১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে তিন কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / ৪২৯০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চলতি বছরের মে মাসে সরকারের রাজস্ব আয় হয়েছে ২০ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৬২৫ টাকার। গত বছরের একই সময়ের তুলনায় সরকারের রাজস্ব আয় বেড়েছে ৩ কোটি ২৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইর প্রাপ্ত তথ্যাঅনুযায়ী, চলতি বছরের মে মাসে ডিএসইতে মোট ১৮ হাজার ৪৬১ কোটি ৯১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুায়ল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। সেখান থেকে লেনদেনের ওপর কমিশন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ২০ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৬২৫ টাকা।

গত বছর একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ১৪ হাজার ৪৬৪ কোটি ৫০ লাখ ৬৫ হাজার টাকা। সেখান থেকে রাজস্ব আয় হয়েছিল ১৭ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৬৬৪ টাকা।

অর্থাৎ ২০২২ সালের মে মাসের তুলনায় ২০২৩ সালের মে মাসে সরকার রাজস্ব বেড়েছে ৩ কোটি ২৫ লাখ ৯০ হাজার ৯৬১ টাকা।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই ধরনের শেয়ার কেনা-বেচা থেকে সরকার রাজস্ব আয় করে। প্রথমটি হলো- কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা থেকে রাজস্ব আয়। দ্বিতীয়টি হলো- বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচায় ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত কর।

ডিএসইর তথ্য মতে, দুই ধরনের করের মধ্যে প্রথমটি হলো- ডিএসইর স্টেক হোল্ডারদের দৈনিক লেনদেনের ওপর দশমিক ০৫ শতাংশ কর। এ খাত থেকে ২০২৩ সালের মে মাসে রাজস্ব আয় হয়েছে ১৮ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ৩১২ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমান ছিল ১৪ কোটি ৫৩ লাখ ৩১৫ টাকা।

আরও পড়ুন: সূচকের পতনে সর্বোচ্চ দায় পাঁচ কোম্পানির

অন্যদিকে, বিএসইসি রুলস ৫৩-এম অনুসারে, স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন ও শেয়ার হস্তান্তর থেকে ৫ শতাংশ হারে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ২ কোটি ৪৭ লাখ ৪৫ হাজার ৩১৩ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমান ছিল ৩ কোটি ৪ লাখ ৩৪ হাজার ৩৪৯ টাকা।

সব মিলিয়ে ডিএসই থেকে মোট রাজস্ব আয় হয়েছে ২০ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৬২৫ টাকা। ডিএসই এ টাকা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে।

গত বছর অর্থাৎ ২০২২ সালে মে মাসে জমা দিয়েছিল ১৭ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৬৬৪ টাকা। সে হিসেবে ২০২২ সালের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে সরকার রাজস্ব বেড়েছে ৩ কোটি ২৫ লাখ ৯০ হাজার ৯৬১ টাকা।

উল্লেখ্য, গত এপ্রিলে ডিএসইর রাজস্ব আয় ছিল ১৯ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৮০৭ টাকা। সে হিসেবে মাসের ব্যবধানে ডিএসইর রাজস্ব আয় বেড়েছে ৮৪ লাখ ৭ হাজার ৮১৮ টাকা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে তিন কোটি টাকা

আপডেট: ০৪:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চলতি বছরের মে মাসে সরকারের রাজস্ব আয় হয়েছে ২০ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৬২৫ টাকার। গত বছরের একই সময়ের তুলনায় সরকারের রাজস্ব আয় বেড়েছে ৩ কোটি ২৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইর প্রাপ্ত তথ্যাঅনুযায়ী, চলতি বছরের মে মাসে ডিএসইতে মোট ১৮ হাজার ৪৬১ কোটি ৯১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুায়ল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। সেখান থেকে লেনদেনের ওপর কমিশন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ২০ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৬২৫ টাকা।

গত বছর একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ১৪ হাজার ৪৬৪ কোটি ৫০ লাখ ৬৫ হাজার টাকা। সেখান থেকে রাজস্ব আয় হয়েছিল ১৭ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৬৬৪ টাকা।

অর্থাৎ ২০২২ সালের মে মাসের তুলনায় ২০২৩ সালের মে মাসে সরকার রাজস্ব বেড়েছে ৩ কোটি ২৫ লাখ ৯০ হাজার ৯৬১ টাকা।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই ধরনের শেয়ার কেনা-বেচা থেকে সরকার রাজস্ব আয় করে। প্রথমটি হলো- কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা থেকে রাজস্ব আয়। দ্বিতীয়টি হলো- বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচায় ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত কর।

ডিএসইর তথ্য মতে, দুই ধরনের করের মধ্যে প্রথমটি হলো- ডিএসইর স্টেক হোল্ডারদের দৈনিক লেনদেনের ওপর দশমিক ০৫ শতাংশ কর। এ খাত থেকে ২০২৩ সালের মে মাসে রাজস্ব আয় হয়েছে ১৮ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ৩১২ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমান ছিল ১৪ কোটি ৫৩ লাখ ৩১৫ টাকা।

আরও পড়ুন: সূচকের পতনে সর্বোচ্চ দায় পাঁচ কোম্পানির

অন্যদিকে, বিএসইসি রুলস ৫৩-এম অনুসারে, স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন ও শেয়ার হস্তান্তর থেকে ৫ শতাংশ হারে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ২ কোটি ৪৭ লাখ ৪৫ হাজার ৩১৩ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমান ছিল ৩ কোটি ৪ লাখ ৩৪ হাজার ৩৪৯ টাকা।

সব মিলিয়ে ডিএসই থেকে মোট রাজস্ব আয় হয়েছে ২০ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৬২৫ টাকা। ডিএসই এ টাকা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে।

গত বছর অর্থাৎ ২০২২ সালে মে মাসে জমা দিয়েছিল ১৭ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৬৬৪ টাকা। সে হিসেবে ২০২২ সালের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে সরকার রাজস্ব বেড়েছে ৩ কোটি ২৫ লাখ ৯০ হাজার ৯৬১ টাকা।

উল্লেখ্য, গত এপ্রিলে ডিএসইর রাজস্ব আয় ছিল ১৯ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৮০৭ টাকা। সে হিসেবে মাসের ব্যবধানে ডিএসইর রাজস্ব আয় বেড়েছে ৮৪ লাখ ৭ হাজার ৮১৮ টাকা।

ঢাকা/টিএ