০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ইদের আগে কতোদিন খোলা থাকছে শেয়ারবাজার!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • / ৪৫৫৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্কঃ আগামী ৯ দিনের মধ্যে ঈদুর ফিতর ও শবে কদরের ছুটির কারণে সাত দিনই ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকার কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারও।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদুল ফিতরের আগে আর মাত্র দুই দিন ব্যাংক খোলা। আগামী রবি ও মঙ্গলবার ব্যাংকে লেনদেন করা যাবে। ১৪ মে যদি ঈদ হয়, তাহলে বুধবার (১৩ মে) কেবল পোশাক শিল্প ও রফতানি সংশ্লিষ্ট লেনদেন হয়— এমন সব ব্যাংক শাখা খোলা রাখার কথা বলা হয়েছে।

আগামীকাল শুক্রবার (৭ মে ) থেকে ১৫ মে পর্যন্ত ৯ দিনের মধ্যে রবিবার (৯ মে) ব্যাংক খোলা। পরদিন সোমবার (১০ মে) পবিত্র শবে কদরের ছুটি। এরপর ঈদের আগে মঙ্গলবার (১১ মে) ব্যাংক খোলা থাকবে। এছাড়া বাকি সাত দিন ব্যাংক বন্ধ।

তবে ঈদের আগে তৈরি পোশাকশিল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এবং রফতানি বাণিজ্য অব্যাহত রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত ব্যাংক শাখা ১০ মে এবং ১৪ মে ঈদ সাপেক্ষে ১৩ মে খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে, ব্যাংকের সঙ্গে সঙ্গতি রেখেই চলছে পুঁজিবাজারের লেনদেন। ব্যাংকের লেনদেনের সময় বাড়লে পুঁজিবাজারের লেনদেন সময়ও বাড়ে। আবার ব্যাংকের লেনদেন সময় কমলে পুঁজিবাজারের লেনদেন সময়ও কমে। অতএব, ব্যাংক বন্ধের সঙ্গে সঙ্গতি রেখে পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

ইদের আগে কতোদিন খোলা থাকছে শেয়ারবাজার!

আপডেট: ১১:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১

বিজনেস জার্নাল ডেস্কঃ আগামী ৯ দিনের মধ্যে ঈদুর ফিতর ও শবে কদরের ছুটির কারণে সাত দিনই ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকার কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারও।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদুল ফিতরের আগে আর মাত্র দুই দিন ব্যাংক খোলা। আগামী রবি ও মঙ্গলবার ব্যাংকে লেনদেন করা যাবে। ১৪ মে যদি ঈদ হয়, তাহলে বুধবার (১৩ মে) কেবল পোশাক শিল্প ও রফতানি সংশ্লিষ্ট লেনদেন হয়— এমন সব ব্যাংক শাখা খোলা রাখার কথা বলা হয়েছে।

আগামীকাল শুক্রবার (৭ মে ) থেকে ১৫ মে পর্যন্ত ৯ দিনের মধ্যে রবিবার (৯ মে) ব্যাংক খোলা। পরদিন সোমবার (১০ মে) পবিত্র শবে কদরের ছুটি। এরপর ঈদের আগে মঙ্গলবার (১১ মে) ব্যাংক খোলা থাকবে। এছাড়া বাকি সাত দিন ব্যাংক বন্ধ।

তবে ঈদের আগে তৈরি পোশাকশিল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এবং রফতানি বাণিজ্য অব্যাহত রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত ব্যাংক শাখা ১০ মে এবং ১৪ মে ঈদ সাপেক্ষে ১৩ মে খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে, ব্যাংকের সঙ্গে সঙ্গতি রেখেই চলছে পুঁজিবাজারের লেনদেন। ব্যাংকের লেনদেনের সময় বাড়লে পুঁজিবাজারের লেনদেন সময়ও বাড়ে। আবার ব্যাংকের লেনদেন সময় কমলে পুঁজিবাজারের লেনদেন সময়ও কমে। অতএব, ব্যাংক বন্ধের সঙ্গে সঙ্গতি রেখে পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

ঢাকা/এসএ