০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কোপা ইতালিয়ার ফাইনালে যেতে লড়বে য়্যুভেন্তাস-ইন্টার মিলান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১০০ বার দেখা হয়েছে

কোপা ইতালিয়ার ফাইনাল নিশ্চিতের মিশনে রাতে মুখোমুখি হবে য়্যুভেন্তাস ও ইন্টার মিলান। প্রথম পর্বে ২-১ গোলের জয়ে এ ম্যাচে ড্র করলেই হবে পিরলোর দলের। বড় জয়ের বিকল্প নেই ইন্টারের। অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়। 

তীব্র তুষার ঝড়ে কাঁপছে ইউরোপ। হিম শীতল পরিবেশে একটু উষ্ণতা যোগাতে হাজির য়্যুভেন্তাস ও ইন্টার মিলান। ইতালিয়ান ফুটবলের দুই জায়ান্টের দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে সমর্থকরা। তাও আবার সেমির মঞ্চে। প্রথম পর্বে মিলানে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাজিকে ইন্টার মিলানকে হারিয়ে এসেছে পিরলোর দল। নিজেদের মাঠেই হারের তিক্ততায় হতাশ কোচ কন্তেও। সুযোগ এসেছে প্রতিপক্ষের ঘরে এসে প্রতিশোধের সঙ্গে ফাইনাল নিশ্চিতের। তবে, কাজটা যে হতে দিবে না য়্যুভেন্তাস সেটাও জানা আছে মিলানের।

প্রথম পর্বের জয়ে এ ম্যাচে ড্র করলেই ফাইনালে উঠে যাবে য়্যুভেন্তাস। আহত বাঘ ইন্টার মিলানকে হারাতে নিজেদের সেরা অস্ত্রই তৈরি রাখবেন পিরলো। সিরিআ’য় ২০ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে য়্যুভেন্তাস। লিগের শিরোপার দৌড়ে একটু পিছিয়ে আছে ওল্ড লেডিরা। তাইতো ইতালিয়ান কাপটা বেশ গুরুত্বপূর্ণ তাদের জন্য। এমন ম্যাচের আগে অবশ্য দলের অন্যতম সেরা তারকা পাওলো দিবালাকে পাচ্ছেন না কোচ। বছরের শুরুতে ইনজুরিতে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। নিষেধাজ্ঞা থেকে ফেরায় শুরুর একাদশে রদ্রিগোর থাকাটাও নিশ্চিত করেছেন পিরলো।

প্রতিপক্ষ ইন্টার মিলান লিগে য়্যুভেন্তাসের চেয়ে এগিয়ে আছে। তবে কোপা ইতালিয়ার প্রথম পর্বের হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া মিলান। দলের সেরা তারকারা ফিট থাকায় নির্ভার কোচ কন্তে। তবে, পরিসংখ্যানের দিকে তাকালে কিছুটা হতাশ হতে হবে ইন্টার সমর্থকদের। শেষ ৫ ম্যাচের তিনটিতেই জিতেছে য়্যুভেন্তাস।

শেয়ার করুন

x
English Version

কোপা ইতালিয়ার ফাইনালে যেতে লড়বে য়্যুভেন্তাস-ইন্টার মিলান

আপডেট: ০৩:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১

কোপা ইতালিয়ার ফাইনাল নিশ্চিতের মিশনে রাতে মুখোমুখি হবে য়্যুভেন্তাস ও ইন্টার মিলান। প্রথম পর্বে ২-১ গোলের জয়ে এ ম্যাচে ড্র করলেই হবে পিরলোর দলের। বড় জয়ের বিকল্প নেই ইন্টারের। অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়। 

তীব্র তুষার ঝড়ে কাঁপছে ইউরোপ। হিম শীতল পরিবেশে একটু উষ্ণতা যোগাতে হাজির য়্যুভেন্তাস ও ইন্টার মিলান। ইতালিয়ান ফুটবলের দুই জায়ান্টের দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে সমর্থকরা। তাও আবার সেমির মঞ্চে। প্রথম পর্বে মিলানে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাজিকে ইন্টার মিলানকে হারিয়ে এসেছে পিরলোর দল। নিজেদের মাঠেই হারের তিক্ততায় হতাশ কোচ কন্তেও। সুযোগ এসেছে প্রতিপক্ষের ঘরে এসে প্রতিশোধের সঙ্গে ফাইনাল নিশ্চিতের। তবে, কাজটা যে হতে দিবে না য়্যুভেন্তাস সেটাও জানা আছে মিলানের।

প্রথম পর্বের জয়ে এ ম্যাচে ড্র করলেই ফাইনালে উঠে যাবে য়্যুভেন্তাস। আহত বাঘ ইন্টার মিলানকে হারাতে নিজেদের সেরা অস্ত্রই তৈরি রাখবেন পিরলো। সিরিআ’য় ২০ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে য়্যুভেন্তাস। লিগের শিরোপার দৌড়ে একটু পিছিয়ে আছে ওল্ড লেডিরা। তাইতো ইতালিয়ান কাপটা বেশ গুরুত্বপূর্ণ তাদের জন্য। এমন ম্যাচের আগে অবশ্য দলের অন্যতম সেরা তারকা পাওলো দিবালাকে পাচ্ছেন না কোচ। বছরের শুরুতে ইনজুরিতে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। নিষেধাজ্ঞা থেকে ফেরায় শুরুর একাদশে রদ্রিগোর থাকাটাও নিশ্চিত করেছেন পিরলো।

প্রতিপক্ষ ইন্টার মিলান লিগে য়্যুভেন্তাসের চেয়ে এগিয়ে আছে। তবে কোপা ইতালিয়ার প্রথম পর্বের হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া মিলান। দলের সেরা তারকারা ফিট থাকায় নির্ভার কোচ কন্তে। তবে, পরিসংখ্যানের দিকে তাকালে কিছুটা হতাশ হতে হবে ইন্টার সমর্থকদের। শেষ ৫ ম্যাচের তিনটিতেই জিতেছে য়্যুভেন্তাস।