০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

নিলামে উঠছে ঢাকা ডায়িংয়ের চেয়ারম্যান-এমডি’র সম্পত্তি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • / ৪৬৩১ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সমীর কাদের চৌধুরী ঢাকা ব্যাংকের কাছে প্রায় ৭.৫ কোটি টাকার ঋণ খেলাপি হয়েছেন।

আর এই খেলাপি হওয়া ঋণ পুনরুদ্ধারের জন্য সম্প্রতি ঢাকা ব্যাংক ঢাকা ডায়িংয়ের চেয়ারম্যান ও এমডি’র মালিকানাধীন সম্পদ বিক্রির জন্য নিলাম আহ্বান করেছে। তারা উভয়েই আবার কিউসি কর্পোরেশনেরও পরিচালক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঢাকা ব্যাংক সূত্রে জানা গেছে, সুদ-আসলে মূলত কিউসি কর্পোরেশনের কাছে ব্যাংকের পাওয়া প্রায় সাড়ে ৭ কোটি টাকা। বর্তমানে খেলাপি হয়ে যাওয়া এ ঋণ আদায়ে নিলাম ডাকা করা হয়েছে।

আর কোম্পানি ঋণ খেলাপি হয়ে যাওয়ায় আইন অনুযায়ী এর মালিকেরাও ঋণ খেলাপি হয়েছেন।

এদিকে, ঢাকা ডাইং নিজেও ২০১৪ সাল থেকে তিন ব্যাংকের মোট ১২৫ কোটি টাকা ঋণ পরিশোধ করছে না। স্বল্প ও দীর্ঘ মেয়াদে নেওয়া ঋণগুলো ব্যাংক ব্লক করে রেখেছে।

এই তিন ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংকের পাওনা ৭৭ কোটি টাকা, সোনালী ব্যাংকের ৪২ কোটি টাকা এবং ডাচ-বাংলা ব্যাংকের পাওনা ৬ কোটি টাকা।

আরও পড়ুন: শেয়ারবাজার করপোরেট ক্রিকেটের চ্যাম্পিয়ন সিটি ব্যাংক

কোম্পানির ২০২১-২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে অডিটর জানায়, বর্তমানে কোম্পানিটি বেশিরভাগ পণ্য স্থানীয় বাজারে নগদে বিক্রি করছে। খেলাপি ঋণের কারণে এলসি করতে না পারায় রপ্তানি করতে পারছে না। পাশাপাশি ব্যাংক ঋণ পরিশোধে অক্ষমতার কারণে কোম্পানির ব্যবসা টিকে থাকা নিয়েও রয়েছে সংশয়।

যদিও ঢাকা ডাইং ২০১৫ পর্যন্ত নিয়মিত ডিভিডেন্ড বা লভ্যাংশ দিয়েছে। মাঝে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত লোকসানের কারণে ডিভিডেন্ড দেয়নি। তবে, ২০২০ সাল থেকে আবারও নিয়মিত ডিভিডেন্ড দিচ্ছে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x
English Version

নিলামে উঠছে ঢাকা ডায়িংয়ের চেয়ারম্যান-এমডি’র সম্পত্তি

আপডেট: ০৭:১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সমীর কাদের চৌধুরী ঢাকা ব্যাংকের কাছে প্রায় ৭.৫ কোটি টাকার ঋণ খেলাপি হয়েছেন।

আর এই খেলাপি হওয়া ঋণ পুনরুদ্ধারের জন্য সম্প্রতি ঢাকা ব্যাংক ঢাকা ডায়িংয়ের চেয়ারম্যান ও এমডি’র মালিকানাধীন সম্পদ বিক্রির জন্য নিলাম আহ্বান করেছে। তারা উভয়েই আবার কিউসি কর্পোরেশনেরও পরিচালক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঢাকা ব্যাংক সূত্রে জানা গেছে, সুদ-আসলে মূলত কিউসি কর্পোরেশনের কাছে ব্যাংকের পাওয়া প্রায় সাড়ে ৭ কোটি টাকা। বর্তমানে খেলাপি হয়ে যাওয়া এ ঋণ আদায়ে নিলাম ডাকা করা হয়েছে।

আর কোম্পানি ঋণ খেলাপি হয়ে যাওয়ায় আইন অনুযায়ী এর মালিকেরাও ঋণ খেলাপি হয়েছেন।

এদিকে, ঢাকা ডাইং নিজেও ২০১৪ সাল থেকে তিন ব্যাংকের মোট ১২৫ কোটি টাকা ঋণ পরিশোধ করছে না। স্বল্প ও দীর্ঘ মেয়াদে নেওয়া ঋণগুলো ব্যাংক ব্লক করে রেখেছে।

এই তিন ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংকের পাওনা ৭৭ কোটি টাকা, সোনালী ব্যাংকের ৪২ কোটি টাকা এবং ডাচ-বাংলা ব্যাংকের পাওনা ৬ কোটি টাকা।

আরও পড়ুন: শেয়ারবাজার করপোরেট ক্রিকেটের চ্যাম্পিয়ন সিটি ব্যাংক

কোম্পানির ২০২১-২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে অডিটর জানায়, বর্তমানে কোম্পানিটি বেশিরভাগ পণ্য স্থানীয় বাজারে নগদে বিক্রি করছে। খেলাপি ঋণের কারণে এলসি করতে না পারায় রপ্তানি করতে পারছে না। পাশাপাশি ব্যাংক ঋণ পরিশোধে অক্ষমতার কারণে কোম্পানির ব্যবসা টিকে থাকা নিয়েও রয়েছে সংশয়।

যদিও ঢাকা ডাইং ২০১৫ পর্যন্ত নিয়মিত ডিভিডেন্ড বা লভ্যাংশ দিয়েছে। মাঝে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত লোকসানের কারণে ডিভিডেন্ড দেয়নি। তবে, ২০২০ সাল থেকে আবারও নিয়মিত ডিভিডেন্ড দিচ্ছে।

ঢাকা/এসআর