১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষা দিতে হবে: শিবলী রুবাইয়াতুল ইসলাম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • / ৪১৪৩ বার দেখা হয়েছে

বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে পারলে বাজার আরও বড় হবে। বিনিয়োগকারীদের সুরক্ষা যেখানে নেই সেখানে কেউ আসবে না। তাই বিনিয়োগকারীদের সুরক্ষা আমাদের সবাইকে দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি আরও বলেন, অর্থনীতির সাথে এগিয়ে যাবে দেশের শেয়ারবাজার। মানুষের কষ্টের সঞ্চয় রক্ষা করা আমাদের দায়িত্ব। কষ্টের সঞ্চয়ে কোনো রিটার্ন না পেলে কেউ বাজারে আসবে না। আমরা দেখেছি অনেক সময় বিনিয়োগকারী রিটার্ন তো পায় না। সঞ্চয়ও হারাতে হয়। তাই বিনিয়োগকারীদের সম্মান আমাদের রক্ষা করতে হবে।

শনিবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়া ৫২ ব্রোকারেজ হাউজগুলোর কাছে ট্রেক সনদ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো ডিএসই’র চেয়ারম্যান ইউনুসুর রহমান।

বিস্তারিত ভিডিওতে দেখুন

ট্যাগঃ

শেয়ার করুন

x
English Version

বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষা দিতে হবে: শিবলী রুবাইয়াতুল ইসলাম

আপডেট: ০৫:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে পারলে বাজার আরও বড় হবে। বিনিয়োগকারীদের সুরক্ষা যেখানে নেই সেখানে কেউ আসবে না। তাই বিনিয়োগকারীদের সুরক্ষা আমাদের সবাইকে দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি আরও বলেন, অর্থনীতির সাথে এগিয়ে যাবে দেশের শেয়ারবাজার। মানুষের কষ্টের সঞ্চয় রক্ষা করা আমাদের দায়িত্ব। কষ্টের সঞ্চয়ে কোনো রিটার্ন না পেলে কেউ বাজারে আসবে না। আমরা দেখেছি অনেক সময় বিনিয়োগকারী রিটার্ন তো পায় না। সঞ্চয়ও হারাতে হয়। তাই বিনিয়োগকারীদের সম্মান আমাদের রক্ষা করতে হবে।

শনিবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়া ৫২ ব্রোকারেজ হাউজগুলোর কাছে ট্রেক সনদ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো ডিএসই’র চেয়ারম্যান ইউনুসুর রহমান।

বিস্তারিত ভিডিওতে দেখুন