০৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪

বিশ্বকাপ স্কোয়াড়ে জায়গা করে নেওয়া শামীমের বাড়িতে আনন্দের ঢল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • / ৪১৩৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন শামীম পাটোয়ারী। এরপর থেকে তার চাঁদপুরের বাড়িতে এখন আনন্দের বন্যা বইছে। ছেলের এমন অর্জনে বাবা-মা, এলাকাবাসী এবং তার প্রথম কোচ বেশ খুশি। বৃহস্পতিবার (০৯ সেপ্টম্বর) দুপুরে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে কথা হয় ক্রিকেটার শামীম পাটোয়ারীর পরিবারের সদস্যদের সঙ্গে। প্রিয় সন্তানের এমন অর্জনে তারা সবাই বেশ আনন্দিত।
 
এলাকাবাসীর পাশাপাশি ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শামীম পাটোয়ারীর বাবা ও মা। যার হাত ধরে শামীমের ক্রিকেটে হাতেখড়ি সেই কোচ জানিয়েছেন, শামীম শুধু চাঁদপুর নয়, গোটা দেশের সম্মান কুড়িয়ে এনেছেন।

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই টুর্নামেন্টের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দল ঘোষণার শেষ সময় বেঁধে দিয়েছে আইসিসি। এর আগে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল দিয়েছে বিসিবি। আর বিশ্বকাপ টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন চাঁদপুরের শামীম হোসেন পাটওয়ারী।

এনিয়ে তার বাবা মো. আবদুল হামিদ পাটোয়ারী বলেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার ছেলে বিশ্বকাপ টি-টোয়েন্টি খেলবে। আমি অনেক খুশি। আমি আমার এলাকাবাসীসহ পুরো দেশের মানুষের কাছে দোয়া চাই, যাতে আমার ছেলে আরও উপরে যেতে পারে।

শামীমের মা রীনা বেগম বলেন, আমরা অনেক খুশি। আমি সব সময় নামাজ পড়ে আমার ছেলে জন্য দোয়া করি। আমি দোয়া করি আমার ছেলে যেন অনেক ভালো খেলতে পারে। 

স্থানীয়রা জানান, শামীম ছোটবেলা থেকেই খুব ভালো খেলে। তার খেলা দেখার জন্য মাঠে দেখতে যেতেন তারা। সে অনেক বড় ছয় মারতে পারতো। শামীম টি-টুয়েন্টি বিশ্বকাপেও ভালো খেলবেন এমন আশা তাদের।

শামীমের প্রথম কোচ শামীম ফারুকী বলেন, আমি যখন শামীমকে দেখেছি, তখনই তার মধ্যে প্রতিভা চোখে পড়েছে। তখন থেকেই চিন্তা করেছি, শামীম ক্রিকেটে ভালো একটি জায়গায় যাবে। আজ সেটিই সত্যি হয়েছে, টি-টুয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আমি আশাবাদী সে ওয়ানডেতেও জায়গা করে নেবে। তার কোচদের পরামর্শ অনুযায়ী সে যদি খেলে, সে আরও ভালো খেলতে পারবে বলে আশা করি।

ঢাকা/এনইউ
আরও পড়ুন:
ট্যাগঃ

শেয়ার করুন

x

বিশ্বকাপ স্কোয়াড়ে জায়গা করে নেওয়া শামীমের বাড়িতে আনন্দের ঢল

আপডেট: ০৬:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন শামীম পাটোয়ারী। এরপর থেকে তার চাঁদপুরের বাড়িতে এখন আনন্দের বন্যা বইছে। ছেলের এমন অর্জনে বাবা-মা, এলাকাবাসী এবং তার প্রথম কোচ বেশ খুশি। বৃহস্পতিবার (০৯ সেপ্টম্বর) দুপুরে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে কথা হয় ক্রিকেটার শামীম পাটোয়ারীর পরিবারের সদস্যদের সঙ্গে। প্রিয় সন্তানের এমন অর্জনে তারা সবাই বেশ আনন্দিত।
 
এলাকাবাসীর পাশাপাশি ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শামীম পাটোয়ারীর বাবা ও মা। যার হাত ধরে শামীমের ক্রিকেটে হাতেখড়ি সেই কোচ জানিয়েছেন, শামীম শুধু চাঁদপুর নয়, গোটা দেশের সম্মান কুড়িয়ে এনেছেন।

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই টুর্নামেন্টের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দল ঘোষণার শেষ সময় বেঁধে দিয়েছে আইসিসি। এর আগে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল দিয়েছে বিসিবি। আর বিশ্বকাপ টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন চাঁদপুরের শামীম হোসেন পাটওয়ারী।

এনিয়ে তার বাবা মো. আবদুল হামিদ পাটোয়ারী বলেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার ছেলে বিশ্বকাপ টি-টোয়েন্টি খেলবে। আমি অনেক খুশি। আমি আমার এলাকাবাসীসহ পুরো দেশের মানুষের কাছে দোয়া চাই, যাতে আমার ছেলে আরও উপরে যেতে পারে।

শামীমের মা রীনা বেগম বলেন, আমরা অনেক খুশি। আমি সব সময় নামাজ পড়ে আমার ছেলে জন্য দোয়া করি। আমি দোয়া করি আমার ছেলে যেন অনেক ভালো খেলতে পারে। 

স্থানীয়রা জানান, শামীম ছোটবেলা থেকেই খুব ভালো খেলে। তার খেলা দেখার জন্য মাঠে দেখতে যেতেন তারা। সে অনেক বড় ছয় মারতে পারতো। শামীম টি-টুয়েন্টি বিশ্বকাপেও ভালো খেলবেন এমন আশা তাদের।

শামীমের প্রথম কোচ শামীম ফারুকী বলেন, আমি যখন শামীমকে দেখেছি, তখনই তার মধ্যে প্রতিভা চোখে পড়েছে। তখন থেকেই চিন্তা করেছি, শামীম ক্রিকেটে ভালো একটি জায়গায় যাবে। আজ সেটিই সত্যি হয়েছে, টি-টুয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আমি আশাবাদী সে ওয়ানডেতেও জায়গা করে নেবে। তার কোচদের পরামর্শ অনুযায়ী সে যদি খেলে, সে আরও ভালো খেলতে পারবে বলে আশা করি।

ঢাকা/এনইউ
আরও পড়ুন:

পোশাক রপ্তানিতে ভিয়েতনামকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ

অর্ধ-উলঙ্গ করে দুই সাংবাদিককে পেটালো তালেবান

করোনায় প্রাণ হারালেন আরও ৫৮ জন

ব্লক মার্কেটে যেসব কোম্পানির বড় লেনদেন

লোকসান গুনেছে যেসব কোম্পানির বিনিয়োগকারীরা