০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, সুপারিশ হয়েছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • / ৪১৩৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, শুধু সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এ বিষয়ে বুঝার ভুল আছে। যেদিন আমরা মিটিং করি সেদিন কয়েকজনের খেতাব বাতিলের সুপারিশ করা হয়। সেসময় আলোচনা হয় যে, বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জিয়াউর রহমান জড়িত।

তিনি বলেন, জিয়াউর রহমান যে খুনি, তা প্রমাণ করে অনেকেই অনেক তথ্য দিয়েছেন। তবে আমরা একটি কমিটি করে দিয়েছি। দুইমাসের মধ্যে কমিটিকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট পাওয়ার পর আলোচনা হবে।

তিনি আরও বলেন, আমরা খেতাব বাতিল করিনি। আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে, তদন্ত কমিটির রিপোর্ট বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

আরও পড়ুন্:

শেয়ার করুন

x

খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, সুপারিশ হয়েছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট: ০৩:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, শুধু সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এ বিষয়ে বুঝার ভুল আছে। যেদিন আমরা মিটিং করি সেদিন কয়েকজনের খেতাব বাতিলের সুপারিশ করা হয়। সেসময় আলোচনা হয় যে, বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জিয়াউর রহমান জড়িত।

তিনি বলেন, জিয়াউর রহমান যে খুনি, তা প্রমাণ করে অনেকেই অনেক তথ্য দিয়েছেন। তবে আমরা একটি কমিটি করে দিয়েছি। দুইমাসের মধ্যে কমিটিকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট পাওয়ার পর আলোচনা হবে।

তিনি আরও বলেন, আমরা খেতাব বাতিল করিনি। আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে, তদন্ত কমিটির রিপোর্ট বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

আরও পড়ুন্: