০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

টাইগারদের অনুশীলনের অনুমতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / ৪১৬৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ বিসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা থেকে ফেরা বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাল থেকে অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে। 

শুক্রবার (০৭ মে) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
এর আগে মঙ্গলবার (০৪ মে) বিকেল ৩টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেও দলের ক্রিকেটারদের বিসিবি নির্ধারিত হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এর আগে সিরিজ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। যাওয়ার সময়েও চার্টার্ড ফ্লাইটে করে ঢাকা থেকে কলম্বোয় গিয়েছিল টাইগাররা।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম টেস্টে ব্যাটসম্যানদের দাপটে শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের সঙ্গে পেরে ওঠেনি টিম টাইগার্স। ২০৯ রানের বড় ব্যবধানে হেরে সফর শেষ হয় বাংলাদেশের।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

টাইগারদের অনুশীলনের অনুমতি

আপডেট: ০৫:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ বিসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা থেকে ফেরা বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাল থেকে অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে। 

শুক্রবার (০৭ মে) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
এর আগে মঙ্গলবার (০৪ মে) বিকেল ৩টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেও দলের ক্রিকেটারদের বিসিবি নির্ধারিত হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এর আগে সিরিজ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। যাওয়ার সময়েও চার্টার্ড ফ্লাইটে করে ঢাকা থেকে কলম্বোয় গিয়েছিল টাইগাররা।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম টেস্টে ব্যাটসম্যানদের দাপটে শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের সঙ্গে পেরে ওঠেনি টিম টাইগার্স। ২০৯ রানের বড় ব্যবধানে হেরে সফর শেষ হয় বাংলাদেশের।

ঢাকা/এসএ