০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

পুঁজিবাজারে মূলধন কমেছে তিন হাজার কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • / ৪১৬৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (২৫-২৯ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সাথে কমেছে লেনদেন। বিদায়ী সপ্তাহে ডিএসইর লেনদেন কমার পাশাপাশি বাজার মূলধন কমেছে প্রায় তিন হাজার কোটি টাকা। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯১৪ কোটি ৪ লাখ টাকায়। যেখানে সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি ৯৯ লাখ টাকায়। সে হিসাবে আলোচ্য সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ হাজার ৮২৯ কোটি ৯৪ লাখ টাকা বা দশমিক ৫৪ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন ছিল ১০ হাজার ১১০ কোটি টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে সাপ্তাহিক লেনদেন কমেছে ২ হাজার ৮০৪ কোটি ২১ লাখ টাকার বেশি বা ২৭ দশমিক ৭৪ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ১ হাজার ৪৬১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ২ হাজার ২২ কোটি ৭ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৫১ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ কমেছে। সূচকটির বর্তমান অবস্থান ৬ হাজার ৫১৩ পয়েন্টে।

ডিএসইর অন্য সূচকের মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৩৫ দশমিক ২৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ কমে ২ হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৩৬৬ পয়েন্টে।

এছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১৭ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ কমে ১ হাজার ৪২০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৪৩৭ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৯৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৭৩টির আর অপরিবর্তিত ছিল ১৫২টির। এছাড়া লেনদেন হয়নি ১০টির।

গত সপ্তাহে এক্সচেঞ্জটির খাতভিত্তিক লেনদেনে শীর্ষে রয়েছে বিবিধ খাত। ডিএসইর মোট লেনদেনের ১৮ দশমিক ১০ শতাংশই ছিল খাতটির দখলে। ১৬ দশমিক ৬০ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। এ খাতের দখলে রয়েছে মোট লেনদেনের ১০ দশমিক ৮০ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর অধিকাংশ খাতে নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে সিমেন্ট খাতে, ২ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে গত সপ্তাহে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে সেবা ও আবাসন খাতে, ৭ দশমিক ৯০ শতাংশ।

অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ১৫৬ পয়েন্ট কমে দাুড়িয়েছে ১৯ হাজার ১৮৯ পয়েন্টে। আগের সপ্তাহে যা ছিল ১৯ হাজার ৩৪৫ পয়েন্টে। সিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৩৪ কোটি ১৬ লাখ টাকা। যা আগের সপ্তাহ থেকে ১২৫ কোটি ২৪ লাখ টাকা বেশি। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৪০৮ কোটি ৯২ লাখ টাকা। আলোচ্য সময়ে সিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১২৬টির, অপরিবর্তিত রয়েছে ১৩২টির।

আরও পড়ুন: পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের হালনাগাদ তথ্য জানতে বিএসইসির চিঠি

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

পুঁজিবাজারে মূলধন কমেছে তিন হাজার কোটি টাকা

আপডেট: ১২:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (২৫-২৯ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সাথে কমেছে লেনদেন। বিদায়ী সপ্তাহে ডিএসইর লেনদেন কমার পাশাপাশি বাজার মূলধন কমেছে প্রায় তিন হাজার কোটি টাকা। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯১৪ কোটি ৪ লাখ টাকায়। যেখানে সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি ৯৯ লাখ টাকায়। সে হিসাবে আলোচ্য সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ হাজার ৮২৯ কোটি ৯৪ লাখ টাকা বা দশমিক ৫৪ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন ছিল ১০ হাজার ১১০ কোটি টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে সাপ্তাহিক লেনদেন কমেছে ২ হাজার ৮০৪ কোটি ২১ লাখ টাকার বেশি বা ২৭ দশমিক ৭৪ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ১ হাজার ৪৬১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ২ হাজার ২২ কোটি ৭ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৫১ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ কমেছে। সূচকটির বর্তমান অবস্থান ৬ হাজার ৫১৩ পয়েন্টে।

ডিএসইর অন্য সূচকের মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৩৫ দশমিক ২৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ কমে ২ হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৩৬৬ পয়েন্টে।

এছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১৭ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ কমে ১ হাজার ৪২০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৪৩৭ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৯৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৭৩টির আর অপরিবর্তিত ছিল ১৫২টির। এছাড়া লেনদেন হয়নি ১০টির।

গত সপ্তাহে এক্সচেঞ্জটির খাতভিত্তিক লেনদেনে শীর্ষে রয়েছে বিবিধ খাত। ডিএসইর মোট লেনদেনের ১৮ দশমিক ১০ শতাংশই ছিল খাতটির দখলে। ১৬ দশমিক ৬০ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। এ খাতের দখলে রয়েছে মোট লেনদেনের ১০ দশমিক ৮০ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর অধিকাংশ খাতে নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে সিমেন্ট খাতে, ২ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে গত সপ্তাহে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে সেবা ও আবাসন খাতে, ৭ দশমিক ৯০ শতাংশ।

অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ১৫৬ পয়েন্ট কমে দাুড়িয়েছে ১৯ হাজার ১৮৯ পয়েন্টে। আগের সপ্তাহে যা ছিল ১৯ হাজার ৩৪৫ পয়েন্টে। সিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৩৪ কোটি ১৬ লাখ টাকা। যা আগের সপ্তাহ থেকে ১২৫ কোটি ২৪ লাখ টাকা বেশি। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৪০৮ কোটি ৯২ লাখ টাকা। আলোচ্য সময়ে সিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১২৬টির, অপরিবর্তিত রয়েছে ১৩২টির।

আরও পড়ুন: পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের হালনাগাদ তথ্য জানতে বিএসইসির চিঠি

ঢাকা/টিএ