০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

নারী দিবসে তৃতীয় লিঙ্গের তিনজনকে অতিথি করে আন্তর্জাতিক সেমিনার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • / ৪১৪৬ বার দেখা হয়েছে

নারী দিবসে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে অলাভজনক বাংলাদেশি সংস্থা ‘নো পাসপোর্ট ভয়েস’। এ সেমিনারে প্রথম তৃতীয় লিঙ্গের তিনজনকে আলোচক হিসেবে রাখা হয়েছে। আগামী ৮ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টায় ভার্চুয়ালি সেমিনারটি অনুষ্ঠিত হবে।

সেমিনারে আলোচক হিসেবে অংশ নিবেন গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী, আমেরিকার ট্যান্সক্যান ওয়ার্কের নির্বাহী সদস্য সিলিয়া ড্যানিয়েল, নো পাসপোর্ট ভয়েসের উন্নয়ন কর্মকর্তা ও তৃতীয় লিঙ্গের অধিকার কর্মী হোচিমিন ইসলাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী অধিকার কর্মী দাউ নাইক প্রিয়ু নালই, কলকাতার মানবাধিকার কর্মী ও তৃতীয় লিঙ্গের নারী অচিন্তা প্রান্তর, আমেরিকার ইন্টারন্যাশনাল স্কুল অব স্টোরির প্রেসিডেন্ট শাইলী জুনিজা, আন্তর্জাতিক বক্তা ও সাবেক মিস ইউরোপ লুইসা বার্টন।

সেমিনার সঞ্চালনা করবেন ‘নো পাসপোর্ট ভয়েস’ এর কো-ফাউন্ডার ব্যারিস্টার ফাতিমা ওয়ারিথা আহসান। তিনি ঢাকা পোস্টকে বলেন, আন্তর্জাতিক এ সেমিনারে নারীর অধিকারগুলোকে স্বীকৃতি দেওয়া, বিশ্বজুড়ে নারীদের চ্যালেঞ্জ, নারীদের সমভাবে ক্ষমতায়নের বিষয়ে আলোচনা হবে। আমরা সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সংগ্রামের গল্প, সফলতার গল্প তুলে ধরতে চাই।

 

আরও পড়ুন্:

শেয়ার করুন

x
English Version

নারী দিবসে তৃতীয় লিঙ্গের তিনজনকে অতিথি করে আন্তর্জাতিক সেমিনার

আপডেট: ০৩:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১

নারী দিবসে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে অলাভজনক বাংলাদেশি সংস্থা ‘নো পাসপোর্ট ভয়েস’। এ সেমিনারে প্রথম তৃতীয় লিঙ্গের তিনজনকে আলোচক হিসেবে রাখা হয়েছে। আগামী ৮ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টায় ভার্চুয়ালি সেমিনারটি অনুষ্ঠিত হবে।

সেমিনারে আলোচক হিসেবে অংশ নিবেন গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী, আমেরিকার ট্যান্সক্যান ওয়ার্কের নির্বাহী সদস্য সিলিয়া ড্যানিয়েল, নো পাসপোর্ট ভয়েসের উন্নয়ন কর্মকর্তা ও তৃতীয় লিঙ্গের অধিকার কর্মী হোচিমিন ইসলাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী অধিকার কর্মী দাউ নাইক প্রিয়ু নালই, কলকাতার মানবাধিকার কর্মী ও তৃতীয় লিঙ্গের নারী অচিন্তা প্রান্তর, আমেরিকার ইন্টারন্যাশনাল স্কুল অব স্টোরির প্রেসিডেন্ট শাইলী জুনিজা, আন্তর্জাতিক বক্তা ও সাবেক মিস ইউরোপ লুইসা বার্টন।

সেমিনার সঞ্চালনা করবেন ‘নো পাসপোর্ট ভয়েস’ এর কো-ফাউন্ডার ব্যারিস্টার ফাতিমা ওয়ারিথা আহসান। তিনি ঢাকা পোস্টকে বলেন, আন্তর্জাতিক এ সেমিনারে নারীর অধিকারগুলোকে স্বীকৃতি দেওয়া, বিশ্বজুড়ে নারীদের চ্যালেঞ্জ, নারীদের সমভাবে ক্ষমতায়নের বিষয়ে আলোচনা হবে। আমরা সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সংগ্রামের গল্প, সফলতার গল্প তুলে ধরতে চাই।

 

আরও পড়ুন্: