০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

তুনিশার মৃত্যুকে ‘খুন’ বলছেন কঙ্গনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / ৪২১২ বার দেখা হয়েছে

বিতর্কিত মন্তব্যের জন্য কুখ্যাতি আছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। সম্প্রতি সরব হয়েছেন তরুণ জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যা নিয়েও। অভিনেত্রীর এমন মৃত্যুকে আত্মহত্যা বলতে নারাজ কঙ্গনা। জানিয়ে দিলেন এটা একটা ‘খুন’। সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নারীদের সুরক্ষায় জানালেন বিশেষ আবেদন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে শুধু তুনিশা নয়, মেয়েদের হয়ে আওয়াজ তোলেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘একজন নারী সব ক্ষতি মেনে নিতে পারে। ভালোবাসা, সম্পর্ক, বিয়ে সব ক্ষতি মানতে পারে। কিন্তু এটা মেনে ওঠা অসম্ভব, যখন সে জানে তার ভালোবাসায় কখনও ভালোবাসাই ছিল না। বিপরীতে থাকা মানুষটার কাছে যদিও অন্য মানুষটার আবেগ, প্রেম নিয়ে খেলা করাটা খুব সহজ। আসলে স্বার্থ নিয়ে যারা আসেন তারা খুব সহজেই অন্যকে শোষণ করতে পারেন।’

তুনিশার মৃত্যুকে ‘খুন’ বলে অভিহিত করেন ‘কুইন’ অভিনেত্রী। কঙ্গনার কথায়, ‘আসলে ও তখন নিজের ধারণাগুলোকেই বিশ্বাস করে উঠতে পারছিল না। বেঁচে থাকা অথবা না থাকা সবটাই সমান তখন ওর কাছে। যদি ও নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেটা একা নেয়নি। কারণ এটা একটা খুন।’

কঙ্গনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়ে বলেন, ‘কৃষ্ণ যেমন দ্রৌপদীর জন্য রুখে দাঁড়িয়েছিলেন, রাম যা করেছিলেন সীতার জন্য, আমি চাইব বহুগামিতার বিরুদ্ধে নারীর পাশে দাঁড়াবেন আপনি। যারা মেয়েদের অ্যাসিড ছোড়ে, তাদের দেহকে টুকরো টুকরো করে, তাদের কোনো কথা না শুনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।’

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ সিরিয়াল দিয়ে শুরু। ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এ রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত গোটা ইন্ডাস্ট্রি।

শুধু টেলিভিশন সিরিয়ালে নয়, ‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘কাহানি ২’, ‘দুর্গা রানি সিংহ’, ‘দাবাং ৩’-এর মতো ছবিতেও তুনিশাকে দেখা গিয়েছিল। ‘ফিতুর’ এবং ‘বার বার দেখো’তে ক্যাটরিনা কাইফের শৈশবের চরিত্রে অভিনয় করেছিলেন। কালারস টিভিতেও তার সিরিয়াল ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ দর্শকের মন ছুঁয়ে যায়।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে সীমান্তে দুই বাংলাদেশি নিহত

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

তুনিশার মৃত্যুকে ‘খুন’ বলছেন কঙ্গনা

আপডেট: ০২:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

বিতর্কিত মন্তব্যের জন্য কুখ্যাতি আছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। সম্প্রতি সরব হয়েছেন তরুণ জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যা নিয়েও। অভিনেত্রীর এমন মৃত্যুকে আত্মহত্যা বলতে নারাজ কঙ্গনা। জানিয়ে দিলেন এটা একটা ‘খুন’। সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নারীদের সুরক্ষায় জানালেন বিশেষ আবেদন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে শুধু তুনিশা নয়, মেয়েদের হয়ে আওয়াজ তোলেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘একজন নারী সব ক্ষতি মেনে নিতে পারে। ভালোবাসা, সম্পর্ক, বিয়ে সব ক্ষতি মানতে পারে। কিন্তু এটা মেনে ওঠা অসম্ভব, যখন সে জানে তার ভালোবাসায় কখনও ভালোবাসাই ছিল না। বিপরীতে থাকা মানুষটার কাছে যদিও অন্য মানুষটার আবেগ, প্রেম নিয়ে খেলা করাটা খুব সহজ। আসলে স্বার্থ নিয়ে যারা আসেন তারা খুব সহজেই অন্যকে শোষণ করতে পারেন।’

তুনিশার মৃত্যুকে ‘খুন’ বলে অভিহিত করেন ‘কুইন’ অভিনেত্রী। কঙ্গনার কথায়, ‘আসলে ও তখন নিজের ধারণাগুলোকেই বিশ্বাস করে উঠতে পারছিল না। বেঁচে থাকা অথবা না থাকা সবটাই সমান তখন ওর কাছে। যদি ও নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেটা একা নেয়নি। কারণ এটা একটা খুন।’

কঙ্গনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়ে বলেন, ‘কৃষ্ণ যেমন দ্রৌপদীর জন্য রুখে দাঁড়িয়েছিলেন, রাম যা করেছিলেন সীতার জন্য, আমি চাইব বহুগামিতার বিরুদ্ধে নারীর পাশে দাঁড়াবেন আপনি। যারা মেয়েদের অ্যাসিড ছোড়ে, তাদের দেহকে টুকরো টুকরো করে, তাদের কোনো কথা না শুনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।’

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ সিরিয়াল দিয়ে শুরু। ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এ রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত গোটা ইন্ডাস্ট্রি।

শুধু টেলিভিশন সিরিয়ালে নয়, ‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘কাহানি ২’, ‘দুর্গা রানি সিংহ’, ‘দাবাং ৩’-এর মতো ছবিতেও তুনিশাকে দেখা গিয়েছিল। ‘ফিতুর’ এবং ‘বার বার দেখো’তে ক্যাটরিনা কাইফের শৈশবের চরিত্রে অভিনয় করেছিলেন। কালারস টিভিতেও তার সিরিয়াল ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ দর্শকের মন ছুঁয়ে যায়।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে সীমান্তে দুই বাংলাদেশি নিহত

ঢাকা/এসএম