০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কলকাতা শহরে বিধ্বংসী আগুনে ঝলসে মৃত নয়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • / ৪১৪০ বার দেখা হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রেল ভবনে আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। সোমবার (৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে ক্ষতিপূরণ হিসেবে নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি ও একটি করে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে সোমবারের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৯ জনের মধ্যে রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থ সারথি মণ্ডল, ফায়ার সার্ভিসের চার কর্মী, এক পুলিশ কর্মকর্তা এবং আরপিএফ-এর একজন রয়েছেন। বাকি দু’জনকে এখনও শনাক্ত করা যায়নি।

শেয়ারববাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডিশেয়ারনিউজ

সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রেলের ১৪ তলা ওই ভবনটির ১৩তলায় প্রথম আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের ১২তলায়। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

পুলিশ জানিয়েছে, প্রথমে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ১৩তলায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী। ১২তলায় পৌঁছে তারা লিফ‌ট থেকে বেরোনোর চেষ্টা করেন। বের হতে না পেরে ফিরে আসার চেষ্টা করেন; কিন্তু নিচেও নামতে পারেননি তারা। ফলে লিফটের মধ্যেই তাদের মৃত্যু হয়।

পরে অবশ্য জানা যায়, লিফ‌ট বিদ্যুৎস্পষ্ট হয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে তাদের। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ওই লিফট থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাতে ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রেলের ভবনটি অনেক পুরনো। মারা যাওয়ার আগে ফায়ার সার্ভিস কর্মীরা লিফটে করে ওপরে উঠতে গিয়েছিলেন। সেখানেই আগুন বিদ্যুতের ঝলকের মতো পুড়িয়ে দিয়েছে। খুবই দুঃখজনক। মৃতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ ছাড়াও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে।’

বিজনেসজার্নাল/ঢাকা/এনইউ

 

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

কলকাতা শহরে বিধ্বংসী আগুনে ঝলসে মৃত নয়

আপডেট: ১২:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রেল ভবনে আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। সোমবার (৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে ক্ষতিপূরণ হিসেবে নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি ও একটি করে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে সোমবারের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৯ জনের মধ্যে রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থ সারথি মণ্ডল, ফায়ার সার্ভিসের চার কর্মী, এক পুলিশ কর্মকর্তা এবং আরপিএফ-এর একজন রয়েছেন। বাকি দু’জনকে এখনও শনাক্ত করা যায়নি।

শেয়ারববাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডিশেয়ারনিউজ

সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রেলের ১৪ তলা ওই ভবনটির ১৩তলায় প্রথম আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের ১২তলায়। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

পুলিশ জানিয়েছে, প্রথমে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ১৩তলায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী। ১২তলায় পৌঁছে তারা লিফ‌ট থেকে বেরোনোর চেষ্টা করেন। বের হতে না পেরে ফিরে আসার চেষ্টা করেন; কিন্তু নিচেও নামতে পারেননি তারা। ফলে লিফটের মধ্যেই তাদের মৃত্যু হয়।

পরে অবশ্য জানা যায়, লিফ‌ট বিদ্যুৎস্পষ্ট হয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে তাদের। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ওই লিফট থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাতে ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রেলের ভবনটি অনেক পুরনো। মারা যাওয়ার আগে ফায়ার সার্ভিস কর্মীরা লিফটে করে ওপরে উঠতে গিয়েছিলেন। সেখানেই আগুন বিদ্যুতের ঝলকের মতো পুড়িয়ে দিয়েছে। খুবই দুঃখজনক। মৃতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ ছাড়াও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে।’

বিজনেসজার্নাল/ঢাকা/এনইউ

 

আরও পড়ুন: