০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বিশ্বকাপে দ্বিতীয় অঘটনের জন্ম দিল স্কটল্যান্ড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • / ৪১৫২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আগের দিন শ্রীলঙ্কাকে বধ করে চমকে দিয়েছিল নামিবিয়া। আজ বিশ্বকাপের দ্বিতীয় দিনও ক্রিকেট বিশ্ব দেখলো আরেকটি বড় অঘটন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজকে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ড। ১৬১ রানের জবাবে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের ১১৮ রানে অলআউট করে ৪২ রানের জয় তুলে নিয়েছে স্কটিশরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মেরে খেলেছে স্কটিশ দুই ওপেনার জর্জ মুন্সে ও মাইকেল জোন্স। ৫ ওভারেই স্কটল্যান্ড পঞ্চাশ ছুঁয়েছে। তাদের উদ্বোধনী জুটিতে ছন্নছাড়া ওয়েস্ট ইন্ডিজের বোলিং। এরপর বৃষ্টি বাঁধায় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। খেলা শুরু হতেই জোন্সকে ফেরালেন হোল্ডার। ১৭ বলে ২০ করে ফিরলেন স্কটিশ ওপেনার। এরপর ম্যাথিউ ক্রস আর রিচি বেরিংটনকে ইনিংস বড় করতে দেয়নি ক্যারিবীয়রা। ম্যাথিউ ক্রস ৩ করে হন হোল্ডারের দ্বিতীয় শিকার, ১৪ বলে ১৬ করে আলজেরি জোসেফকে উইকেট দেন স্কটিশ অধিনায়ক বেরিংটন।
চতুর্থ উইকেটে জর্জ মুন্সে আর ম্যাকলয়েড ২০ বলে যোগ করেন ৩১ রান। ম্যাকলয়েড মারমুখী ছিলেন (১৪ বলে ২৩)। ১৬তম ওভারে তাকে ফিরিয়ে জুটিটি ভাঙেন ওডেন স্মিথ। শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন মুন্সে। তার ৫৩ বলে ৯ চারে মারা ৬৬ রান স্কটল্যান্ডকে এনে দেয় লড়াই করার মতো পুঁজি। ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬০ রান। উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও জেসন হোল্ডার।
জবাবে ব্যাট করতে নেমে ঝড় তুলে বিদায় নেন কাইল মেয়ার্স। ১৩ বলে ২০ রান করেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে এভিন লুইসকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ব্র্যান্ডন কিং। লুইস ব্যক্তিগত ১৪ রানে ব্রাড হোয়েলের বলে জোনসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে পাড়ি জমান। সেই সাথে ভাঙে ৩৩ রানের জুটি।
সঙ্গী হারিয়ে কিংও বেশিক্ষণ টিকতে পারেননি। মার্ক ওয়াটের বলে বোল্ড হওয়ার আগে ১৭ রান করেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান, শামারাহ ব্রুকস, রোভম্যান পাওয়েলরা স্কটিশ বোলারদেরে সামনে মাথা তুলে দাঁড়াতে ব্যর্থ হন।
দলের এই বিপদের মুখে একটা প্রান্ত ধরে ছিলেন জেসন হোল্ডার। তবে তার ৩৩ বলে ৩৮ রানের ইনিংসটা দলের পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। ১৯তম ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হন এই অলরাউন্ডার। ১৮.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ থামে ১১৮ রানে।
স্কটিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মার্ক ওয়াট। ১২ রানে ৩টি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন ব্র্যাড হোয়েল আর মাইকেল লিস্ক।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মেয়ার্স, এভিন লুইস, ব্রেন্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডেন স্মিথ, আকিল হোসেইন, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।
স্কটল্যান্ড একাদশ: জর্জ মুন্সে, মাইকেল জোন্স, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন (অধিনায়ক), ক্যালাম ম্যাকলিওড, ক্রিস গ্রিভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ডেভি, সাফইয়ান শরিফ ও ব্র্যাড হুইল।
ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

বিশ্বকাপে দ্বিতীয় অঘটনের জন্ম দিল স্কটল্যান্ড

আপডেট: ০৩:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
বিজনেস জার্নাল প্রতিবেদক: আগের দিন শ্রীলঙ্কাকে বধ করে চমকে দিয়েছিল নামিবিয়া। আজ বিশ্বকাপের দ্বিতীয় দিনও ক্রিকেট বিশ্ব দেখলো আরেকটি বড় অঘটন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজকে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ড। ১৬১ রানের জবাবে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের ১১৮ রানে অলআউট করে ৪২ রানের জয় তুলে নিয়েছে স্কটিশরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মেরে খেলেছে স্কটিশ দুই ওপেনার জর্জ মুন্সে ও মাইকেল জোন্স। ৫ ওভারেই স্কটল্যান্ড পঞ্চাশ ছুঁয়েছে। তাদের উদ্বোধনী জুটিতে ছন্নছাড়া ওয়েস্ট ইন্ডিজের বোলিং। এরপর বৃষ্টি বাঁধায় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। খেলা শুরু হতেই জোন্সকে ফেরালেন হোল্ডার। ১৭ বলে ২০ করে ফিরলেন স্কটিশ ওপেনার। এরপর ম্যাথিউ ক্রস আর রিচি বেরিংটনকে ইনিংস বড় করতে দেয়নি ক্যারিবীয়রা। ম্যাথিউ ক্রস ৩ করে হন হোল্ডারের দ্বিতীয় শিকার, ১৪ বলে ১৬ করে আলজেরি জোসেফকে উইকেট দেন স্কটিশ অধিনায়ক বেরিংটন।
চতুর্থ উইকেটে জর্জ মুন্সে আর ম্যাকলয়েড ২০ বলে যোগ করেন ৩১ রান। ম্যাকলয়েড মারমুখী ছিলেন (১৪ বলে ২৩)। ১৬তম ওভারে তাকে ফিরিয়ে জুটিটি ভাঙেন ওডেন স্মিথ। শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন মুন্সে। তার ৫৩ বলে ৯ চারে মারা ৬৬ রান স্কটল্যান্ডকে এনে দেয় লড়াই করার মতো পুঁজি। ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬০ রান। উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও জেসন হোল্ডার।
জবাবে ব্যাট করতে নেমে ঝড় তুলে বিদায় নেন কাইল মেয়ার্স। ১৩ বলে ২০ রান করেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে এভিন লুইসকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ব্র্যান্ডন কিং। লুইস ব্যক্তিগত ১৪ রানে ব্রাড হোয়েলের বলে জোনসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে পাড়ি জমান। সেই সাথে ভাঙে ৩৩ রানের জুটি।
সঙ্গী হারিয়ে কিংও বেশিক্ষণ টিকতে পারেননি। মার্ক ওয়াটের বলে বোল্ড হওয়ার আগে ১৭ রান করেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান, শামারাহ ব্রুকস, রোভম্যান পাওয়েলরা স্কটিশ বোলারদেরে সামনে মাথা তুলে দাঁড়াতে ব্যর্থ হন।
দলের এই বিপদের মুখে একটা প্রান্ত ধরে ছিলেন জেসন হোল্ডার। তবে তার ৩৩ বলে ৩৮ রানের ইনিংসটা দলের পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। ১৯তম ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হন এই অলরাউন্ডার। ১৮.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ থামে ১১৮ রানে।
স্কটিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মার্ক ওয়াট। ১২ রানে ৩টি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন ব্র্যাড হোয়েল আর মাইকেল লিস্ক।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মেয়ার্স, এভিন লুইস, ব্রেন্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডেন স্মিথ, আকিল হোসেইন, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।
স্কটল্যান্ড একাদশ: জর্জ মুন্সে, মাইকেল জোন্স, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন (অধিনায়ক), ক্যালাম ম্যাকলিওড, ক্রিস গ্রিভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ডেভি, সাফইয়ান শরিফ ও ব্র্যাড হুইল।
আরও পড়ুন: করোনা আক্রান্ত হলেও খেলা যাবে বিশ্বকাপ
ঢাকা/এসএ