০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

গুজবে পুঁজিবাজারে ব্যাপক পতন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • / ৪১২৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম কার্যদিবস সোমবার (১৬ মে) ধসের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে ৯১ শতাংশ শেয়ার দর। এদিন বাজারে শেয়ার বিক্রির চাপে সূচক কমলেও বেড়েছে  লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। দিন শেষে আজ ৬.৮২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। ডলারের দর বৃদ্ধি পাওয়া, আইসিবি’র শেয়ার বিক্রির গুজবসহ নানা আতঙ্ক ছড়িয়ে আজ শেয়ারবাজারে ব্যাপক পতন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শ্রীলঙ্কার বিপর্যয়ের চিত্র বাংলাদেশেও পড়তে পারে-এমন গুজবেই মুলত বাজারে ভয়াবহ পতন দেখা দিয়েছে। কিন্তু এটি কেবল গুজবই। বাস্তবে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হওয়ার কোন সম্ভাবনাই নেই। বিশ্বব্যাংকের কর্ত্যাব্যক্তিরাও বিষয়টি জোর দিয়ে বলছেন। কিন্তু তারপরও শেয়ারবাজারে বিষয়টি গুজব আকারে ছড়িয়ে পড়ছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গুজবের কারণে সাধারণ বিনিয়োগকারীরা কম দরে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। তারা মনে করছেন, বাজার আরও পড়তে পারে। তখন কম দরে শেয়ার কিনে নেবেন। কিন্তু বাজার যখন ঘুরে দাঁড়াবে, তখন যে দরে শেয়ার তারা বিক্রি করে দিচ্ছেন, সেই দরে শেয়ার পাবেন না।

আজাকের বাজার পরিস্থিতি:

এদিন লেনদেনের শুরুতে কিছুটা স্বস্তি দেখা গেলেও ধীরে ধীরে পতন প্রবণতা গভীর হয়। লেনদেনের এক ঘন্টার মধ্যে ডিএসইর প্রধান সূচক ৬১ পয়েন্ট পড়ে যায়। এরপর বাজার আবারও উঠার চেষ্টা করে। বেলা ১১ টাকা ৪০ মিনিটে সূচক কমে দাঁড়ায় ৩০ পয়েন্টের নিচে। তারপর ধারাবাহিক পতন। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এই সময়ে প্রায় সব ব্রোকারেজ হাউজ থেকে কেনার চেয়ে বিক্রির আবেদন বেশি দেখা যায়। ফলে বাজার আর ঘুরে দাঁড়াতে পারেনি। ব্যাপক পতনের কারণে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে ৯ মাস আগের অবস্থানে নেমে যায়।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৪.৫৩ পয়েন্ট বা ২.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩০.৯৩ পয়েন্টে। ডিএসইর এই সূচক কমে ৯ মাস ১৪ দিন বা ১৯২ কার্যদিবস আগের অবস্থানে নেমেছে। এর আগে ২০২১ সালের ২ আগস্ট সূচকটি আজকের চেয়ে কম অর্থাৎ ৬ হাজার ৪২৫.২৫ পয়েন্টে অবস্থান করছিল।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১.৮৭ পয়েন্ট বা ১.৫২শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪০.৯৯ পয়েন্ট বা ১.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১০.২৯ পয়েন্টে এবং দুই হাজার ৩৬৫.৯২ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে একহাজার ২২ কোটি ৭৬ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৯৯ কোটি ৪০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮২৩ কোটি ৩৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির বা ৬.৮৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৪৮টির বা ৯১.৩৩ শতাংশের এবং ৭টির বা ১.৮৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২ শতাংশ বা ৩৮৪.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৬৪.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৯টির, কমেছে ২৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩ কোটি ২৭ লাখ ৭১ হাজার ৬৮৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ১৬৯ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ১৩ কোটি ৩২ লাখ ৭৩ হাজার ৫১৫ টাকা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

গুজবে পুঁজিবাজারে ব্যাপক পতন

আপডেট: ০৪:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম কার্যদিবস সোমবার (১৬ মে) ধসের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে ৯১ শতাংশ শেয়ার দর। এদিন বাজারে শেয়ার বিক্রির চাপে সূচক কমলেও বেড়েছে  লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। দিন শেষে আজ ৬.৮২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। ডলারের দর বৃদ্ধি পাওয়া, আইসিবি’র শেয়ার বিক্রির গুজবসহ নানা আতঙ্ক ছড়িয়ে আজ শেয়ারবাজারে ব্যাপক পতন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শ্রীলঙ্কার বিপর্যয়ের চিত্র বাংলাদেশেও পড়তে পারে-এমন গুজবেই মুলত বাজারে ভয়াবহ পতন দেখা দিয়েছে। কিন্তু এটি কেবল গুজবই। বাস্তবে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হওয়ার কোন সম্ভাবনাই নেই। বিশ্বব্যাংকের কর্ত্যাব্যক্তিরাও বিষয়টি জোর দিয়ে বলছেন। কিন্তু তারপরও শেয়ারবাজারে বিষয়টি গুজব আকারে ছড়িয়ে পড়ছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গুজবের কারণে সাধারণ বিনিয়োগকারীরা কম দরে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। তারা মনে করছেন, বাজার আরও পড়তে পারে। তখন কম দরে শেয়ার কিনে নেবেন। কিন্তু বাজার যখন ঘুরে দাঁড়াবে, তখন যে দরে শেয়ার তারা বিক্রি করে দিচ্ছেন, সেই দরে শেয়ার পাবেন না।

আজাকের বাজার পরিস্থিতি:

এদিন লেনদেনের শুরুতে কিছুটা স্বস্তি দেখা গেলেও ধীরে ধীরে পতন প্রবণতা গভীর হয়। লেনদেনের এক ঘন্টার মধ্যে ডিএসইর প্রধান সূচক ৬১ পয়েন্ট পড়ে যায়। এরপর বাজার আবারও উঠার চেষ্টা করে। বেলা ১১ টাকা ৪০ মিনিটে সূচক কমে দাঁড়ায় ৩০ পয়েন্টের নিচে। তারপর ধারাবাহিক পতন। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এই সময়ে প্রায় সব ব্রোকারেজ হাউজ থেকে কেনার চেয়ে বিক্রির আবেদন বেশি দেখা যায়। ফলে বাজার আর ঘুরে দাঁড়াতে পারেনি। ব্যাপক পতনের কারণে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে ৯ মাস আগের অবস্থানে নেমে যায়।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৪.৫৩ পয়েন্ট বা ২.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩০.৯৩ পয়েন্টে। ডিএসইর এই সূচক কমে ৯ মাস ১৪ দিন বা ১৯২ কার্যদিবস আগের অবস্থানে নেমেছে। এর আগে ২০২১ সালের ২ আগস্ট সূচকটি আজকের চেয়ে কম অর্থাৎ ৬ হাজার ৪২৫.২৫ পয়েন্টে অবস্থান করছিল।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১.৮৭ পয়েন্ট বা ১.৫২শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪০.৯৯ পয়েন্ট বা ১.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১০.২৯ পয়েন্টে এবং দুই হাজার ৩৬৫.৯২ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে একহাজার ২২ কোটি ৭৬ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৯৯ কোটি ৪০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮২৩ কোটি ৩৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির বা ৬.৮৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৪৮টির বা ৯১.৩৩ শতাংশের এবং ৭টির বা ১.৮৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২ শতাংশ বা ৩৮৪.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৬৪.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৯টির, কমেছে ২৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩ কোটি ২৭ লাখ ৭১ হাজার ৬৮৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ১৬৯ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ১৩ কোটি ৩২ লাখ ৭৩ হাজার ৫১৫ টাকা।

ঢাকা/এসএ