১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

ক্রিকেটার রকিবুল হাসানের কাছে ক্ষমা চাইবেন সুজন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • / ৪১০১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্কঃ জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে মারতে যাওয়ার ঘটনায় বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে ক্ষমা চাইতে বলা নোটিশের জবাব দিয়েছেন তিনি।

শনিবার (১৭ এপ্রিল) সুজনের জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নোটিশপ্রেরণকারী আইনজীবী মো. আবু তালেব। খালেদ মাহমুদ সুজনের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী নোটিশের জবাব দিয়েছেন।
সেখানে বলা হয়েছে, গত ২০ ফেব্রুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ঘটনাটি ঘটেছিল, সেটি ছিল অপ্রত্যাশিত ও সিনিয়র ক্রিকেটার রকিবুল হাসানকে উদ্দেশে করে ওই ঘটনা ঘটেনি। তারপরেও ওনার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সাথে দেখা করে সেই ভুল বোঝাবুঝির জন্যে আমি ওনার ছোট ভাই হিসেবে ক্ষমা প্রার্থনা করবো।

এর আগে গত ৭ মার্চ জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে মারতে যাওয়ার ঘটনায় বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব এ নোটিশ প্রেরন করেন।
নোটিশ প্রদানকারী আইনজীবী বলেন, সাবেক অধিনায়ক রকিবুল হাসান একজন মুক্তিযোদ্ধা ও তিনি খালেদ মাহমুদ সুজনের থেকেও জ্যেষ্ঠ ক্রিকেট অধিনায়ক। তাকে অপমানের ঘটনা আমার নজরে এসেছে। এ কারণে আমি সংক্ষুব্ধ হয়ে জনস্বার্থে এ নোটিশ পাঠিয়েছি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

ক্রিকেটার রকিবুল হাসানের কাছে ক্ষমা চাইবেন সুজন

আপডেট: ১১:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১

বিজনেস জার্নাল ডেস্কঃ জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে মারতে যাওয়ার ঘটনায় বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে ক্ষমা চাইতে বলা নোটিশের জবাব দিয়েছেন তিনি।

শনিবার (১৭ এপ্রিল) সুজনের জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নোটিশপ্রেরণকারী আইনজীবী মো. আবু তালেব। খালেদ মাহমুদ সুজনের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী নোটিশের জবাব দিয়েছেন।
সেখানে বলা হয়েছে, গত ২০ ফেব্রুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ঘটনাটি ঘটেছিল, সেটি ছিল অপ্রত্যাশিত ও সিনিয়র ক্রিকেটার রকিবুল হাসানকে উদ্দেশে করে ওই ঘটনা ঘটেনি। তারপরেও ওনার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সাথে দেখা করে সেই ভুল বোঝাবুঝির জন্যে আমি ওনার ছোট ভাই হিসেবে ক্ষমা প্রার্থনা করবো।

এর আগে গত ৭ মার্চ জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে মারতে যাওয়ার ঘটনায় বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব এ নোটিশ প্রেরন করেন।
নোটিশ প্রদানকারী আইনজীবী বলেন, সাবেক অধিনায়ক রকিবুল হাসান একজন মুক্তিযোদ্ধা ও তিনি খালেদ মাহমুদ সুজনের থেকেও জ্যেষ্ঠ ক্রিকেট অধিনায়ক। তাকে অপমানের ঘটনা আমার নজরে এসেছে। এ কারণে আমি সংক্ষুব্ধ হয়ে জনস্বার্থে এ নোটিশ পাঠিয়েছি।

ঢাকা/এসএ