০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

কাগজের দাম বাড়ায় পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের মুনাফায় চমক!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ৪৭৩৪ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার অ্যান্ড প্রিন্টিং (কাগজ ও প্রকাশনা) খাতের কোম্পানিগুলোর চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যবসা ভালো হয়েছে বলে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কাগজের দাম বৃদ্ধি পাওয়ায় এর চাহিদাও বৃদ্ধি পেয়েছে, ফলে কোম্পানিগুলোর বিক্রি বেড়েছে। আর এতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও মুনাফা বেড়েছে বলে কোম্পানিগুলো জানিয়েছে। অধিকাংশ কোম্পানিরই চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ছয়টি। সেগুলো হচ্ছে বসুন্ধরা পেপার মিলস, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেয়া খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি, আর সোনালী পেপার এখনো চলতি ২০২৩ হিসাব বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।

চলতি ২০২২-২৩ হিসাব বছরে তৃতীয় প্রান্তিকে বসুন্ধরা পেপার মিলসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮ কোটি ৮০ লাখ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৭ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ১৩ দশমিক ৫৫ শতাংশ। আর চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই ২২-মার্চ ২৩) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয় ৩৯ কোটি ২৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৫ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫১ দশমিক ৭০ শতাংশ। চলতি হিসাব বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে ইপিএস ছিল ৪৫ পয়সা।

তালিকাভুক্ত পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের আরেক কোম্পানি হাক্কানি পাল্পের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২ লাখ ৪০ হাজার টাকা, যা আগের হিসাব বছরে কর-পরবর্তী নিট লোকসান ছিল ৩৭ লাখ ৫ হাজার টাকা। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৩৯ দশমিক ৫৪ শতাংশ। চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই ২২-মার্চ ২৩) কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ৩৩ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ কোটি ১ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান কমেছে ৩৩ দশমিক ৮৩ শতাংশ। চলতি হিসাব বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ২০ পয়সা।

আরও পড়ুন: আমান কটনের এফডিআরের তথ্য চায় বিএসইসি

চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি কর-পরবর্তী নিট মুনাফা করেছে ১ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ কোটি ৪৮ লাখ টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৪ দশমিক ৭২ শতাংশ। চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই ২২-মার্চ ২৩) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ কোটি ৫৪ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৭৬ দশমিক ৪৭ শতাংশ। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ২০ পয়সা।

এই খাতে তালিকাভুক্ত শেষ কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৩১ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৯ লাখ টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৪৬ শতাংশ। চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই ২২-মার্চ ২৩) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ১৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ কোটি ১০ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ২ দশমিক ২৫ শতাংশ। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৮৬ পয়সা। সূত্র: দৈনিক বাংলা

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

কাগজের দাম বাড়ায় পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের মুনাফায় চমক!

আপডেট: ০৪:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার অ্যান্ড প্রিন্টিং (কাগজ ও প্রকাশনা) খাতের কোম্পানিগুলোর চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যবসা ভালো হয়েছে বলে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কাগজের দাম বৃদ্ধি পাওয়ায় এর চাহিদাও বৃদ্ধি পেয়েছে, ফলে কোম্পানিগুলোর বিক্রি বেড়েছে। আর এতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও মুনাফা বেড়েছে বলে কোম্পানিগুলো জানিয়েছে। অধিকাংশ কোম্পানিরই চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ছয়টি। সেগুলো হচ্ছে বসুন্ধরা পেপার মিলস, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেয়া খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি, আর সোনালী পেপার এখনো চলতি ২০২৩ হিসাব বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।

চলতি ২০২২-২৩ হিসাব বছরে তৃতীয় প্রান্তিকে বসুন্ধরা পেপার মিলসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮ কোটি ৮০ লাখ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৭ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ১৩ দশমিক ৫৫ শতাংশ। আর চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই ২২-মার্চ ২৩) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয় ৩৯ কোটি ২৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৫ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫১ দশমিক ৭০ শতাংশ। চলতি হিসাব বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে ইপিএস ছিল ৪৫ পয়সা।

তালিকাভুক্ত পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের আরেক কোম্পানি হাক্কানি পাল্পের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২ লাখ ৪০ হাজার টাকা, যা আগের হিসাব বছরে কর-পরবর্তী নিট লোকসান ছিল ৩৭ লাখ ৫ হাজার টাকা। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৩৯ দশমিক ৫৪ শতাংশ। চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই ২২-মার্চ ২৩) কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ৩৩ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ কোটি ১ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান কমেছে ৩৩ দশমিক ৮৩ শতাংশ। চলতি হিসাব বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ২০ পয়সা।

আরও পড়ুন: আমান কটনের এফডিআরের তথ্য চায় বিএসইসি

চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি কর-পরবর্তী নিট মুনাফা করেছে ১ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ কোটি ৪৮ লাখ টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৪ দশমিক ৭২ শতাংশ। চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই ২২-মার্চ ২৩) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ কোটি ৫৪ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৭৬ দশমিক ৪৭ শতাংশ। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ২০ পয়সা।

এই খাতে তালিকাভুক্ত শেষ কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৩১ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৯ লাখ টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৪৬ শতাংশ। চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই ২২-মার্চ ২৩) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ১৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ কোটি ১০ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ২ দশমিক ২৫ শতাংশ। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৮৬ পয়সা। সূত্র: দৈনিক বাংলা

ঢাকা/এসএ