০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

বাইডেনের ‘আমেরিকা উদ্ধার পরিকল্পনা’ কংগ্রেসে পাস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৩৯৯ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের মহামারি করোনা সহায়তা তহবিলে (আমেরিকা উদ্ধার পরিকল্পনা) অনুমোদন দিয়েছে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় শনিবার সকালে বিলটি নিয়ে ভোটাভুটি হলে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ সদস্য পক্ষে সমর্থন জানায়।

মহামারির কারণে অনেক আমেরিকানের জীবিকা বন্ধ হয়ে গেছে। অনেকে সরকারি সহায়তার ওপর নির্ভর করে জীবন নির্বাহ করছেন। এই সহায়তা তহবিলের দিকে উন্মুখ হয়ে তাকিয়ে ছিল অনেক পরিবার। এসব মানুষের কথা ভেবে বাইডেন তার প্রথম শাসনতান্ত্রিক প্রচেষ্টা হিসেবে বিলটি পাস করানোর চেষ্টা করছিলেন।

সিএনএন জানিয়েছে, কংগ্রেসে ২১৯-২১২ ভোটে বিলটি পাস হয়েছে। প্রথা ভেঙে বাইডেনের দল ডেমোক্র্যাটের দুজন আইনপ্রণেতা বিপক্ষে ভোট দিয়েছেন। তবে কোনো রিপাবলিকান আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দেননি। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটি এখন উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে।  

বাইডেন প্রশাসনের প্রথম এই বিলে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে সরাসরি সহায়তা দেওয়া হবে, নির্দিষ্ট বার্ষিক আয়ের নিচে থাকা পরিবার ও ব্যক্তিরা জনপ্রতি এক হাজার ৪০০ টাকার চেক পাবেন, কমবয়সী সন্তানের জন্য তাদের বাবা-মাকে দেওয়া অর্থের পরিমাণ বাড়ানো হবে, ফেডারেল সরকার থেকে তহবিল পাবে রাজ্য ও স্থানীয় সরকার, স্কুলগুলোতে তহবিল সরবরাহ করা ছাড়াও টিকা বন্টনের জন্য আরও অর্থ বরাদ্দ করা হবে।  

রিপাবলিকানরা বাইডেনের এই বিলের বিরোধিতা করে আসছিল। দলটির অভিযোগ, বিলটি বাইডেনের উদারনৈতিক ইচ্ছার প্রতিফলন। এছাড়া বিশাল এ বিল তৈরির প্রক্রিয়ায় তাদের যুক্ত করা হয়নি। উল্লেখ্য, গত নির্বাচনে সিনেটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রিপাবলিকানরা এখন মার্কিন কংগ্রেসের উভয়কক্ষে সংখ্যালঘু।

ডেমোক্র্যাটরা বলছে, তারা রিপাবলিকানদের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহী। কিন্তু তারা তাদের পরিকল্পনা ভেস্তে যেতে দেবে না। কংগ্রেস ও হোয়াইট হাউস নিয়ন্ত্রণে থাকায় তারা জোরালো পদক্ষেপ ও নীতি নির্ধারণের মাধ্যমে মহামারি করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রকে সংকট থেকে বের করে নিয়ে আসতে চায়।

প্রেসিডেন্ট বাইডেন তার ‘আমেরিকা উদ্ধার পরিকল্পনা’ নিয়ে বলেছেন, ইতিহাসের নজিরবিহীন বিপর্যয়ের সময় তার সরকার সর্বশক্তি নিয়ে জনগণের পাশে দাঁড়াতে চায়। জনগণের কাছে অর্থ প্রবাহ নিশ্চিত করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে দ্রুত চাঞ্চল্য ফিরিয়ে আনাকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তার প্রশাসন।

 

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বাইডেনের ‘আমেরিকা উদ্ধার পরিকল্পনা’ কংগ্রেসে পাস

আপডেট: ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের মহামারি করোনা সহায়তা তহবিলে (আমেরিকা উদ্ধার পরিকল্পনা) অনুমোদন দিয়েছে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় শনিবার সকালে বিলটি নিয়ে ভোটাভুটি হলে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ সদস্য পক্ষে সমর্থন জানায়।

মহামারির কারণে অনেক আমেরিকানের জীবিকা বন্ধ হয়ে গেছে। অনেকে সরকারি সহায়তার ওপর নির্ভর করে জীবন নির্বাহ করছেন। এই সহায়তা তহবিলের দিকে উন্মুখ হয়ে তাকিয়ে ছিল অনেক পরিবার। এসব মানুষের কথা ভেবে বাইডেন তার প্রথম শাসনতান্ত্রিক প্রচেষ্টা হিসেবে বিলটি পাস করানোর চেষ্টা করছিলেন।

সিএনএন জানিয়েছে, কংগ্রেসে ২১৯-২১২ ভোটে বিলটি পাস হয়েছে। প্রথা ভেঙে বাইডেনের দল ডেমোক্র্যাটের দুজন আইনপ্রণেতা বিপক্ষে ভোট দিয়েছেন। তবে কোনো রিপাবলিকান আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দেননি। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটি এখন উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে।  

বাইডেন প্রশাসনের প্রথম এই বিলে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে সরাসরি সহায়তা দেওয়া হবে, নির্দিষ্ট বার্ষিক আয়ের নিচে থাকা পরিবার ও ব্যক্তিরা জনপ্রতি এক হাজার ৪০০ টাকার চেক পাবেন, কমবয়সী সন্তানের জন্য তাদের বাবা-মাকে দেওয়া অর্থের পরিমাণ বাড়ানো হবে, ফেডারেল সরকার থেকে তহবিল পাবে রাজ্য ও স্থানীয় সরকার, স্কুলগুলোতে তহবিল সরবরাহ করা ছাড়াও টিকা বন্টনের জন্য আরও অর্থ বরাদ্দ করা হবে।  

রিপাবলিকানরা বাইডেনের এই বিলের বিরোধিতা করে আসছিল। দলটির অভিযোগ, বিলটি বাইডেনের উদারনৈতিক ইচ্ছার প্রতিফলন। এছাড়া বিশাল এ বিল তৈরির প্রক্রিয়ায় তাদের যুক্ত করা হয়নি। উল্লেখ্য, গত নির্বাচনে সিনেটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রিপাবলিকানরা এখন মার্কিন কংগ্রেসের উভয়কক্ষে সংখ্যালঘু।

ডেমোক্র্যাটরা বলছে, তারা রিপাবলিকানদের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহী। কিন্তু তারা তাদের পরিকল্পনা ভেস্তে যেতে দেবে না। কংগ্রেস ও হোয়াইট হাউস নিয়ন্ত্রণে থাকায় তারা জোরালো পদক্ষেপ ও নীতি নির্ধারণের মাধ্যমে মহামারি করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রকে সংকট থেকে বের করে নিয়ে আসতে চায়।

প্রেসিডেন্ট বাইডেন তার ‘আমেরিকা উদ্ধার পরিকল্পনা’ নিয়ে বলেছেন, ইতিহাসের নজিরবিহীন বিপর্যয়ের সময় তার সরকার সর্বশক্তি নিয়ে জনগণের পাশে দাঁড়াতে চায়। জনগণের কাছে অর্থ প্রবাহ নিশ্চিত করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে দ্রুত চাঞ্চল্য ফিরিয়ে আনাকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তার প্রশাসন।

 

আরও পড়ুন: