০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বাজেটে বিদ্যুৎ বিভাগের ২৬ হাজার কোটি টাকার প্রত্যাশা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • / ৪১৫১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ফলে আসন্ন বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ২৬ হাজার কোটি টাকার মতো বরাদ্দ পেতে পারে।

শনিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক সেমিনারে এসব কথা বলেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টাস বাংলাদেশ ( এফইআরবি) আয়োজিত ‌আসন্ন জাতীয় বাজেট ২০২১-২০২২ : বিদ্যুৎ উৎপাদনকারীদের প্রত্যাশা শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওয়েবিনারে প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার বেসরকারী খাতে বিদ্যুৎ উৎপাদন নীতিমালা গ্রহণ করেছিলেন। তাঁর জন্যই আজ বেসরকারি উদ্যোগে ৯১টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৯ হাজার ৪৭৩ মেগাওয়াট হয়েছে যা মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৪৩ শতাংশ।

বিদ্যুৎ বিভাগে ২০০৯-১০ অর্থবছরে এডিপি ( বার্ষিক উন্নয়ন কর্মসূচি)তে বরাদ্দ ছিল ২ হাজার ৬৪৪ কোটি ২৬ লাখ টাকা, বর্তশানে তা বেড়ে ২০২০-২০২১ অর্থবছরে হয়েছে ২৪ হাজার ৭৬৮ কোটি ২২ লাখ টাকা। বিদ্যুৎ বিভাগ আগামী বাজেটে বিদ্যুৎ বিভাগ ২৬ হাজার ১১৮ কোটি ৭৬ লাখ কোটি টাকা পেতে পারে। অর্থাৎ বিদ্যুতের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

ওয়েবিনারে বাংলাদেশ ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসারস অ্যাসেসিয়েশন (বিআইপিপিএ) -এর পক্ষে সংস্থাটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বিদ্যুৎ খাতে বেসরকারী বিদ্যুৎ উৎপাদনকারীদের অবদান উল্লেখ করে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রশন ফি, অগ্রিম কর, এইচএফও-এর উপর ৩৪ শতাংশ আমদানি শুল্ক, বিলম্বে বিল প্রদান, পরিবেশগত সনদ পত্র, স্টোরেজ ট্যাংকের ভাড়া ইত্যাদি বিষয়ে বিদ্যুৎ বিভাগের সহযোগিতা কামনা করেন।

ওয়েবিনারে, বাংলাদেশ ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ) -এর উল্লেখিত সমস্যাগুলো বিদ্যুৎ বিভাগ, এনবিআর ও বিআইপিপিএ মিলে আলোচনার মাধ্যমে সমাধান করার উদ্যোগ নেয়া হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

এফইআরবি’র চেয়ারম্যান অরুণ কর্মকার-এর সভাপতিত্বে ও এফইআরবি’র নির্বাহী পরিচালক শামীম জাহাঙ্গীর – এর সঞ্চালনায় ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন ও বাংলাদেশ ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসারস এসেসিয়েশন (বিআইপিপিএ) -এর সভাপতি ইমরান করিম সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

বাজেটে বিদ্যুৎ বিভাগের ২৬ হাজার কোটি টাকার প্রত্যাশা

আপডেট: ১২:০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ফলে আসন্ন বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ২৬ হাজার কোটি টাকার মতো বরাদ্দ পেতে পারে।

শনিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক সেমিনারে এসব কথা বলেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টাস বাংলাদেশ ( এফইআরবি) আয়োজিত ‌আসন্ন জাতীয় বাজেট ২০২১-২০২২ : বিদ্যুৎ উৎপাদনকারীদের প্রত্যাশা শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওয়েবিনারে প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার বেসরকারী খাতে বিদ্যুৎ উৎপাদন নীতিমালা গ্রহণ করেছিলেন। তাঁর জন্যই আজ বেসরকারি উদ্যোগে ৯১টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৯ হাজার ৪৭৩ মেগাওয়াট হয়েছে যা মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৪৩ শতাংশ।

বিদ্যুৎ বিভাগে ২০০৯-১০ অর্থবছরে এডিপি ( বার্ষিক উন্নয়ন কর্মসূচি)তে বরাদ্দ ছিল ২ হাজার ৬৪৪ কোটি ২৬ লাখ টাকা, বর্তশানে তা বেড়ে ২০২০-২০২১ অর্থবছরে হয়েছে ২৪ হাজার ৭৬৮ কোটি ২২ লাখ টাকা। বিদ্যুৎ বিভাগ আগামী বাজেটে বিদ্যুৎ বিভাগ ২৬ হাজার ১১৮ কোটি ৭৬ লাখ কোটি টাকা পেতে পারে। অর্থাৎ বিদ্যুতের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

ওয়েবিনারে বাংলাদেশ ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসারস অ্যাসেসিয়েশন (বিআইপিপিএ) -এর পক্ষে সংস্থাটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বিদ্যুৎ খাতে বেসরকারী বিদ্যুৎ উৎপাদনকারীদের অবদান উল্লেখ করে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রশন ফি, অগ্রিম কর, এইচএফও-এর উপর ৩৪ শতাংশ আমদানি শুল্ক, বিলম্বে বিল প্রদান, পরিবেশগত সনদ পত্র, স্টোরেজ ট্যাংকের ভাড়া ইত্যাদি বিষয়ে বিদ্যুৎ বিভাগের সহযোগিতা কামনা করেন।

ওয়েবিনারে, বাংলাদেশ ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ) -এর উল্লেখিত সমস্যাগুলো বিদ্যুৎ বিভাগ, এনবিআর ও বিআইপিপিএ মিলে আলোচনার মাধ্যমে সমাধান করার উদ্যোগ নেয়া হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

এফইআরবি’র চেয়ারম্যান অরুণ কর্মকার-এর সভাপতিত্বে ও এফইআরবি’র নির্বাহী পরিচালক শামীম জাহাঙ্গীর – এর সঞ্চালনায় ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন ও বাংলাদেশ ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসারস এসেসিয়েশন (বিআইপিপিএ) -এর সভাপতি ইমরান করিম সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

ঢাকা/এসএ