০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

আমেরিকা-চীন যুদ্ধের দ্বারপ্রান্তে: হেনরি কিসিঞ্জার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • / ৪১৮২ বার দেখা হয়েছে

MOSCOW REGION, RUSSIA. FEBRUARY 3, 2016. Former US Secretary of State Henry Kissinger looks on during a meeting with Russian President Vladimir Putin (not pictured) at Novo-Ogaryovo residence. Alexei Nikolsky/Russian Presidential Press and Information Office/TASSÐîññèÿ. Ìîñêîâñêàÿ îáëàñòü. 3 ôåâðàëÿ 2016. Ýêñ-ãîññåêðåòàðü ÑØÀ Ãåíðè Êèññèíäæåð âî âðåìÿ âñòðå÷è ñ ïðåçèäåíòîì Ðîññèè Âëàäèìèðîì Ïóòèíûì â ðåçèäåíöèè Íîâî-Îãàðåâî. Àëåêñåé Íèêîëüñêèé/ïðåññ-ñëóæáà ïðåçèäåíòà ÐÔ/ÒÀÑÑ

বিজনেস জার্নাল ডেস্ক: মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছেন, তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। একই সঙ্গে ইউক্রেন ইস্যুতেও রাশিয়ার সঙ্গে ভয়াবহ যুদ্ধের আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। খবর রুশ গণমাধ্যম তাসের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে কিসিঞ্জার বলেছেন, দুরদর্শী নেতার অভাবে যুদ্ধের আশঙ্কা তীব্রতর হয়েছে। আমেরিকার এ সাবেক ঝানু কূটনীতিবিদের আগে কিছু ভূমি ছাড় দিয়ে হলেও ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানোর পরামর্শ দিয়েছিলেন।

ওয়াল স্ট্রিট জার্নালে শনিবার হেনরি কিসিঞ্জারের ওই সাক্ষাৎকার ছাপা হয়েছে। এতে তিনি বলেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি, যে সমস্যার অংশবিশেষ আমরা নিজেরাই তৈরি করেছি। অথচ এ বিষয়ে আমাদের ধারণা নেই এর সমাধান কীভাবে হতে পারে বা এ সমস্যা তৈরি করলে তা কোথায় যেতে পারে। ৯৯ বছর বয়সি হেনরি কিসিঞ্জার সম্প্রীতি একটি বই লিখেছেন, যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী গুরুত্বপূর্ণ নেতাদের জীবনী উঠে এসেছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে যে সেনা অভিযান শুরু করেছে, তা তার নিজের নিরাপত্তার উদ্বেগ থেকেই করেছেন। কারণ ইউক্রেন যদি ন্যাটো জোটে যোগ দেয়, তা হলে এই সামরিক জোটের অস্ত্র মোতায়েন হবে মস্কো থেকে মাত্র ৩০০ মাইল দূরে। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে পুরো ইউক্রেনের কর্তৃত্ব রাশিয়ার অধীনে চলে যেতে পারে। তিনি সুস্পষ্ট করে বলেছেন, ব্যর্থ কৌশলগত আলোচনার কারণে আজকের সমস্যা তৈরি হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

আমেরিকা-চীন যুদ্ধের দ্বারপ্রান্তে: হেনরি কিসিঞ্জার

আপডেট: ০১:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছেন, তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। একই সঙ্গে ইউক্রেন ইস্যুতেও রাশিয়ার সঙ্গে ভয়াবহ যুদ্ধের আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। খবর রুশ গণমাধ্যম তাসের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে কিসিঞ্জার বলেছেন, দুরদর্শী নেতার অভাবে যুদ্ধের আশঙ্কা তীব্রতর হয়েছে। আমেরিকার এ সাবেক ঝানু কূটনীতিবিদের আগে কিছু ভূমি ছাড় দিয়ে হলেও ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানোর পরামর্শ দিয়েছিলেন।

ওয়াল স্ট্রিট জার্নালে শনিবার হেনরি কিসিঞ্জারের ওই সাক্ষাৎকার ছাপা হয়েছে। এতে তিনি বলেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি, যে সমস্যার অংশবিশেষ আমরা নিজেরাই তৈরি করেছি। অথচ এ বিষয়ে আমাদের ধারণা নেই এর সমাধান কীভাবে হতে পারে বা এ সমস্যা তৈরি করলে তা কোথায় যেতে পারে। ৯৯ বছর বয়সি হেনরি কিসিঞ্জার সম্প্রীতি একটি বই লিখেছেন, যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী গুরুত্বপূর্ণ নেতাদের জীবনী উঠে এসেছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে যে সেনা অভিযান শুরু করেছে, তা তার নিজের নিরাপত্তার উদ্বেগ থেকেই করেছেন। কারণ ইউক্রেন যদি ন্যাটো জোটে যোগ দেয়, তা হলে এই সামরিক জোটের অস্ত্র মোতায়েন হবে মস্কো থেকে মাত্র ৩০০ মাইল দূরে। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে পুরো ইউক্রেনের কর্তৃত্ব রাশিয়ার অধীনে চলে যেতে পারে। তিনি সুস্পষ্ট করে বলেছেন, ব্যর্থ কৌশলগত আলোচনার কারণে আজকের সমস্যা তৈরি হয়েছে।

ঢাকা/এসএ