০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

বিদ্যুত ও জ্বালানি খাতে ঝুকছেন বিনিয়োগকারীরা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • / ৪৪০০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৮ মার্চ) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাশাপাশি বেশিরভাগ বহুজাতিক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

তাতে একদিকে দরপতন ঠেকেছে, একইসঙ্গে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬২ পয়েন্ট। এর ফলে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে উত্থান হলো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ২টির, অপরিবর্তিত রয়েছে ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বিদ্যুৎ খাতের পাশাপাশি তালিকাভুক্ত ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬টির, অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এছাড়া বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন, ইউনিলিভার, ম্যারিকো, রেনাটা, লিন্ডে বিডি এবং বার্জার পেইন্টস কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

ডিএসইর তথ্যমতে, সোমবার প্রধান সূচক আগের দিনের তুলনায় ২০ দশমিক ৮ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক আট দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬৫ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক বেড়েছে ১১ দশমিক ৯৪ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ১১১টির শেয়ারের দাম। এদিন লেনদেন হয়েছে ৭২১ কোটি ৫১ লাখ ৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৭৬ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সামিট পাওয়ার, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম, বিডি ফাইনেন্স, বেক্সিমকো ফার্মা, অরিয়ন ফার্মা, জিবিবি পাওয়ার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিএনটেক্স, শাইনপুকুর সিরামিক, বিআইএফসি, অ্যাসোসিয়েট অক্সিজেন লিমেটেড, শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ফ্যামিলিটেক্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইন্টারন্যাশরাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স এবং অ্যাপোলো ইস্পাত লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬২ পয়েন্টে। লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ৭৭টির ও অপরিবর্তিত রয়েছে ৬১টির শেয়ারের দাম।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৬ লাখ ২৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬২ কোটি ২২ লাখ ১৫ হাজার টাকা।

বিজনেসজার্নাল/ঢাকা/এএস

শেয়ার করুন

x
English Version

বিদ্যুত ও জ্বালানি খাতে ঝুকছেন বিনিয়োগকারীরা

আপডেট: ১০:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১

দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৮ মার্চ) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাশাপাশি বেশিরভাগ বহুজাতিক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

তাতে একদিকে দরপতন ঠেকেছে, একইসঙ্গে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬২ পয়েন্ট। এর ফলে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে উত্থান হলো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ২টির, অপরিবর্তিত রয়েছে ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বিদ্যুৎ খাতের পাশাপাশি তালিকাভুক্ত ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬টির, অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এছাড়া বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন, ইউনিলিভার, ম্যারিকো, রেনাটা, লিন্ডে বিডি এবং বার্জার পেইন্টস কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

ডিএসইর তথ্যমতে, সোমবার প্রধান সূচক আগের দিনের তুলনায় ২০ দশমিক ৮ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক আট দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬৫ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক বেড়েছে ১১ দশমিক ৯৪ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ১১১টির শেয়ারের দাম। এদিন লেনদেন হয়েছে ৭২১ কোটি ৫১ লাখ ৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৭৬ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সামিট পাওয়ার, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম, বিডি ফাইনেন্স, বেক্সিমকো ফার্মা, অরিয়ন ফার্মা, জিবিবি পাওয়ার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিএনটেক্স, শাইনপুকুর সিরামিক, বিআইএফসি, অ্যাসোসিয়েট অক্সিজেন লিমেটেড, শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ফ্যামিলিটেক্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইন্টারন্যাশরাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স এবং অ্যাপোলো ইস্পাত লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬২ পয়েন্টে। লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ৭৭টির ও অপরিবর্তিত রয়েছে ৬১টির শেয়ারের দাম।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৬ লাখ ২৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬২ কোটি ২২ লাখ ১৫ হাজার টাকা।

বিজনেসজার্নাল/ঢাকা/এএস