বিনিয়োগকারীদের আগ্রহ বিমা ও বস্ত্র খাতের শেয়ারে

- আপডেট: ১২:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১০৩৫৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বিমা ও বস্ত্র খাতের শেয়ারের চমকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (২০ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন বিমা কোম্পানির ৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির আর কমেছে তিনটি কোম্পানির শেয়ারের দাম। বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে সাতটির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি কোম্পানির শেয়ারের দাম।
তাতে লেনদেনের প্রথম পৌনে এক ঘণ্টায় (সকাল ১০টা থেকে সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ২০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়েছে। সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএসইর তথ্য মতে, সোমবার লেনদেনের প্রথম পৌনে ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২১২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস দশমিক ৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯২ পয়েন্ট বেড়েছে।
এ সময়ে ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০৬টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৯১ লাখ ১ হাজার টাকার শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৭ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোরে মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম।
ঢাকা/এনইউ
আরও পড়ুন: