১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চাকরিপ্রার্থীদের সহায়তায় গুগলের নতুন ওয়েবসাইট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • / ৪১১৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গ্রাহকদের পরিষেবায় প্রতিনিয়ত উন্নত প্রযুক্তির টুল যুক্ত করছে গুগল। এর অংশ হিসেবে এবার ইন্টারভিউ ওয়ার্মআপ নামে নতুন ওয়েবসাইট নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। মূলত চাকরির সাক্ষাত্কারের জন্য প্রার্থীদের প্রস্তুতি গ্রহণে এটি চালু করা হয়েছে। খবর গ্যাজেটসনাউ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিষ্ঠানটি মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার করছে। ফলে ওয়েবসাইটটি থেকে প্রার্থীরা সাক্ষাত্কারের জন্য সহজ নির্দেশনা পাওয়ার মাধ্যমে চাকরির জন্য নিজেদের তৈরি করতে পারবে। টুলটি প্রার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জনের জন্য চাকরিসংক্রান্ত প্রশ্নোত্তর চর্চার সুযোগ দেয়। টুলটি মূলত গুগলের ক্যারিয়ার সার্টিফিকেট প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি ব্যবহারের মাধ্যমে যে কেউ চাকরির সন্ধান করতে পারবে।

ফিচারটি গ্রো গুগলের একটি অংশ। এর মাধ্যমে যারা ডাটা অ্যানালিটিকস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইউএক্স ডিজাইন, ই-কমার্স ক্ষেত্রে ক্যারিয়ার তৈরি করতে চান, তারা মূল প্রশ্ন চর্চার পাশাপাশি অন্যান্য বিষয়ে ধারণা নিতে পারবে এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে পারবে।

একজন ব্যবহারকারী যখন ওয়েবসাইটে অনুশীলন শুরুর বাটনে ক্লিক করবে, তখন গুগল মোট ছয়টি ক্যাটাগরিযুক্ত একটি পেজ দেখাবে। সেখান থেকে ব্যবহারকারী তার পছন্দের ক্যাটাগরি নির্বাচন করবে। একবার নির্বাচনের পর ব্যবহারকারীকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর দেয়া হয়ে গেলে গুগলের পক্ষ থেকে উত্তরগুলো মূল্যায়ন করা হবে এবং ইনসাইট দেখানো হবে। ব্যবহারকারী চাইলে একবারে সব প্রশ্নের উত্তর দেখতে পারবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

চাকরিপ্রার্থীদের সহায়তায় গুগলের নতুন ওয়েবসাইট

আপডেট: ১১:০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: গ্রাহকদের পরিষেবায় প্রতিনিয়ত উন্নত প্রযুক্তির টুল যুক্ত করছে গুগল। এর অংশ হিসেবে এবার ইন্টারভিউ ওয়ার্মআপ নামে নতুন ওয়েবসাইট নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। মূলত চাকরির সাক্ষাত্কারের জন্য প্রার্থীদের প্রস্তুতি গ্রহণে এটি চালু করা হয়েছে। খবর গ্যাজেটসনাউ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিষ্ঠানটি মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার করছে। ফলে ওয়েবসাইটটি থেকে প্রার্থীরা সাক্ষাত্কারের জন্য সহজ নির্দেশনা পাওয়ার মাধ্যমে চাকরির জন্য নিজেদের তৈরি করতে পারবে। টুলটি প্রার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জনের জন্য চাকরিসংক্রান্ত প্রশ্নোত্তর চর্চার সুযোগ দেয়। টুলটি মূলত গুগলের ক্যারিয়ার সার্টিফিকেট প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি ব্যবহারের মাধ্যমে যে কেউ চাকরির সন্ধান করতে পারবে।

ফিচারটি গ্রো গুগলের একটি অংশ। এর মাধ্যমে যারা ডাটা অ্যানালিটিকস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইউএক্স ডিজাইন, ই-কমার্স ক্ষেত্রে ক্যারিয়ার তৈরি করতে চান, তারা মূল প্রশ্ন চর্চার পাশাপাশি অন্যান্য বিষয়ে ধারণা নিতে পারবে এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে পারবে।

একজন ব্যবহারকারী যখন ওয়েবসাইটে অনুশীলন শুরুর বাটনে ক্লিক করবে, তখন গুগল মোট ছয়টি ক্যাটাগরিযুক্ত একটি পেজ দেখাবে। সেখান থেকে ব্যবহারকারী তার পছন্দের ক্যাটাগরি নির্বাচন করবে। একবার নির্বাচনের পর ব্যবহারকারীকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর দেয়া হয়ে গেলে গুগলের পক্ষ থেকে উত্তরগুলো মূল্যায়ন করা হবে এবং ইনসাইট দেখানো হবে। ব্যবহারকারী চাইলে একবারে সব প্রশ্নের উত্তর দেখতে পারবে।

ঢাকা/এসএম