পাঁচ কোম্পানির শেয়ার যেন সোনার হরিণ!

- আপডেট: ০৩:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১০৩৮৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ারে আজ ব্যাপক আগ্রহ দেখিয়েছেন বিনিয়োগকারীরা। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধি পেয়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়ে যায়। কোম্পানিগুলো হলো: অ্যাপোলো ইষ্পাত, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইষ্টার্ন ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন এবং জাহিন স্পিনিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অ্যাপোলো ইষ্পাতের শেয়ার দর আজ ১ টাকা বা ৯.১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১১.৯০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ৬৫ লাখ ৩৯ হাজার ১৬১টি শেয়ার ১৮৪১ বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ৭ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর আজ ১৩ টাকা বা ৯.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৪৩.৮০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ১ লাখ ৫৩ হাজার ৩৫৫টি শেয়ার ৩২০ বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ২ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা।
ইষ্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর আজ ১২.১০ টাকা বা ৯.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৩৪ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ৯ লাখ ৯২ হাজার ৪০৯টি শেয়ার ৮১৬ বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।
খান ব্রাদার্স পিপি ওভেনের শেয়ার দর আজ ১.৩০ টাকা বা ৯.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৪.৬০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ১৩ লাখ ৪ হাজার ৫১১টি শেয়ার ৫৪১ বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ১ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা।
এছাড়া জাহিন স্পিনিংয়ের শেয়ার দর আজ ০.৯০ টাকা বা ৯.২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১০.৬০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ৯ লাখ ২৫ হাজার ৭০৮টি শেয়ার ৩৬৬ বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ৯৬ লাখ ৮০ হাজার টাকা।
ঢাকা/এনইউ
আরও পড়ুন: