমিয়ে আরও একটি বিল পাস হয়েছে।

ঢাকা/এসএ