০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

৪১২৩ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার বীরনিবাস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • / ৪১৬৪ বার দেখা হয়েছে

চলমান মুজিবর্ষ ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাড়ি পাবেন ৩০ হাজার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ‘বীরনিবাস’গুলো দেওয়া হবে তাদের। এ লক্ষ্যে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ নামের একটি প্রকল্প হাতে নিচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এটি বাস্তবায়িত হলে দেশের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের আর্থ-সামাজিক উন্নয়ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১২২ কোটি ৯৮ লাখ টাকা।

শেয়ারববাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডিশেয়ারনিউজ

এ প্রকল্পের বিষয়ে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি প্রস্তাব পাওয়ার পর গত বছরের ১৫ নভেম্বর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হয়েছে। এটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২৩ সালের মধ্যে  প্রকল্পটি বাস্তবায়ন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

 

আরও পড়ু্ন:

শেয়ার করুন

x
English Version

৪১২৩ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার বীরনিবাস

আপডেট: ০৬:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১

চলমান মুজিবর্ষ ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাড়ি পাবেন ৩০ হাজার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ‘বীরনিবাস’গুলো দেওয়া হবে তাদের। এ লক্ষ্যে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ নামের একটি প্রকল্প হাতে নিচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এটি বাস্তবায়িত হলে দেশের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের আর্থ-সামাজিক উন্নয়ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১২২ কোটি ৯৮ লাখ টাকা।

শেয়ারববাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডিশেয়ারনিউজ

এ প্রকল্পের বিষয়ে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি প্রস্তাব পাওয়ার পর গত বছরের ১৫ নভেম্বর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হয়েছে। এটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২৩ সালের মধ্যে  প্রকল্পটি বাস্তবায়ন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

 

আরও পড়ু্ন: