০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ডেল্টা লাইফের এজিএম সহ পাঁচ অগ্রগতি জানতে চায় আইডিআরএ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / ৪২৪০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভার (এজিএম) বিষয়ে জানতে চেয়েছে আইডিআরএ। এছাড়াও আরও পাঁচটি বিষয়ের অগ্রগতি জানতে চেয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষক (আইডিআরএ)। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটির এজিএমের অগ্রগতির বিষয়ে আইডিআরএকে জানাতে হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বেশকিছু শর্ত দিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে ডেল্টা লাইফ থেকে প্রশাসক তুলে নেয় আইডিআরএ। একই সঙ্গে নতুন পর্ষদকে দায়িত্ব দেওয়া হয় ডেল্টা লাইফ পরিচালনার। কোম্পানিটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদকে দেওয়া শর্তগুলোর মধ্যে ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বার্ষিক সাধারণ সভা করা।

তবে ডিসেম্বর মাসের প্রায় অর্ধেক চলে গেলেও এখনো লভ্যাংশ সংক্রান্ত পর্ষদ সভা করেনি ডেল্টা লাইফ। ফলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি এই জীবন বিমা কোম্পানিটি।

এ পরিস্থিতিতে বার্ষিক সাধারণ সভার অগ্রগতি সম্পর্কে কোম্পানিটির কাছে জানতে চাইলো আইডিআরএ। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে কোম্পানিটিকে এ তথ্য জানাতে হবে।

বার্ষিক সাধারণ সভার পাশাপাশি কোম্পানিটির কাছে আরও পাঁচটি বিষয়ের অগ্রগতি জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-
>> প্রচলিত আইন অনুযায়ী পরিচালনা পর্ষদ কর্তৃক সব কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি।
>> কোম্পানির আর্থিক বিবাদী সম্পর্কিত তথ্যাদি উদঘাটনে নতুন করে অডিট ফার্মের মাধ্যমে কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি।
>> বিমা আইন ও অন্যান্য আরোপিত বিধিনিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে অতি দ্রুত একজন দক্ষ এবং গ্রহণযোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত প্রতিবেদন।
>> আগে যদি কোনো অনিয়ম চিহ্নিত হয়ে থাকে তার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন।
>> কর্তৃপক্ষ কর্তৃক পূর্বে আরোপিত জরিমানা পরিশোধের বাস্তবায়ন অগ্রগতি।

অনিয়মের অভিযোগ তুলে গত বছরের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ বরখাস্ত করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। একই সঙ্গে আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে গত দেড় বছরে প্রশাসক পরিবর্তন হয় ৩ দফা।

অবশ্য প্রশাসক নিয়োগের আগেই আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঘুস দাবি করার অভিযোগ তোলে ডেল্টা লাইফ কর্তৃপক্ষ। ২০২০ সালের ৮ ডিসেম্বর ডেল্টা লাইফের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এই অভিযোগ করা হয়। আইডিআরএ চেয়ারম্যান এম মোশাররফ হোসেন ৫০ লাখ টাকা ঘুস দাবি করেছেন বলে অভিযোগ করে ডেল্টা লাইফ।

দুদকে অভিযোগ করার পর ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেও একই অভিযোগ আনা হয়। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের সাবেক সিইও আদিবা রহমান। ডেল্টা লাইফ থেকে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করার এক সপ্তাহের মাথায় ১১ ফেব্রুয়ারি কোম্পানিটিতে প্রশাসক নিয়োগ দেয় আইডিআরএ।

ডেল্টা লাইফে প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া সুলতান-উল-আবেদীন মোল্লা পরে মাস্ক কেলেঙ্কারিতে জড়ান। ডেল্টা লাইফে প্রশাসক থাকা অবস্থায় কোনো দরপত্র আহ্বান ছাড়া নিয়মবর্হিভূতভাবে মাস্ক কেনার অভিযোগে তাকে কারাগারেও যেতে হয়।

এদিকে, ডেল্টা লাইফ নিয়ে জড়ানো বিতর্কের জেরে আইডিআরএ’র চেয়ারম্যান পদ ছাড়তে হয়েছে এম মোশাররফ হোসেনকে। ২০১৮ সালের ৪ এপ্রিল আইডিআরএ সদস্য (লাইফ) হিসেবে নিয়োগ পাওয়া মোশাররফকে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ৩ বছরের জন্য সংস্থাটির চেয়ারম্যান নিযুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সে হিসাবে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা। মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই চলতি বছরের ১৫ জুনে তিনি পদত্যাগ করেন।

মোশাররফ পদত্যাগের পর আইডিআরএ-তে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। এর পর ১৯ সেপ্টেম্বর দুটি পৃথক আদেশে ডেল্টা লাইফ থেকে প্রশাসক প্রত্যাহার এবং কোম্পানিটি পরিচালনায় নতুন পর্ষদের দায়িত্ব দেয় আইডিআরএ। পরের দিন ২০ সেপ্টেম্বর থেকে নতুন পর্ষদ দায়িত্ব নেয় জীবন বিমা কোম্পানিটির।

আরও পড়ুন: অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ জানেনা মুন্নু অ্যাগ্রো

ডেল্টা লাইফের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে হাফিজ আহমেদ মজুমদার এবং ভাইস চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মো. জুনায়েদ শফিক দায়িত্ব দেওয়া হয়।

এছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেল্টা লাইফের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিবা রহমান, ডেল্টা লাইফের সাসপেন্ডেড পরিচালনা পর্ষদে থাকা সুরাইয়া রহমান ও জেয়াদ রহমান। এদের পাশাপাশি সাকিব আজিজ চৌধুরী, চাকলাদার রেজানুল আলম এবং সাকিব আজাদ কোম্পানিটির নতুন পরিচালনা পর্ষদে রয়েছেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

ডেল্টা লাইফের এজিএম সহ পাঁচ অগ্রগতি জানতে চায় আইডিআরএ

আপডেট: ০৬:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভার (এজিএম) বিষয়ে জানতে চেয়েছে আইডিআরএ। এছাড়াও আরও পাঁচটি বিষয়ের অগ্রগতি জানতে চেয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষক (আইডিআরএ)। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটির এজিএমের অগ্রগতির বিষয়ে আইডিআরএকে জানাতে হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বেশকিছু শর্ত দিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে ডেল্টা লাইফ থেকে প্রশাসক তুলে নেয় আইডিআরএ। একই সঙ্গে নতুন পর্ষদকে দায়িত্ব দেওয়া হয় ডেল্টা লাইফ পরিচালনার। কোম্পানিটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদকে দেওয়া শর্তগুলোর মধ্যে ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বার্ষিক সাধারণ সভা করা।

তবে ডিসেম্বর মাসের প্রায় অর্ধেক চলে গেলেও এখনো লভ্যাংশ সংক্রান্ত পর্ষদ সভা করেনি ডেল্টা লাইফ। ফলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি এই জীবন বিমা কোম্পানিটি।

এ পরিস্থিতিতে বার্ষিক সাধারণ সভার অগ্রগতি সম্পর্কে কোম্পানিটির কাছে জানতে চাইলো আইডিআরএ। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে কোম্পানিটিকে এ তথ্য জানাতে হবে।

বার্ষিক সাধারণ সভার পাশাপাশি কোম্পানিটির কাছে আরও পাঁচটি বিষয়ের অগ্রগতি জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-
>> প্রচলিত আইন অনুযায়ী পরিচালনা পর্ষদ কর্তৃক সব কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি।
>> কোম্পানির আর্থিক বিবাদী সম্পর্কিত তথ্যাদি উদঘাটনে নতুন করে অডিট ফার্মের মাধ্যমে কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি।
>> বিমা আইন ও অন্যান্য আরোপিত বিধিনিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে অতি দ্রুত একজন দক্ষ এবং গ্রহণযোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত প্রতিবেদন।
>> আগে যদি কোনো অনিয়ম চিহ্নিত হয়ে থাকে তার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন।
>> কর্তৃপক্ষ কর্তৃক পূর্বে আরোপিত জরিমানা পরিশোধের বাস্তবায়ন অগ্রগতি।

অনিয়মের অভিযোগ তুলে গত বছরের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ বরখাস্ত করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। একই সঙ্গে আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে গত দেড় বছরে প্রশাসক পরিবর্তন হয় ৩ দফা।

অবশ্য প্রশাসক নিয়োগের আগেই আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঘুস দাবি করার অভিযোগ তোলে ডেল্টা লাইফ কর্তৃপক্ষ। ২০২০ সালের ৮ ডিসেম্বর ডেল্টা লাইফের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এই অভিযোগ করা হয়। আইডিআরএ চেয়ারম্যান এম মোশাররফ হোসেন ৫০ লাখ টাকা ঘুস দাবি করেছেন বলে অভিযোগ করে ডেল্টা লাইফ।

দুদকে অভিযোগ করার পর ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেও একই অভিযোগ আনা হয়। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের সাবেক সিইও আদিবা রহমান। ডেল্টা লাইফ থেকে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করার এক সপ্তাহের মাথায় ১১ ফেব্রুয়ারি কোম্পানিটিতে প্রশাসক নিয়োগ দেয় আইডিআরএ।

ডেল্টা লাইফে প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া সুলতান-উল-আবেদীন মোল্লা পরে মাস্ক কেলেঙ্কারিতে জড়ান। ডেল্টা লাইফে প্রশাসক থাকা অবস্থায় কোনো দরপত্র আহ্বান ছাড়া নিয়মবর্হিভূতভাবে মাস্ক কেনার অভিযোগে তাকে কারাগারেও যেতে হয়।

এদিকে, ডেল্টা লাইফ নিয়ে জড়ানো বিতর্কের জেরে আইডিআরএ’র চেয়ারম্যান পদ ছাড়তে হয়েছে এম মোশাররফ হোসেনকে। ২০১৮ সালের ৪ এপ্রিল আইডিআরএ সদস্য (লাইফ) হিসেবে নিয়োগ পাওয়া মোশাররফকে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ৩ বছরের জন্য সংস্থাটির চেয়ারম্যান নিযুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সে হিসাবে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা। মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই চলতি বছরের ১৫ জুনে তিনি পদত্যাগ করেন।

মোশাররফ পদত্যাগের পর আইডিআরএ-তে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। এর পর ১৯ সেপ্টেম্বর দুটি পৃথক আদেশে ডেল্টা লাইফ থেকে প্রশাসক প্রত্যাহার এবং কোম্পানিটি পরিচালনায় নতুন পর্ষদের দায়িত্ব দেয় আইডিআরএ। পরের দিন ২০ সেপ্টেম্বর থেকে নতুন পর্ষদ দায়িত্ব নেয় জীবন বিমা কোম্পানিটির।

আরও পড়ুন: অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ জানেনা মুন্নু অ্যাগ্রো

ডেল্টা লাইফের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে হাফিজ আহমেদ মজুমদার এবং ভাইস চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মো. জুনায়েদ শফিক দায়িত্ব দেওয়া হয়।

এছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেল্টা লাইফের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিবা রহমান, ডেল্টা লাইফের সাসপেন্ডেড পরিচালনা পর্ষদে থাকা সুরাইয়া রহমান ও জেয়াদ রহমান। এদের পাশাপাশি সাকিব আজিজ চৌধুরী, চাকলাদার রেজানুল আলম এবং সাকিব আজাদ কোম্পানিটির নতুন পরিচালনা পর্ষদে রয়েছেন।

ঢাকা/এসএ