০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বিকেলে মুখোমুখি বসুন্ধরা-বাংলাদেশ পুলিশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • / ৪১২৪ বার দেখা হয়েছে

দিনের প্রথম ম্যাচে তারকাসমৃদ্ধ বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায়। একই মাঠে সন্ধ্যা ৬টায় আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।

জয় দিয়েই এবারের আসর শুরু করে বসুন্ধরা কিংস। নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারায় অস্কার ব্রুজনের শিষ্যরা। এবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। প্রতিপক্ষকে সমীহ করেই জয়রথ ধরে রাখার প্রত্যয় কিংসদের। দলের ফুটবলাররা রয়েছে দারুন ছন্দে। জাতীয় দলের এক ঝাঁক তারকা ফুটবলারের পাশাপাশি বিদেশীরা দলের প্রয়োজনে সেরাটা দিতে শতভাগ প্রস্তুত।

অন্যদিকে, প্রথম ম্যাচে আবাহনীর কাছে হারলেও,এবার ঘুরে দাঁড়াতে চায় পুলিশ ফুটবল ক্লাব। এদিকে, দিনের আরেক ম্যাচে আবাহনীর বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। জয় দিয়েই মিশন শুরু করে ঢাকা আবাহনী। ইতিবাচক ফুটবল উপহার দিয়ে ম্যাচ বাই ম্যাচ জিততে চায় আকাশী নীলরা।

অন্যদিকে, গেলো ম্যাচে শেখ রাসেলের কাছে ২-১ গোলে হেরে যায় ব্রাদার্স। হারের তিক্ততা ভুলে এবার দলগত পারফরম্যান্স করেই জয়ের লক্ষ্য গোপীবাগের দলটির।

শেয়ার করুন

x
English Version

বিকেলে মুখোমুখি বসুন্ধরা-বাংলাদেশ পুলিশ

আপডেট: ১২:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১

দিনের প্রথম ম্যাচে তারকাসমৃদ্ধ বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায়। একই মাঠে সন্ধ্যা ৬টায় আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।

জয় দিয়েই এবারের আসর শুরু করে বসুন্ধরা কিংস। নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারায় অস্কার ব্রুজনের শিষ্যরা। এবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। প্রতিপক্ষকে সমীহ করেই জয়রথ ধরে রাখার প্রত্যয় কিংসদের। দলের ফুটবলাররা রয়েছে দারুন ছন্দে। জাতীয় দলের এক ঝাঁক তারকা ফুটবলারের পাশাপাশি বিদেশীরা দলের প্রয়োজনে সেরাটা দিতে শতভাগ প্রস্তুত।

অন্যদিকে, প্রথম ম্যাচে আবাহনীর কাছে হারলেও,এবার ঘুরে দাঁড়াতে চায় পুলিশ ফুটবল ক্লাব। এদিকে, দিনের আরেক ম্যাচে আবাহনীর বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। জয় দিয়েই মিশন শুরু করে ঢাকা আবাহনী। ইতিবাচক ফুটবল উপহার দিয়ে ম্যাচ বাই ম্যাচ জিততে চায় আকাশী নীলরা।

অন্যদিকে, গেলো ম্যাচে শেখ রাসেলের কাছে ২-১ গোলে হেরে যায় ব্রাদার্স। হারের তিক্ততা ভুলে এবার দলগত পারফরম্যান্স করেই জয়ের লক্ষ্য গোপীবাগের দলটির।